তৃণমূল পুরপ্রধানের বিরুদ্ধে কংগ্রেসের নির্বাচনী সভায় মারধর করার অভিযোগ উঠল। বীরভূমের নলহাটির ৪ নম্বর ওয়ার্ডের সিনেমাতলায় শুক্রবার রাতের ঘটনা। কংগ্রেসের জেলা সভাপতি সৈয়দ সিরাজ জিম্মির অভিযোগ, “আমাদের পুরনির্বাচনের সভায় বিনাপ্ররোচনায় নলহাটির পুরপ্রধান বিপ্লব ওঝা দলবল নিয়ে এসে চড়াও হন। এক কংগ্রেস কর্মী ওদের মারে জখম হন।
পুলিশের কাছে অভিযোগ করা হয়েছে।” কংগ্রেস কর্মীদের উপর হামলা বন্ধে শুক্রবারই প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টাচার্য রাজ্য নির্বাচন কমিশনার মীরা পাণ্ডের কাছে অভিযোগ জানিয়েছিলেন। বিপ্লববাবুর পাল্টা অভিযোগ, “ওই সভায় আমার পরিবার সর্ম্পকে কুৎসা রটানো হচ্ছিল বলে প্রতিবাদ জানিয়েছি। কাউকে মারধর করা হয়নি।” তাঁর দাবি, কংগ্রেসের বিরুদ্ধে রামপুরহাটের এসডিও-র কাছে নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ জানিয়েছেন। তবে এসডিও রত্নেশ্বর রায় বলেন, “বাইরে রয়েছি। অভিযোগ পেলে খতিয়ে দেখা হবে।”
বিপ্লববাবু যে ওয়ার্ডের প্রার্থী, সেই ৮ নম্বর ওয়ার্ডে শুক্রবার বিকেলে বামফ্রন্টের প্রার্থীর প্রচারের সভা থেকে মাইক খুলে নেওয়ার অভিযোগও উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। পরে সেখান থেকে কিছুটা দূরে নতুন সভাস্থলে বীরভূমের সিপিএম সাংসদ রামচন্দ্র ডোম বক্তৃতা দেন। তৃণমূল এই অভিযোগও মানতে চায়নি। |