রাজ্যের পাঁচটি সরকারি সাহায্যপ্রাপ্ত আইন কলেজকে এক কোটি টাকা করে অনুদান দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের আইন দফতর ওই অনুদানের টাকা দেবে। এ জন্য সংশ্লিষ্ট আইন বদলানো হবে বলেও জানান তিনি। শনিবার সাউথ ক্যালকাটা ল কলেজের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এই ঘোষণা করেন মমতা।
কসবায় ওই কলেজের একটি সাত তলা ভবন তৈরি হবে। এ জন্য ৬ কোটি টাকা প্রয়োজন। কলেজ কর্তৃপক্ষ সেই টাকা চেয়ে ইতিমধ্যেই আবেদন জানিয়েছেন রাজ্য সরকারের কাছে। মমতা এ দিন বলেন, “আবেদন মঞ্জুর হয়ে টাকা পেতে কিছুটা সময় তো লাগবেই। কিন্তু সেই সময়ে তো বসে থাকা যায় না!” তার পরেই অনুদানের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।
এ দিনের অনুষ্ঠানে দমকল মন্ত্রী জাভেদ খান জানান, তিনি তাঁর বিধায়ক তহবিলের টাকা থেকে ১০ লক্ষ টাকা দেবেন ওই ভবনটি নির্মাণের জন্য। মমতা জানান, সাংসদ সুব্রত বক্সির তহবিল থেকে দেওয়া হবে ২৫ লক্ষ টাকা এবং রাজ্যসভার কোনও সাংসদের তহবিল থেকে আসবে আরও ২৫ লক্ষ। এ ছাড়া, আইন দফতরের এক কোটি। কলেজ কর্তৃপক্ষের উদ্দেশে মমতা বলেন, “১ কোটি ৬০ লক্ষ টাকার সংস্থান তো হয়েই গেল। আপনারা কাজ শুরু করে দিন। মাঝপথেই হয়তো আপনাদের আবেদন মতো ৬ কোটি টাকা পেয়ে যাবেন।”
আইনমন্ত্রী মলয় ঘটক পরে জানান, কলেজকে অনুদান দেয় শিক্ষা দফতর। আইন দফতর তা করে না। তাই সরকারি সাহায্যপ্রাপ্ত আইন কলেজগুলিকে অনুদান দিতে হলে আইন বদলাতে হবে। মলয়বাবু বলেন, “আমরা আইন পরিবর্তন করব। পাঁচটি কলেজকে অনুদান দেওয়ার জন্য আর্থিক সংস্থান করা হয়েছে রাজ্য বাজেটে।” বাজেট অনুযায়ী, সদ্য পাশ করা আইনজীবীদের এক বছর মাসিক এক হাজার টাকা স্টাইপেন্ড, আইনজীবীদের জন্য বিমা ও তাঁদের আবাসন প্রকল্পের জন্য জমি সংগ্রহের কাজ শুরু হয়েছে বলেও জানান তিনি। |