বৃহস্পতিবার ময়নাগুড়ির মাধবডাঙা ১ পঞ্চায়েতের যমপাড়ার বাসিন্দা সুরবালা রায়ের বাড়িতে
ত্রাণ সামগ্রী পৌঁছে দিলেন মহকুমার খাদ্য সরবরাহ আধিকারিক ও পরিদর্শক। প্রায়ই উপোস করে
দিন কাটে তাঁর। কিন্তু বিপিএল তালিকায় নাম নেই। বুধবার এই সংক্রান্ত খবর প্রকাশিত
হওয়ার পরেই এই উদ্যোগ। তথ্য: বিশ্বজ্যোতি ভট্টাচার্য, ছবি: দীপঙ্কর ঘটক।
|