ট্রেভর মর্গ্যানের লাল-হলুদ শিবিরের সামনে সুযোগ আই লিগ টেবিলে তিন নম্বরে উঠে আসার। যার জন্য কোচিতে চিরাগ কেরলকে হারিয়ে তিন পয়েন্ট নিয়ে গোয়ার বিমান ধরাই লক্ষ্য টোলগেদের।
এ দিকে ইস্টবেঙ্গল এগারো নম্বর ম্যাচে নামার আগেই ডেম্পো ফের পৌঁছে গেল এক নম্বরে (২৪)। ইস্টবেঙ্গল চিরাগকে হারালে চার্চিলের সঙ্গে সমান পয়েন্টে (২৩) আসবে। কিন্তু প্রথম ম্যাচেই চার্চিলের কাছে হারায় ইস্টবেঙ্গল থাকবে তিন নম্বরে।
বৃহস্পতিবার সকালে কোচির জওহরলাল নেহরু স্টেডিয়ামে অনুশীলন করে খুশি লাল-হলুদ শিবির। মাঠের মাঝখানে কয়েকটি ক্রিকেট পিচ থাকলেও বাকি মাঠের ঘাস প্রায় সমানই। জাতীয় লিগে খেলার সময় এফসি কোচি এই মাঠেই তাদের হোম ম্যাচ খেলত। সেখান থেকে তিন পয়েন্ট তুলতে টোলগে আর লেনেই ভরসা রাখছেন মর্গ্যান। থাকছেন বাকি দুই বিদেশিপেন ওরজি এবং উগা ওপারাও। কার্ড-সমস্যায় মেহতাবের না থাকা ঢাকতে প্রথম এগারোয় আসছেন সুশান্ত ম্যাথু। আগের ম্যাচের মতো হরমনজোৎ খাবরাও থাকবেন মাঝমাঠে।
মেহতাব কোচি গেলেও জ্বরে কাবু নির্মল ছেত্রী জাননি দলের সঙ্গে। ওপারার সঙ্গী হচ্ছেন গুরবিন্দর সিংহ। চিরাগ কেরলকে হারিয়ে তিন পয়েন্ট পাওয়া খুব শক্ত নয় বলে মনে করছেন ইস্টবেঙ্গলের গোলকিপার কোচ অতনু ভট্টাচার্য। তাঁর কথায়, “চিরাগ আগের ম্যাচ জেতায় একটু আত্মবিশ্বাস ফিরে পেয়েছে। কিন্তু আমরা যদি নিজেদের খেলা খেলতে পারি আর তাড়াতাড়ি গোল করতে পারি, তা হলে তিন পয়েন্ট তোলা খুব অসুবিধাজনক নয়।”
পরের গুরুত্বপূর্ণ ম্যাচে করিম বেঞ্চারিফার সালগাওকরের মুখোমুখি ট্রেভর মর্গ্যানের ইস্টবেঙ্গল। গত বার গোয়ায় যে ম্যাচে এগিয়ে গিয়েও হেরে গিয়েছিলেন টোলগেরা। ইস্টবেঙ্গলের জন্য সুখবর সেই ম্যাচে মেহতাব হোসেন ফিরছেন। আর মোহনবাগান ম্যাচে কার্ড দেখে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে খেলতে পারবেন না সালগাওকের ব্রাজিলীয় স্টপার লুসিয়ানো সোব্রোসা।
|
শুক্রবার
আই লিগেইস্টবেঙ্গল : চিরাগ কেরল (কোচি, সন্ধ্যা ৬-৩০),
পৈলান অ্যারোজ : এয়ার ইন্ডিয়া (পুণে) |