বাঁকুড়া সদর ও পূর্ব মেদিনীপুরের দাশপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বেশির ভাগ ভোটকেন্দ্রে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। তৃণমূল বিধায়কদের মৃত্যুতে খালি হওয়া এই দুই আসনে ১২ জুন ভোটগ্রহণ হবে। তার দু’দিন আগেই রাজ্যে পৌঁছে যাবে কেন্দ্রীয় বাহিনী। বেশির ভাগ বুথে বসবে ক্যামেরা। থাকবেন মাইক্রো অবজারভার।
|
গ্রামের প্রায় সব নলকূপই অকেজো। একটি থেকে জল মেলে। তা-ও খাওয়ার অযোগ্য। ভরসা গ্রামেরই প্রাথমিক স্কুল। দিনের কয়েক ঘণ্টা ছাড়া বাকি সময় ওই বিদ্যালয়ের লোহার গেট থাকে তালা বন্ধ। গরমের ছুটির জন্য এখন দিনভরই গেট বন্ধ। গ্রামের ছেলেমেয়েরা গেট ডিঙিয়ে জল আনে। গেটের এ পার থেকে বালতি বা কলসি তাদের হাত থেকে নেন বাকিরা। বাঁকুড়া শহরের কাছেই, এই দেরুয়া-রশুনকুড় গ্রামে বৃহস্পতিবার সন্ধ্যায় উপ-নির্বাচনের প্রচারে গিয়ে বাসিন্দাদের ক্ষোভের মুখে পড়েন তৃণমূল প্রার্থী মিনতি মিশ্র। ফোনে এলাকার তৃণমূল পঞ্চায়েত সদস্যকে ডেকে সমস্যা মেটানোর নির্দেশ দেন। বাঁকুড়ার তৃণমূল বিধায়ক কাশীনাথ মিশ্রের মৃত্যুতে এই কেন্দ্রে লড়ছেন তাঁর স্ত্রী মিনতিদেবী।
|
পরীক্ষা কেন্দ্র নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ তুলে শনিবার বাঁকুড়ার বেলিয়াতোড়ে যামিনী রায় মহাবিদ্যালয়ে পরীক্ষার্থীদের নিয়ে টিএমসিপি বিক্ষোভ দেখাল। ছাত্র সংসদের সাধারণ সম্পাদক টিএমসিপি-র সৌরভ সিংহের অভিযোগ, “কলেজের এক কর্মী কিছু পরীক্ষার্থীকে জানিয়েছিলেন বড়জোড়া কলেজে পরীক্ষা কেন্দ্র করা হয়েছে। অনেকে তাই শুক্রবার ভুল করে বড়জোড়া কলেজে চলে যান।” বেলিয়াতোড় কলেজের অধ্যক্ষ শংকরলাল ঘোষ বলেন, “নোটিস বোর্ডে পরীক্ষা কেন্দ্র বাঁকুড়া সম্মিলনী কলেজের নাম উল্লেখ করা হয়। কিছু পরীক্ষার্থী তা না দেখায় বিভ্রান্ত হয়েছে।”
|
নদীতে মাছ ধরতে নেমে ডুবে মৃত্যু হল দুই ভাইয়ের। শুক্রবার বিকেলে ঘটনাটি ঘটে বাঁকুড়ার রাইপুর থানার পেঁচাকোলা গ্রামের কাছে, কংসাবতী নদীতে। মৃতেরা হলেন হারাধন মাণ্ডি (৩৫) ও তাঁর ভাই উত্তম মাণ্ডি (১৯)। পেঁচাকোলা গ্রামে তাঁদের বাড়ি। মাছ ধরতে গিয়ে ঘূর্নি স্রোতে তাঁরা তলিয়ে যান বলে বাসিন্দাদের দাবি। |