বক্সিং ডে টেস্টে এমসিজি-তে গ্যালারিতে থাকছে ঢোল আর কাঁসর ঘণ্টা!
থাকছে সচিন তেন্ডুলকরের শততম সেঞ্চুরির কামনায় ‘ওড টু তেন্ডুলকর।’ প্রচলিত জনপ্রিয় এক অস্ট্রেলীয় গান ‘ওয়াল্টজিং মাটিলদা’-র সুরে গানটা গাইবেন ভারতীয় সমথর্করা!
বিশেষ পোশাক পরে মাঠে থাকবেন প্রায় ১৪০০ ভারতীয়!
সৌজন্য ‘স্বামী আর্মি’, যাদের বলা হচ্ছে ইংল্যান্ডের ক্রিকেট সমর্থকদের সংস্থা ‘বার্মি আর্মি’-র ভারতীয় সংস্করণ। যাদের নাম স্বামী হলেও আধ্যাত্মিকতার সঙ্গে কোনও সম্পর্ক নেই। সাত বছর আগে সংস্থা তৈরি হলেও পুরোপুরি প্রতিষ্ঠা বলতে এ বছর। যখন স্বামী আর্মির নিজস্ব ওয়েবসাইট হয়েছে, হয়েছে বিশেষ পোশাক, যা পরে এমসিজি-তে গলা ফাটাবেন ১৪০০ ভারতীয় সমর্থক। সংস্থার প্রতিষ্ঠাতা সদস্যদের অন্যতম সুমিত গ্রোভার বলছেন, “স্বামী আর্মি চায়, বক্সিং ডে-তেই সচিন তাঁর সেঞ্চুরিটা করুন। তার চেয়ে ভাল শুরু সিরিজে হতে পারে না।” গ্রোভার জানাচ্ছেন, মিচেল জনসন নেই বলে তাঁরা হতাশ, কারণ শেষ অ্যাসেজ সিরিজে বার্মি আর্মির চিৎকারে বিরক্ত হয়েছিলেন জনসন। জনসন নেই বলে স্বামী আর্মির লক্ষ্য প্রাক্তন অস্ট্রেলীয় অধিনায়ক রিকি পন্টিং। গত সাত সিরিজে একবার মাত্র ৫০-এর উপরে ব্যাটিং গড় রাখতে পেরেছেন পন্টিং। গ্রোভারের কথায়, “আমরা পন্টিংকে টার্গেট করেছি। বার্মি আর্মির মতোই ওকে বিরক্ত করে মারব।” |
মেলবোর্ন পৌঁছে গেল ভারতীয় দল। বৃহস্পতিবার। ছবি: পিটিআই |
স্বামী আর্মির প্রভাব কী হবে, তা পরের কথা। আপাতত ভারতীয় ব্যাটিংকে নিয়ে যথেষ্ট চিন্তায় মাইকেল ক্লার্ক। অস্ট্রেলীয় অধিনায়ক এ দিন বলেছেন, “ভারতীয় ব্যাটসম্যানদের পরিসংখ্যান দেখলেই বোঝা যাবে আমাদের বোলাররা কতটা শক্ত চ্যালেঞ্জের সামনে পড়তে চলেছে। তবে লড়াইটা জমবে।”
এমসিজি-তে অতীতে কখনও কোনও বক্সিং ডে টেস্ট ম্যাচে এত ভারতীয় সমর্থক ছিলেন বলে কেউ মনে করতে পারছেন না। স্বামী আর্মির সদস্যরা জানাচ্ছেন, এমসিজি দেখে মনেই হবে না, সচিনরা ভারতের বাইরে টেস্ট ম্যাচ খেলছেন। দেশের পরিবেশ ও পরিস্থিতি তৈরি করে দেওয়ার সব উপকরণই গ্যালারিতে থাকবে বলে দাবি করা হচ্ছে। দুশ্চিন্তা বলতে আপাতত একটাই। জাহির খানের ফিটনেস নিয়ে প্রশ্নচিহ্ন। ক্রিকেট অস্ট্রেলিয়া চেয়ারম্যান একাদসের বিরুদ্ধে পনেরো ওভার ঠিক আছে, কিন্তু ইনিংসে ৪০ ওভার বোলিং করা মতো ওয়ার্কলোড তিনি নিতে পারবেন কি না, তা নিয়ে প্রশ্ন থাকছে। ইয়ান চ্যাপেল যেমন জানিয়েছেন, অস্ট্রেলিয়া থেকে সিরিজ জিতে ইতিহাস গড়তে হলে ভারতের বাজি দু’জন। বীরেন্দ্র সহবাগ ও জাহির খান।
আজই ভারতীয় দল মেলবোর্নে এসে পৌঁছেছে। কোনও রকম প্র্যাক্টিস ছিল না টিমের। যা দাঁড়াচ্ছে, বক্সিং ডে টেস্টের আগে আর মাত্র তিনটে প্র্যাক্টিস সেশন পাবে ভারত। |