যাওয়ার কথা ছিল পোর্ট ব্লেয়ার। কিন্তু, দ্বীপপুঞ্জের আবহাওয়া প্রতিকুল থাকায় বিমান পৌঁছে গেল তাইল্যান্ডের ফুকেটে! কলকাতা থেকে যে ১২৭ জন যাত্রী ওই বিমানে পোর্ট ব্লেয়ার যাচ্ছিলেন, তাঁদের কাছে তাইল্যান্ডের ভিসা নেই। ফলে সেখানে পৌঁছেও তাঁদের সমস্যায় পড়তে হয়। তাই, তাইল্যান্ড থেকে বিমান ফিরিয়ে আনা হল কলকাতায়। অন্য দিকে, পোর্ট ব্লেয়ার থেকে যে যাত্রীদের কলকাতায় আসার কথা ছিল, তাঁরাও আটকে পড়লেন সেখানে। আজ, রবিবার তাঁদের সেখান থেকে ফিরিয়ে আনা হবে বলে জেট বিমান সংস্থার তরফে আশ্বাস দেওয়া হয়েছে। পোর্ট ব্লেয়ারে আটকে পড়া এক যাত্রী দিলীপ চক্রবর্তীর অভিযোগ, “জেট-এর উড়ান বাতিল হলেও আমাদের হোটেলে রাখার কোনও ব্যবস্থা করা হয়নি। আমি ছেলেকে নিয়ে বেড়াতে এসেছিলাম। ফেরার সময়ে সঙ্গে অত টাকাও ছিল না। তবুও ম্যানেজ করে একটি হোটেলে রাত কাটাতে হচ্ছে।”
|
সিরিয়ায় সেনাবাহিনীর গোলাবর্ষণে প্রাণ হারালেন ৯০ জন। নিহতদের মধ্যে অনেক শিশুও রয়েছে বলে জানিয়েছেন সরকার-বিরোধী আন্দোলনকারীরা। প্রেসিডেন্ট বাশার আল আসাদের সেনা ও বিরোধীদের সংঘর্ষে গত কয়েক মাসে সিরিয়ায় নিহত হয়েছেন বহু মানুষ। রাষ্ট্রপুঞ্জের মধ্যস্থতায় দু’পক্ষে সংঘর্ষ-বিরতি চুক্তি হওয়ার পরে এই প্রথম একটি এলাকায় এত জন নিহত হলেন। গত কাল হৌলা শহরে বিক্ষোভ দেখাচ্ছিলেন আসাদ-বিরোধীরা। সেই সময়ে গুলিবর্ষণ করে নিরাপত্তাবাহিনী। পাল্টা গুলি চালান বিরোধীরা। তার পরেই গোলাবর্ষণ শুরু করে সেনা। |