টুকরো খবর
১০ শিক্ষককে ডাক কমিশনে
পরীক্ষায় কম নম্বর প্রাপককে নিয়োগ পত্র দেওয়া হয়েছিল। নিয়োগপত্র পেয়ে সেই সমস্ত প্রার্থীরা বতর্মানে উত্তরবঙ্গের বিভিন্ন স্কুলে চাকরি করছেন। অথচ বেশি নম্বর পেয়েও ২০১০ ও ২০১১ সালে ইন্টারভিউয়ে ডাক পাননি, উত্তরবঙ্গের এমনই ১০ জনকে ৩০ ডিসেম্বর কলকাতায় ডেকে পাঠিয়েছে রাজ্যের কেন্দ্রীয় স্কুল সার্ভিস কমিশন। ওই বঞ্চিত প্রার্থীদের চাকরি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্কুল সার্ভিস কমিশন। ‘তথ্য জানার অধিকার আইনে’ ওই প্রার্থীরা পরীক্ষার খাতা ও নম্বর কমিশনের কাছে দেখতে চেয়েছিলেন। বিভিন্ন বিষয়ের বঞ্চিত প্রার্থীরা কমিশনের কাছে তথ্য জানার অধিকার আইনে লিখিত ভাবে জানতে চেয়েছিলেন তাদের বিষয়ের সর্বোচ্চ নম্বর কত ছিল, সর্বনিম্ন কত নম্বর প্রাপকদের নিয়োগের সুপারিশ করা হয়েছিল ও আবেদনকারী কত নম্বর পেয়েছিলেন। আবেদনকারীদের আবেদনের ভিত্তিতে কমিশন তাদের পরীক্ষার নম্বরের পাশাপাশি খাতা তুলে দেন তাদের হাতে। পরীক্ষার খাতা দেখে তাঁরা জানতে পারেন তাদের থেকে কম নম্বর প্রাপকদের কমিশন নিয়োগপত্র দিয়েছে এবং তারা বিভিন্ন স্কুলে চাকরি করছেন। এরপরই ওই বঞ্চিত ১০ জন প্রার্থী তাদের পরীক্ষার খাতা কমিশনের কাছে দাখিল করতেই নড়েচড়ে বসে কমিশনের চেয়ারম্যান থেকে শুরু করে সদস্যরা। এরপর ওই বঞ্চিত প্রার্থীদের সমস্ত কাগজ পরীক্ষা করে কমিশন তাদের ডেকে পাঠায়। স্কুল সার্ভিস কমিশনের উত্তরাঞ্চলের চেয়ারম্যান আবদুল ওয়াহাব বলেন, “বিগত কমিশনের ত্রুটির জন্যই পরীক্ষায় বেশি নম্বর পেয়েও চাকরি থেকে বঞ্চিত হয়েছে উত্তরাঞ্চলের ১০ জন প্রার্থী। বিষয়টি নজরে আসতেই বিষয়টি কেন্দ্রীয় স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানকে জানানো হয়। এরপরই ওই ১০ জন প্রার্থীকে ৩০ ডিসেম্বর কলকাতায় ডেকে পাঠানো হয়। তাদের স্পেশাল ভাবে সুযোগ দেওয়া হচ্ছে। সকলকে চাকরি দেওয়া হবে।” চেয়ারম্যান বলেন, “আরও যদি কেউ বেশি নম্বর পাওয়ার পরেও চাকরি থেকে বঞ্চিত হয়ে থাকেন এবং আবেদন করেন তাদেরও ফেরানো হবে না।”

বালুরঘাটে এক রাতে ৫ বাড়িতে চুরি
একই পাড়ায় পাঁচটি বাড়ির মন্দিরে চুরি করে পালাল দুষ্কৃতীরা। বুধবার রাতে বালুরঘাট শহরের ২২ নম্বর ওয়ার্ডে পুলিশ ফাঁড়ি থেকে ঢিল ছোঁড়া দূরত্বে উত্তর চকভবানি এলাকায় ঘটনাটি ঘটে। এলাকার বাসিন্দাদের দাবি, রাত ৩টা থেকে ভোর ৪টার মধ্যে চুরি হয়। সকালে থানায় ফোন করা হয়। কিন্তু দুপুর অবধি পুলিশ আসেনি। এরপরই পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে বাসিন্দারা সরব হন। অতিরিক্ত পুলিশ সুপার জেমস কুজুর থানার আইসি শান্তনু কোঁয়ার এবং ডিএসপি (সদর) হরেকৃষ্ণ হালদারকে ফোন করে জানতে পারেন, তারা চুরির খবর জানেন না। এরপর ক্ষুব্ধ অতিরিক্ত পুলিশ সুপারের কড়া নির্দেশে চুরির তদন্তে নামে পুলিশ। শহরে একের পর এক চুরির ঘটনার পুলিশ কিনারা করতে না পারার ব্যবসায়ীরা ক্ষুব্ধই ছিলেন। তার উপর পর পর চুরির ঘটনা চেপে যাওয়ার অভিযোগ ওঠায় রাতের শহরে ঢিলেঢালা পাহারার বিষয়টিও সামনে এসে পড়ে। কয়েক দিন আগেই ওয়ার্ড কাউন্সিলর অলোক সরকারের বাড়ি থেকে সাইকেল চুরি হয়। পুলিশ কোনও কিনারা করতে পারেনি বলে অভিযোগ। পুলিশি নিষ্ক্রিয়তার সুযোগে দুষ্কৃতীরা পর পর চুরির সাহস পায় বলে কাউন্সিলরের অভিযোগ। ব্যবসায়ী সমিতির সম্পাদক হরেরাম সাহা বলেন, “বাজার এলাকায় চুরির পরে বিক্ষোভ ও পথ অবরোধের সময় পুলিশ রাতে টহলদারি বাড়ানোর পাশাপাশি চুরি বন্ধের আশ্বাস দিয়েছিল। তা যে কথার কথা, চুরির ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়েছে।”

সেরা সুজন
ভাঙা সাইকেলে অনুশীলন করে পঞ্চায়েত স্তর থেকে রাজ্য স্তরের প্রতিযোগিতায় অংশ নেওয়ার সময় হেলমেট কেনার টাকা ছিল না দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের নয়াবাজার এলাকার দ্বাদশ শ্রেণীর সুজন কর্মকারের। চরম অভাবেও রাজ্যস্তরের প্রতিযোগিতায় সেরার খেতাব অর্জন করছে ওই পড়ুয়া। বৃহস্পতিবার বালুরঘাটে দু’দিনব্যাপী জেলা ছাত্র-যুব উৎসবের সূচনায় সুজন প্রশাসন আধিকারিকের হাতে তুলে দিল সেই ট্রফি। অতিরিক্ত জেলাশাসক নারায়ণ সরকার বলেন, “সুজনের লড়াইয়ে আমরা অভিভূত। ও জেলার গর্ব।” এ দিন বালুরঘাট রবীন্দ্র ভবন মঞ্চে যুবকল্যাণ দফতর থেকে তার হাতে এক হাজার টাকা পুরস্কার দেওয়া হয়। গঙ্গারামপুরের তৃণমূল বিধায়ক সত্যেন রায় প্রতিযোগিতার আগে তাকে একটি রেসের সাইকেল কিনে দেন। তবে হেলমেট কেনার টাকা অনেক কষ্ট করে তাকে জোগার করতে হয়েছে।

১২-১৪ কলেজ ক্যুইজ

উত্তর দিনাজপুর জেলা ক্যুইজ ক্লাব ও রায়গঞ্জ কালচারাল ফোরামের উদ্যোগে ১২-১৪ জানুয়ারি রায়গঞ্জে হতে চলেছে উত্তরবঙ্গ কলেজভিত্তিক ক্যুইজ। বৃহস্পতিবার রায়গঞ্জে উত্তর দিনাজপুর প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে ফোরামের তরফে এই কথা ঘোষণা করা হয়। রায়গঞ্জের ইনস্টিটিউট মঞ্চে আয়োজিত ওই প্রতিযোগিতায় মুর্শিদাবাদ, উত্তরবঙ্গে ৬ জেলার প্রায় ৭০টি কলেজের পড়ুয়ারা অংশ নেবেন। প্রতিটি কলেজ থেকে ২ জন করে পড়ুয়া ক্যুইজে অংশ নেবেন।

দুর্ঘটনায় মৃত্য
পথ দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার রাতে ইসলামপুর থানার বস্তাডাঙি এলাকায় ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, মৃত ওই ব্যক্তির নাম বিনয় বিশ্বাস (৪২)। বাড়ি উত্তর দিনাজপুর জেলার ডালখোলার পিডব্লিউডি এলাকায়। রাতে ওই ব্যক্তি বাইকে চেপে শালাকে নিয়ে এক চাকুলিয়া থানার সূর্যাপুর থেকে ফিরছিলেন। কানকি ফাঁড়ির বক্সা ডাঙি এলাকায় একটি ট্রাক পেছন থেকে ধাক্কা মারে।

দুর্ঘটনায় মৃত্যু
ট্রাকের চাকায় পিষ্ট হয়ে অজ্ঞাতপরিচয় মহিলার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের করণদিঘি থানার বিকোর এলাকার ৩৪ নম্বর জাতীয় সড়কে। মৃতার আনুমানিক বয়স ৩০ বছর। রাস্তা পার হওয়ার সময় শিলিগুড়িগামী একটি ট্রাক তাঁকে পিষে দিয়ে যায়।

কারাদণ্ড
পণের দাবিতে গৃহবধূর মৃত্যুর ঘটনায়স্বামীর ১০ বছরের সশ্রম কারাদন্ড হল। বৃহস্পতিবার কোচবিহার জেলা ও দায়রা বিচারক মুমতাজ খান ওই রায় দিয়েছেন। সাজাপ্রাপ্তের নাম সৌরভ দত্ত।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.