কঠিন চ্যালেঞ্জের সামনে আমাদের বোলাররা, বলছেন ক্লার্ক
সচিনের শততম হোক মেলবোর্নেই: ওয়ার্ন
চিন তেন্ডুলকরের শততম সেঞ্চুরির প্রার্থনায় এ বার ঢুকে পড়লেন তিনিও।
তিনি মানে, শেন কিথ ওয়ার্ন। বাইশ গজে এক সময়ের কড়া প্রতিপক্ষ এখন চাইছেন সচিনের মহাকীর্তিটা অস্ট্রেলিয়াতেই হয়ে যাক। আর তা হোক, মেলবোর্নে। বক্সিং ডে টেস্টে।
বৃহস্পতিবারই এমসিজি-তে ওয়ার্নের তিনশো কেজির ব্রোঞ্জ মূর্তির উন্মোচন হল। সেই অনুষ্ঠানে এসেই কিংবদন্তি লেগস্পিনার বলেছেন, “আমার মন বলছে, সচিন অস্ট্রেলিয়াতেই শততম সেঞ্চুরি করবে। আর আমি চাই সেটা মেলবোর্নেই হোক।” দশ মাস হয়ে গেল ৯৯-তম সেঞ্চুরিতে আটকে রয়েছেন লিটল মাস্টার। কিন্তু ওয়ার্ন ভরসা রাখছেন। পাশাপাশি তাঁর আরও মনে হচ্ছে, শুধু সচিনই নন, আসন্ন সিরিজে বেশ কিছু ভারতীয় ব্যাটসম্যানকে ঝলসে উঠতে দেখা যেতে পারে।
নিজের মূর্তির সামনে ওয়ার্ন। বৃহস্পতিবার মেলবোর্ন
স্টেডিয়ামের বাইরে উন্মোচন হল এই মূর্তির। ছবি: এএফপি
উদাহরণ হিসেবে তুলে এনেছেন রাহুল দ্রাবিড়কে। বলেছেন, “আমার মনে হয় ওদের ব্যাটসম্যানরা ভাল করবে এখানে। বিশেষ করে রাহুল দ্রাবিড়ের জন্য তো বড় রান অপেক্ষা করছে। ও মানুষ হিসেবে যেমন উঁচু দরের, ক্রিকেটার হিসেবেও তাই।” সঙ্গে যোগ করেছেন, “ভারতের টিমটাও বেশ ভাল। টেস্টে ওদের পারফরম্যান্স আমরা ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে শেষ সিরিজেই দেখলাম।”
ভারতীয় ব্যাটিংয়ের সাফল্য নিয়ে কোনও সন্দেহ নেই ওয়ার্নের। কিন্তু বোলিং নিয়ে ভাল রকম আছে। ওয়ার্নের মনে হচ্ছে, ভারতীয় বোলারদের সবচেয়ে বড় সমস্যা হল ফিটনেস। বলছেন, “ওদের বোলারদের ফিট থাকতে হবে। যদি জাহির খান আর ইশান্ত শর্মা সুস্থ না হয়, তা হলে ভারতের বোলিং কিন্তু দুর্বল হয়ে পড়বে। আর সে ক্ষেত্রে অস্ট্রেলীয় ব্যাটসম্যানদের কাজটা অনেক বেশি সহজ হয়ে যাবে। তখন ভারতীয় বোলাররা কুড়িটা উইকেট তুলতে পারবে কি পারবে না, তার উপরই দাঁড়িয়ে থাকবে ম্যাচের ভাগ্য।”
আর শুধু ওয়ার্ন নন, গোটা অস্ট্রেলিয়া জুড়েই সচিন-জ্বর শুরু হয়ে গিয়েছে। অর্থনীতির এক গবেষক যেমন। গ্রিফিথ বিশ্ববিদ্যালয়ের গবেষক ড: নিকোলাস রোড জানিয়ে দিয়েছেন, শ্রেষ্ঠত্বের বিচারে ডন ব্র্যাডম্যানের চেয়ে এগিয়ে থাকবেন সচিন। বিভিন্ন গবেষণার ফলই নাকি সেটা। পন্টিংদের দেশের নামী সংবাদপত্র ‘দ্য অস্ট্রেলিয়ান’ লিখেছে, “অর্থনীতির থিওরি দিয়ে উনি দুই প্রজন্মের সেরা ক্রিকেট ব্যক্তিত্বকে মেপেছেন। আর সেই পরীক্ষা থেকেই পাওয়া গিয়েছে যে, শ্রেষ্ঠত্বে সচিন এগিয়ে ডনের চেয়ে।”




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.