রাজ্যের আর্সেনিক প্রকল্পে ১১০ কোটি টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিল কেন্দ্র।
গত কাল রাজ্যের আর্সেনিক সমস্যা-সহ বিভিন্ন গ্রামীণ উন্নয়ন প্রকল্পের জন্য অর্থ সাহায্যের দাবি জানিয়ে নিয়ে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী জয়রাম রমেশের সঙ্গে বৈঠকে বসেছিলেন রাজ্যের পঞ্চায়েত ও জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। সেই বৈঠকেই আর্সেনিক প্রকল্পে রাজ্যকে ওই আর্থিক সাহায্য দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়। পানীয় জল আর্সেনিক মুক্ত করতে অন্যান্য রাজ্যের মতই কেন্দ্রের পক্ষ থেকে প্রতি বছর আটশো কোটি অনুদান দেওয়া হত পশ্চিমবঙ্গকে। জনস্বাস্থ্য কারিগরি দফতরের দাবি, প্রকল্প রূপায়ণে বিগত বাম সরকারের অনীহা ও একাধিক বার টাকা ফেরত যাওয়ার কারণে গত ২০০৮-০৯ সালের পর থেকে ওই অনুদান বন্ধ করে দেয় কেন্দ্র। গত কালের বৈঠকে সুব্রতবাবু ওই বকেয়া অর্থও ফের রাজ্যকে দেওয়ার জন্য জয়রামের কাছে আবেদন করেন। বকেয়া ওই টাকার বিষয়ে নিশ্চিত আশ্বাস না দিলেও, কেন্দ্রীয় গ্রামান্নোয়ন মন্ত্রী অবশ্য জানিয়েছেন, “চলতি বছরে রাজ্যের আর্সেনিক প্রকল্পের জন্য প্রথম কিস্তির ১১০ কোটি টাকা দিয়ে দেবে কেন্দ্র।”
প্রথম কিস্তির টাকা পেলেও গত তিন-চার বছরের বকেয়া অর্থ এখনই পশ্চিমবঙ্গকে দেওয়া সম্ভব হবে না বলেই মন্ত্রক সূত্রে জানা গিয়েছে। সুব্রতবাবু অবশ্য ঘনিষ্ঠ মহলে আশা প্রকাশ করেছেন কেন্দ্র ওই টাকা দিয়ে দেবে রাজ্যকে। কিন্তু মন্ত্রক জানাচ্ছে, শুধু পশ্চিমবঙ্গই নয়, গত কাল বিভিন্ন রাজ্যের মন্ত্রীদের সঙ্গে জয়রাম পানীয় জল ও নিকাশি সংক্রান্ত বৈঠকে একই ভাবে বকেয়া অর্থের দাবি জানিয়েছিল উত্তরাখণ্ডও। মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, জয়রাম সংশ্লিষ্ট রাজ্যের মন্ত্রীকে জানিয়ে দেন ওই বকেয়া টাকা দেওয়া সম্ভব নয়। সেই কারণেই রাজ্য বকেয়া টাকা পাওয়ার বিষয়ে আশাবাদী হলেও শেষ পর্যন্ত পশ্চিমবঙ্গকে ওই অর্থ দেওয়া সম্ভব হবে কি না তা নিয়ে সংশয় রয়েছে মন্ত্রকের কর্তাদের মধ্যেই।
সম্প্রতি দেশের দশ হাজার গ্রামে সৌর বিদ্যুতের সাহায্যে ভূগর্ভস্থ জল পাম্পের মাধ্যমে তোলার পরিকাঠামো গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে কেন্দ্র। পশ্চিমবঙ্গের একাধিক জেলাকেও ওই প্রকল্পের আওতায় নিয়ে আসার জন্য গত কাল জয়রামের কাছে আবেদন জানান সুব্রতবাবু। পরে তিনি বলেন, “ওই দাবি মেনে নেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের ৫টি জেলাকে ওই প্রকল্পের আওতায় নিয়ে আসা হচ্ছে।” পাশাপাশি মাস দেড়েক আগে যোজনা কমিশনের সঙ্গে বৈঠকে অনগ্রসর এলাকার উন্নতিতে কেন্দ্রের যে অর্থ খরচ হয় সেই তালিকায় রাজ্যের দার্জিলিং ও কোচবিহারকেও অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত কাল জয়রামের কাছে সেই একই দাবি জানান সুব্রতবাবু। সেই দাবিও খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন জয়রাম। |