বেলেঘাটায় পুড়ে যাওয়া সরকার বাজার সংলগ্ন ‘বালির মাঠ’-এ বিধায়ক তহবিলের টাকায় তৈরি পার্কের উদ্বোধন হল শনিবার। মাঠের দখল নিয়ে পুরসভা এবং মালিক পক্ষের মধ্যে টানাপোড়েন চলছে। মালিক পক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত ওই এলাকায় ১৪৪ ধারা জারি করেছে। তবে এ দিনের অনুষ্ঠানে তার কোনও প্রভাব পড়তে দেখা যায়নি। স্থানীয় বিধায়ক এবং কেন্দ্র ও রাজ্য মন্ত্রিসভার সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।দিন কয়েক আগে ওই মাঠ সংলগ্ন সরকার বাজারে আগুন লাগে। বাজার ও বালির মাঠের বর্তমান মালিক বেঙ্গল শেল্টার সংস্থা। সংস্থা সূত্রের বক্তব্য, হাইকোর্টের কাছ থেকে এই সম্পত্তি কেনা হয়েছিল। |
তাই সম্পত্তির উপর নিরঙ্কুশ অধিকার চেয়ে তারা হাইকোর্টেরই দ্বারস্থ হবে। এই ‘জবরদখল’ করা অংশে বিধায়ক তহবিলের টাকা কী করে খরচ করা হল, তাকেও হাইকোর্টে চ্যালেঞ্জ জানাবে ওই সংস্থা। বালির মাঠে এ দিন ফুটবল গ্রাউন্ড এবং সুকান্ত শিশু উদ্যানের উদ্বোধন করে কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী তথা এলাকার তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, “এখানে ১৪৪ ধারা রয়েছে কি না জানা নেই। মাঠটি এলাকার ফুসফুস। এটি খেলার মাঠই থাকুক।” রাজ্যের মৎস্য দফতরের প্রতিমন্ত্রী সুব্রত সাহার বক্তব্যেও ছিল একই সুর। এলাকার বিধায়ক পরেশ পাল বিধায়ক তহবিলের ১৫ লক্ষ টাকায় মাঠটির সৌন্দর্যায়ন করিয়েছেন। পরেশবাবু বলেন, “কে, কোথায় কোর্ট-কাছারি করেছে জানি না। এখানে প্রোমোটারি করতে দেওয়া হবে না। মাঠই থাকবে।”
বেঙ্গল শেল্টারের তরফে সমর নাগ দাবি করেন, ১৪৪ ধারা ভেঙে এই সমাবেশ যে করা হচ্ছে, তা সুদীপবাবু, পুরমন্ত্রী ফিরহাদ হাকিম ও মেয়র শোভন চট্টোপাধ্যায়কে জানানো হয়েছিল। তাঁদের বলা হয়েছিল, এই জমি আদালতে বিচারাধীন। সমরবাবু বলেন, “হাইকোর্টের কাছে আমরা জমির উপর নিরঙ্কুশ অধিকার চাইব। না হলে টাকা ফেরত চেয়ে হাইকোর্টকে জমি দিয়ে দেব।” |