l
Bengali Magazines
l
Puja Barshiki Magazines
l
Bengali Movies
l
Bengali Food Recipes
l
Bangla Blogs
l
Bengali Online Radio
l
Sicily Villas
l
Registrar nombre del dominio
l
Domain Registration
বাংলা থেকে দিল্লি, সংশয়ের গেরোয় শিল্পমহল
থমকে সংস্কার, প্রধানমন্ত্রীর
সামনেই সরব শিল্পপতিরা
প্রেমাংশু চৌধুরী • নয়াদিল্লি
আর বিবৃতি বা চিঠি নয়, সরকার যে ভাবে চলছে তাতে অসন্তোষ প্রকাশ করে এ বার স্বয়ং প্রধানমন্ত্রী মনমোহন সিংহের কাছেই মুখ খুললেন দেশের প্রথম সারির শিল্পপতিরা। এ দিন প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন শিল্প ও বাণিজ্য কাউন্সিলের বৈঠকে রতন টাটা-মুকেশ অম্বানী-রাহুল বজাজরা অভিযোগ করেন, সংস্কার নিয়ে সরকারের দ্বিধা, এক পা এগিয়েও দু’পা পিছিয়ে আসার ফলে দেশের আর্থিক পরিস্থিতি আরও বেহাল হচ্ছে। জবাবে প্রধানমন্ত্রীও শিল্পপতিদের পাল্টা সমালোচনা করে বলেন, সরকারের কাজকর্ম নিয়ে এই ধরনের নেতিবাচক মন্তব্য অনিশ্চয়তাই বাড়িয়ে দেয়। তবে একই সঙ্গে তিনি শিল্পমহলকে আশ্বস্ত করে জানান, দেশের আর্থিক বৃদ্ধি ফেরানোর জন্য সরকার সব রকম ভাবে চেষ্টা চালাচ্ছে। গত এক বছরে আকাশছোঁয়া মূল্যবৃদ্ধিতে রাশ টানতে গিয়ে ধাক্কা লেগেছে দেশের শিল্পোৎপাদনে। শরিকি চাপে হোঁচট খাচ্ছে আর্থিক সংস্কারের কর্মসূচি। ‘মাল্টি ব্র্যান্ডে’র খুচরো ব্যবসায় বিদেশি বিনিয়োগ হোক বা পেনশন বিল বারবার এগিয়েও পিছিয়ে এসেছে মনমোহন সিংহের সরকার। শিল্পমহলের বক্তব্য, বারবার এ ধরনের ঘটনা ঘটতে থাকায় সরকারের প্রতি আস্থা ক্রমশ কমেছে। তা ছাড়া, ২০০৮-এর আর্থিক মন্দার সময় শিল্পমহলের আস্থা ফেরাতে কেন্দ্র যে ভাবে আর্থিক প্যাকেজ-সহ নানা ধরনের পদক্ষেপ করেছিল, এ বারে সে রকম কিছুও অনিশ্চিত।
বিস্তারিত...
সিঙ্গুরের ছায়াতেই প্রশ্নের
মুখে রাজ্যের লগ্নি-ভবিষ্যৎ
রঞ্জন সেনগুপ্ত • কলকাতা
সরকার জল-জমি-কয়লার বন্দোবস্ত করে না দিলে রাজ্যে বিদ্যুৎ কেন্দ্র গড়ার পথে তারা হাঁটবে না বলে প্রথম দিনেই জানিয়ে দিয়েছে লার্সেন অ্যান্ড টুব্রো (এলঅ্যান্ডটি)। ফলে সলতে পাকানোর আগেই এই প্রকল্পের প্রদীপ নেভার বন্দোবস্ত হয়ে গেল বলে আশঙ্কা রাজ্য প্রশাসনের একটা বড় অংশের। তাদের বক্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের নতুন জমি নীতির প্রথম বলি যদি হয় কাটোয়ার তাপবিদ্যুৎ কেন্দ্র, তা হলে দ্বিতীয়টি এলঅ্যান্ডটি-র বিদ্যুৎ কেন্দ্র। অর্থাৎ, সিঙ্গুরের ‘ফল’ হাতেনাতে ফলতে শুরু করেছে! জোর করে জমি অধিগ্রহণ করার অভিযোগ তুলে সিঙ্গুরে ‘ন্যানো’ গাড়ি তৈরির কারখানার বিরুদ্ধে আন্দোলনে নেমেছিল তৃণমূল। তার জেরে এ রাজ্য থেকে কারখানা তুলে গুজরাতের সানন্দে নিয়ে চলে যায় টাটা মোটরস। সেটা ২০০৮ সালের ঘটনা। তিন বছর পরে ক্ষমতায় এসে বেসরকারি সংস্থার জন্য কোনও রকম জমি অধিগ্রহণ না-করার যে নীতি তৃণমূলের নেতৃত্বাধীন সরকার গ্রহণ করেছে, তার জেরে নতুন শিল্প প্রকল্প তৈরির পথ তো তৈরি হচ্ছেই না, অনিশ্চিত হয়ে পড়েছে বাম আমলে শুরু হওয়া একাধিক প্রকল্পও। যেমন কাটোয়ায় ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশনের (এনটিপিসি) তাপবিদ্যুৎ কেন্দ্র। এই প্রকল্পের জন্য প্রয়োজনীয় ১১০০ একর জমির মধ্যে ৫৫০ একরের দাম জমি মালিকদের মিটিয়ে নিজেদের হেফাজতে নিয়েছিল আগের বামফ্রন্ট সরকার। বাকি জমি অধিগ্রহণের প্রক্রিয়া যখন শেষের মুখে তখনই ভোটের দামামা বেজে যায়। ফলে কাজ বন্ধ থাকে।
বিস্তারিত...
কলকাতার কথকতা নিয়ে
জলে বিষের ‘গুজবে’ বিষাক্ত রাজ্য রাজনীতি
নিজস্ব সংবাদদাতা • কলকাতা
মদের পরে এ বার জলে বিষ! তা-ও নেহাতই ‘গুজব’। তা নিয়েই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগের জেরে রীতিমতো ‘বিষাক্ত’ হয়ে উঠল সরকার ও বিরোধী পক্ষের সম্পর্ক! বিধানসভার ভিতরে এবং বাইরে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন, রাজ্যের প্রধান বিরোধী দল সিপিএম মানুষ খুন করার ‘চক্রান্ত’ করে ‘মৃত্যু নিয়ে রাজনীতি’ করার চেষ্টা করছে। সরকারের অভিযোগ, দক্ষিণ ২৪ পরগনার নোদাখালিতে জনস্বাস্থ্য কারিগরি দফতরের জল প্রকল্পে বিষ মেশানোর গুজব ছড়িয়েছিল সিপিএম। বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী যেমন ওই অভিযোগ তুলেছেন, তেমনই সভাকক্ষের বাইরে বিধানসভা চত্বরেই এক ধাপ এগিয়ে বলেছেন, মদ, জল থেকে শুরু করে আইসিডিএস প্রকল্পের মিড ডে মিল সবেতেই বিষ মেশাতে চাইছে সিপিএম। মমতার সাফ কথা, “এদের রাজনীতি করার অধিকার থাকাই উচিত নয়! এর পরে যে কোনও ঘটনা ঘটলে সিপিএম দায় অস্বীকার করতে পারবে না!” মুখ্যমন্ত্রীর অভিযোগের জবাবে বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র বলেছেন, “বিষের উৎস মুখ্যমন্ত্রীই। নিজেই বিষোদগার করছেন! গোটা পরিস্থিতি বিষাক্ত করার চেষ্টা করছেন। ‘নন-ইস্যু’কে ‘ইস্যু’ করছেন। নানা ঘটনা থেকে দৃষ্টি ঘোরাতে এই সব দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করছেন। দুরাত্মার তো ছলের অভাব হয় না!”
বিস্তারিত...
আওতায় স্বেচ্ছাসেবী সংস্থা, বার্তা অণ্ণাকে
শঙ্খদীপ দাস • নয়াদিল্লি
লোকপাল বিল সংসদে পেশ হয়েও সরকার বনাম অণ্ণা হজারে দ্বৈরথ ঘোচার কোনও লক্ষণই দেখা যাচ্ছে না। বরং পুরনো লোকপাল বিল প্রত্যাহার করে কর্মিবর্গ দফতরের প্রতিমন্ত্রী ভি নারায়ণস্বামী আজ যে নতুন বিলটি পেশ করলেন, তাতে অণ্ণাদের অনেক দাবিই মানেনি সরকার। শুধু তাই নয়, তামাম স্বেচ্ছাসেবী সংগঠনকে লোকপালের আওতায় রেখে বার্তাও দেওয়া হল অণ্ণা, অরবিন্দ কেজরিওয়াল, কিরণ বেদীদের। স্বাভাবিক ভাবেই এই বিলকে অণ্ণা ‘অত্যন্ত দুর্বল’ আখ্যা দিয়েছেন। ফের অনশনে আন্দোলনের হুমকিও দিয়েছেন। একই সঙ্গে তিনি সনিয়া গাঁধীকে প্রকাশ্য সভায় বিতর্কে যোগদানের জন্য আহ্বানও জানিয়েছেন। এই পরিস্থিতিতে ২৭ ডিসেম্বর থেকে সংসদে লোকপাল বিল নিয়ে সবিস্তার আলোচনা ও ভোটাভুটি কোন পথে যায়, সে দিকে তাকিয়ে রয়েছেন সকলে। সরকার আজ যে বিলটি পেশ করেছে, তা অণ্ণা হজারেদের দাবি থেকে অনেকটাই আলাদা। সরকারের এক শীর্ষ নেতার কথায়, লোকপালকে সমান্তরাল ক্ষমতার কেন্দ্র করে তুলতে চায়নি সরকার। দুর্নীতি দমনের জন্য যেটুকু ক্ষমতার দরকার, সেটুকুই দিয়েছে। সেই লক্ষ্যে সিবিআইকে লোকপালের আওতায় রাখা হয়নি। উল্টে সিবিআইয়ের তদন্তে লোকপাল যাতে হস্তক্ষেপ করতে না পারে, তা-ও সুনিশ্চিত করা হয়েছে।
বিস্তারিত...
আরও খবর
• জাতির জনক হতে চেষ্টা করবেন না, অণ্ণাকে গুরুদাস
• লোকপালেও দাবি মানল কেন্দ্র, শেষ হাসি মমতারই
বিনোদন
রাজ্যপাট নিয়ে প্রশ্ন ঘিরেই
ডনের পুনরাবির্ভাব
জাঁকিয়ে শীতে হাসপাতাল ‘সুনসান’
নিজস্ব সংবাদদাতা • করিমপুর
বছরের অন্য সময় রোগীর চাপে হাসপাতালে পা ফেলাই দায়। অথচ শীতটা একটু জাঁকিয়ে পড়তেই গত কয়েকদিন ধরে করিমপুর গ্রামীণ হাসপাতালে রোগীর সংখ্যা ব্যাপক কমে গিয়েছে। একই অবস্থা তেহট্ট মহকুমা হাসপাতালেও। একের পর এক খালি বিছানা। আউটডোরের অবস্থাও তাই। দূরদুরান্ত থেকে আসা রোগীদের সংখ্যা অর্ধেকেরও বেশি কমে গিয়েছে। করিমপুর গ্রামীণ হাসপাতালে গত নভেম্বরে প্রতিদিন গড়ে রোগী ভর্তি ছিলেন ৫০ জনেরও বেশি। গত ১৩ ডিসেম্বরও ৪৪ জন রোগী ভর্তি ছিলেন। এর পরের দিন থেকেই তাপমাত্রার মতোই রোগীর সংখ্যাও হু হু করে কমে গিয়েছে। ১৪ ডিসেম্বর রোগী ভর্তি ছিলেন মাত্র ২৯ জন। ১৭ ডিসেম্বর সেই সংখ্যাটা দাঁড়ায় মাত্র ২৩। ২০ ডিসেম্বর রোগী ছিলেন মাত্র ২৬ জন। কিন্তু কেন এমন অবস্থা? জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক অমিত হালদার বলেন, “শীতকালে ভাইরাস, ব্যাক্টেরিয়া জনিত রোগের প্রকোপ কম থাকে। সেই সঙ্গে সাপে কাটা রোগীও কম থাকে। তাই রোগীর সংখ্যা এই সময় কমে যাওয়াটা আশ্চর্যের নয়।”
বিস্তারিত...
দ্বিতীয় সংস্করণ
কলকাতা
অবশেষে সম্মতির সই
দিলেন রাজ্যপাল
রিভিউয়ে ফের পুরো
খাতা পরীক্ষার নির্দেশ
রাজ্য
হাতে সময় এক বছর,
তবু অনড় প্রকাশকরা
বিহার ও ঝাড়খণ্ডের সঙ্গে
শীতের পাল্লা বাংলার
দেশ
মুলায়মদের দাবিতে প্যাঁচে
পড়ে দোলাচলে বি জে পি
কল্যাণের বিরুদ্ধে স্পিকারের দ্বারস্থ হতে পারে সিপিএম
বিদেশ
সরকার সরাতে ষড়যন্ত্র
হচ্ছে, দাবি গিলানির
ব্যবসা
পর্যটকদের ভিড়, আশার
আলো দেখছে ঝাড়গ্রাম
খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধি
কমে ১.৮১ শতাংশে
খেলা
অধিনায়কের সৌরভে
মুঠোয় তিন পয়েন্ট
বড়দিনের আমেজেও কাজিয়া
থামছে না সুব্রত-করিমের
স্বাস্থ্য
আমরির ৩ ফেরার কর্তাকে
ধরতে লুক আউট নোটিস
রায়গঞ্জ এইমস নিয়ে টানা
আন্দোলনে নামছে সিপিএম
জীবজগত্
বেআইনি বালি তোলার
বিরুদ্ধে দিনভর তল্লাশি
মাইক বন্ধ করিয়ে
পরীক্ষা স্কুলে
সম্পাদকীয়
মধুসূদন সরকার
বিপরীত ফল
কলকাতা
২২.৭/১০.৮
আজকের দিনে
• ১৭৩২:
‘স্পিনিং ফ্রেম’-এর
জনক রিচার্ড আকর্রাইটের জন্ম।
সাপ্তাহিক ক্রোড়পত্র
পাক্ষিক
প্রতি মাসের ১ ও ১৫ তারিখ
First Page
|
Calcutta
|
State
|
Uttarbanga
|
Dakshinbanga
|
Bardhaman
|
Purulia
|
Murshidabad
|
Medinipur
National
|
Foreign
|
Business
|
Sports
|
Health
|
Environment
|
Editorial
|
Today
Crossword
|
Comics
|
Feedback
|
Archives
|
About Us
|
Advertisement Rates
|
Font Problem
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.