অধিনায়কের সৌরভে মুঠোয় তিন পয়েন্ট |
|
নিজস্ব সংবাদদাতা, কলকাতা: ফিনিশিং লাইন সামান্য দূরে। আর চাই মাত্র ২১। হাতে পড়ে ছ’ উইকেট। তা হলেই আসবে বহু প্রতীক্ষিত তিন পয়েন্ট, বাঁচবে অবনমন। এই পর্যন্ত সাফল্যের সহজ স্ক্রিপ্ট বলেই মনে হবে।
মুশকিল হচ্ছে, শুকনো তথ্য বা স্কোরবোর্ডকোনও কিছুতেই লেখা নেই কতটা মরিয়া যুদ্ধ এর পিছনে লুকিয়ে। এক দিকে, চল্লিশ ছুঁইছুঁই সৌরভ গঙ্গোপাধ্যায়। চূড়ান্ত বিপদে-আপদে বাংলা যাঁর দিকে এখনও তাকিয়ে থাকে। অন্য দিকে অনুষ্টুপ মজুমদার। যাঁর জীবনে ভাল খেলেও বাদ পড়াটা হালফিলে অতি স্বাভাবিক ঘটনা। |
|
বড়দিনের আমেজেও কাজিয়া থামছে না সুব্রত-করিমের |
রতন চক্রবর্তী, কলকাতা: হোসে ব্যারেটোর পরিবারের কাছে এগিয়ে গিয়ে ক্রিসমাসের ছুটিটা গোয়ায় তাঁর বাড়িতে কাটিয়ে আসার অনুরোধ করলেন এডে চিডি।
মোহনবাগান থেকে বিতাড়িত ইসফাক আমেদ, বিশ্বজিৎ সাহাদের দেখা গেল পুরনো দলের বন্ধুদের সঙ্গে গলাগলি করতে।
দুর্লভতম আরও একটি দৃশ্য দেখা গেল ম্যাচের পর। ওডাফা ওকোলির সঙ্গে হাত মিলিয়ে ফেললেন এক সময়ের ‘চরম শত্রু’ করিম বেঞ্চারিফাও! ‘ফিল গুড’ এই পরিবেশের মধ্যেও জারি থাকল সুব্রত ভট্টাচার্য বনাম করিম বেঞ্চারিফা বিরামহীন যুদ্ধ! যা চলছে গত দু’দিন ধরে। নানা অছিলায়। |
|
|
সচিনের শততম হোক মেলবোর্নেই: ওয়ার্ন |
|
সংবাদসংস্থা, মেলবোর্ন: সচিন তেন্ডুলকরের শততম সেঞ্চুরির প্রার্থনায় এ বার ঢুকে পড়লেন তিনিও।
তিনি মানে, শেন কিথ ওয়ার্ন। বাইশ গজে এক সময়ের কড়া প্রতিপক্ষ এখন চাইছেন সচিনের মহাকীর্তিটা অস্ট্রেলিয়াতেই হয়ে যাক। আর তা হোক, মেলবোর্নে। বক্সিং ডে টেস্টে।
বৃহস্পতিবারই এমসিজি-তে ওয়ার্নের তিনশো কেজির ব্রোঞ্জ মূর্তির উন্মোচন হল। সেই অনুষ্ঠানে এসেই কিংবদন্তি লেগস্পিনার বলেছেন, “আমার মন বলছে, সচিন অস্ট্রেলিয়াতেই শততম সেঞ্চুরি করবে। আর আমি চাই সেটা মেলবোর্নেই হোক।” |
|
‘স্বামী আর্মি’র লক্ষ্য এ বার পন্টিং |
|
তিন বিদেশি নিয়ে
আজ ঝাঁপাবে ইস্টবেঙ্গল |
পিএলএসে বিশ্বকাপারদের
পাশে জেলার ফুটবলাররা |
|
টুকরো খবর |
|
|