মঙ্গলবার বেলা ১১টার থেকে মাধ্যমিক পরীক্ষার ফল জানা যাবে এই সব ওয়েবসাইটে: www.wbbse.org, http://wbresults.nic.in, http://results.banglarmukh.gov.in, www.calcuttatelephones.com, www.exametc.com, www.clickcollegestreet.com, www.indiaresults.com, www.schools9.com, www.manabadi.com, www.rediff.com/exams, results.sify.com, http://Results.WestBengalEducation.net, www.ExamResults.net। এর মধ্যে www.exametc.com-এ রোল নম্বর ও মোবাইল নম্বর দিয়ে আগাম নাম নথিভুক্ত করলে এসএমএস-এ খবর মিলবে। এসএমএসে ফল জানার জন্য WB10-এর পরে রোল নম্বর লিখে পাঠাতে হবে এই সব নম্বরে: ৫৭৩৩৩, ৫৬৯৬৯, ৫৪৬৪৬, ৫৪৯৯৯, ৫৬৭৬৭৫০, ৫৮৮৮৮, ৫৬৫০৫ (বিএসএনএল), ৫৬৭৩০ (ভোডাফোন), ৫৪৩২১২২২২ ও ৫৫০৭৭ (এয়ারটেল), ৫৫৪৫৬ (আইডিয়া), ৫৩৩৩৩০০ (টাটা ডোকোমো), ৫১২৩৪ (টাটা জিএসএম), ৫৬৫০৬ (রিলায়্যান্স)। টেলিফোনে ফল জানা যাবে এই সব নম্বরে: ৫০৫১০১০৯৬, ৫৮৮৮৮, ১২৫৫৫৯৬ (বিএসএনএল)।
|
সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের (সিবিএসই) দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফল বেরোবে সোমবার। বোর্ড সূত্রে জানা গিয়েছে, ওই দিন বেলা ১১টার পরে ফল জানা যাবে এই ওয়েবসাইটগুলোতে: www.results.nic.in, www.cbseresults.nic.in, এবং www.cbse.nic.in.। এখানে ছাত্রছাত্রীরা নিজেদের নাম আগাম নথিভুক্ত করেও ফল জানতে পারবেন। ০১১-২৪৩৫৭২৭৬ নম্বরে ফোন করে ফল জানা যাবে। এসএমএস মারফত ফল জানার জন্য cbse12-এর পরে স্পেস দিয়ে রোল নম্বর লিখে পাঠাতে হবে ৫৭৭৬৬ (বিএসএনএল) ,৫৮০০০০২ (এয়ারসেল), ৫৫৪৫৬০৬৮ (আইডিয়া), ৫৪৩২১, ৫১২৩৪ এবং ৫৩৩৩৩০০ (টাটা ইন্ডিকম ও ডোকোমো), ৫৪৩২১২০২ ও ৫৫০৭৭ (এয়ারটেল) নম্বরে। |