টুকরো খবর |
জল্পনা আইপিএল সিক্সে আফ্রিদিদের খেলা নিয়ে
সংবাদসংস্থা • লাহৌর |
আগামী আইপিএলে কি খেলতে দেখা যাবে শাহিদ আফ্রিদি, উমর গুলদের? আইপিএল ফাইভ ফাইনালের ঠিক চব্বিশ ঘণ্টা আগে কিন্তু সেই জল্পনা শুরু হয়ে গেল। পাক বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান ইজাজ বাট জানিয়ে দিলেন, আইপিএল সিক্সে খেলবেন পাকিস্তানি ক্রিকেটাররা। আইপিএল কমিটির চেয়ারম্যান রাজীব শুক্লের সঙ্গে কথাবার্তা বলে তেমনই ইঙ্গিত নাকি পেয়েছেন তিনি। পাকিস্তানের এক সংবাদপত্রে বাটকে উদ্ধৃত করে বলা হয়েছে, পুরো ব্যাপারটা নিয়ে পাক বোর্ডের চেয়ারম্যান জাকা আশরাফের সঙ্গে কথা বলেছেন বাট। কয়েক দিন আগে দিল্লি সফরে এসেছিলেন বাট। সেখানে রাজীব শুক্ল এবং আইসিসি প্রেসিডেন্ট শরদ পওয়ারের সঙ্গে আলোচনা হয় তাঁর। বাটের কথায়, “রাজীব শুক্ল বলেছেন পাক ক্রিকেটাররা পরের আইপিএল খেলবে। যা আলোচনা হয়েছে সেটা পাক বোর্ডের প্রধানকে বলেও দিয়েছি।” প্রসঙ্গত, একমাত্র উদ্বোধনী আইপিএলেই অংশ নেন পাক ক্রিকেটাররা। কিন্তু তার পর ২৬/১-কাণ্ড ঘটে যাওয়ায় পরের আইপিএলগুলোতে আফ্রিদিদের অংশ নিতে দেয়নি ভারতীয় বোর্ড। কিন্তু হালে সম্পর্কের অবস্থা পাল্টেছে। চ্যাম্পিয়ন্স লিগে পাক ক্লাবের অংশ নেওয়ার ব্যাপারে সম্মতি দিয়েছে বোর্ড। আইপিএল ফাইনাল দেখার জন্য আশরাফকে আমন্ত্রণও জানানো হয়েছে বোর্ডের পক্ষ থেকে।
|
সন্তোষ ট্রফি থেকে সরে গেলেন সাব্বির
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
কটকে বাংলার চরম ব্যর্থতার জের। গত দু’বারের সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন কোচ সাব্বির আলি সরে যাচ্ছেন। শনিবার আইএফএ অফিসে এসে সচিব উৎপল গঙ্গোপাধ্যায়ের সঙ্গে কথা বলে সাব্বির সাংবাদিকদের বলে দেন, “বাংলার ব্যর্থতার দায় আমার। আমি আর বাংলার কোচিং করাতে চাই না।” সচিব আবার বললেন, “সাব্বির আলি দু’বার চ্যাম্পিয়ন করেছেন বাংলাকে। এ বার পারেননি বলে তাঁকে সরানো হচ্ছে, সেটা নয়। তবে পরের বারের জন্য নতুন কোচ খুঁজছি।” এ দিন আই এফ এ বাংলা কোচের কাছে ব্যর্থতা নিয়ে লিখিত জবাব চেয়েছে। অধিনায়ক তারিফ আমেদকে দলে নেওয়া নিয়ে সমালোচনা চলছেই। সাব্বির কিন্তু ব্যাখ্যা দিলেন, “একে তো ভাল ফুটবলার পাইনি। যে ক’জন অনুশীলনে এসেছে, তাদের মধ্যে থেকেই পছন্দ করেছি। তারিফকে অনুশীলনে ভাল লেগেছিল। দুর্ভাগ্য, ও টুর্নামেন্টে তেমন খেলতে পারল না।” এ দিকে টোলগে ওজবেকে সম্ভবত সোমবার সাসপেন্ড করতে পারে ইস্টবেঙ্গল। ক্লাব সূত্রের খবর, মঙ্গলবার আই এফ এ-র প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির সভার আগেই শাস্তির চিঠি পাঠিয়ে দেওয়া হবে রাজ্য সংস্থাকে।
|
পাঁচ গোল খেল জার্মানি
নিজস্ব প্রতিবেদন |
চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে চেলসির কাছে হারের এক সপ্তাহ কাটতে না কাটতেই আরও একটা ধাক্কা খেলেন জার্মান ফুটবল সমর্থকরা। চ্যাম্পিয়ন্স লিগ ফস্কানো বায়ার্ন মিউনিখের পরে জার্মানির জাতীয় দলও বিরাট ধাক্কা খেল। ইউরো কাপ শুরুর দিন বারো আগে টুর্নামেন্টের অন্যতম ফেভারিট জার্মানি ৫ গোল খেল। বহু দিন পর এত গোল হল তাদের বিরুদ্ধে। জার্মানিকে ৫-৩ হারাল সুইজারল্যান্ড। হ্যাটট্রিক করেন দের্দিইউক। ইউরোপ চ্যাম্পিয়ন স্পেন অবশ্য আজ অন্য একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ২-০ হারিয়েছে সার্বিয়াকে। আদ্রিয়ান এবং কার্জোলা-র পেনাল্টি গোলে। বিশ্বচ্যাম্পিয়ন স্পেন জিতলে কী হবে, বিশ্বকাপ ফাইনালিস্ট নেদারল্যান্ডসকে কিন্তু ইউরোপ সফরকারী ব্রাজিল ৩-১ হারায় ডেনমার্ককে। হাচের জোড়া গোল। অন্য গোলটি জিমলিংয়ের আত্মঘাতী। অন্য ম্যাচে পর্তুগাল গোলশূন্য ড্র করেছে ম্যাসেডোনিয়ার সঙ্গে।
|
জিতেও দুশ্চিন্তায় বোল্ট
সংবাদসংস্থা • ওস্ত্রাভা |
লন্ডন অলিম্পিকের আগে ইউরোপে প্রথম একশো মিটার রেস জিতলেন উসেইন বোল্ট। তবে তিনি নিজের সময়ে মোটেই সন্তুষ্ট নন। এ দিন গোল্ডেন স্পাইক মিটে বোল্ট সময় করেন ১০.০৪ সেকেন্ড। যা তাঁর ৯.৫৮ সেকেন্ডের বিশ্বরেকর্ডের ধারেকাছেও নয়। বোল্ট স্বীকার করেছেন, শুরুটা ভাল হয়নি। বলেছেন, “স্টার্টে আমার মধ্যে সাধারণত যে রকম বিস্ফোরক অনুভূতি কাজ করে, সেটা আজ করেনি।” বোল্ট জানিয়েছেন, রেসের ভিডিও রেকর্ডিং নিয়ে কোচের সঙ্গে বসবেন। যাতে অলিম্পিকের আগে নিজেকে শুধরে নেওয়া যায়।
|
বার্সাকে কাপ দিয়ে বিদায় গুয়ার্দিওলার
সংবাদসংস্থা • বার্সেলোনা |
অ্যাথলেটিক বিলবাওকে ৩-০ হারিয়ে কিংস কাপ জিতে মরসুম শেষ করল বার্সেলোনা। মেসি ও পেদ্রোর গোলে ২৫ মিনিটেই জয় নিশ্চিত করে নেয় তারা। মরসুমে চারটি ট্রফি জিতে বার্সেলোনায় শেষ হল পেপ গুয়ার্দিওলার কোচিং জীবন। ম্যাচ শেষে তাঁর মন্তব্য, “বার্সেলোনায় এটা আমার সেরা মরসুম। চার বছরে ১৯টার মধ্যে ১৪ ট্রফি জিতেছি। যেটা খুব সহজ ছিল না। ক্লাবের কৃতিত্বে আমি গর্বিত।” মরসুমে মেসির মোট গোলসংখ্যা ৭৩। এই চার বছরে বার্সার সাফল্যে মেসির অবদানকেও গুরুত্ব দিচ্ছেন গুয়ার্দিওলা। “যখন বার্সায় আসি, তখনকার তুলনায় মেসি এখন অনেক পরিণত। ওর থেকেও অনেক কিছু শিখেছি।”
|
আজ ম্যাচ ড্র হলেই টাইব্রেকারে বিশ্ব দাবা
সংবাদসংস্থা • মস্কো |
বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপের এগারো নম্বর গেমও ড্র হল। রবিবার শেষ গেমের আগে বিশ্বনাথন আনন্দ এবং বরিস গেলফাঁ দু’জনই আটকে সাড়ে পাঁচ পয়েন্টে। শনিবারের গেমটি ড্র হল ২৪ চালের পর। আনন্দের সুবিধা, শেষ গেমটি তিনি খেলবেন সাদা ঘুঁটি নিয়ে।
|
ছিটকে গেলেন আরপি
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
হাঁটুর চোটের জন্য ভারত ‘এ’ দলের ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে ছিটকে গেলেন পেসার রুদ্রপ্রতাপ সিংহ। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলা আরপি-র চোট পরীক্ষা করে দেখে বোর্ডের চিকিৎসক তাঁকে অন্তত সাত দিন সম্পূর্ণ বিশ্রামে থাকতে বলেছেন। আরপি-র জায়গায় দলে এসেছেন পরবিন্দর আওয়ানা।
|
তামিলনাড়ু-সার্ভিসেস ফাইনাল |
সোমবার সন্তোষ ট্রফির ফাইনালে মুখোমুখি তামিলনাড়ু ও সার্ভিসেস। সাব্বির পাশার কোচিংয়ে তামিলনাড়ু ২-০ হারাল মণিপুরকে। সার্ভিসেস আগের দিন হারায় কেরলকে। |
|