টুকরো খবর
নববর্ষে ফের মেলা পাহাড়ে
চা ও পর্যটন উৎসবের পরেই দার্জিলিং পাহাড়ে শুরু হচ্ছে কৃষিমেলা। আগামী ৭ জানুয়ারি থেকে ১৬ জানুয়ারি অবধি ওই মেলা চলবে। বৃস্পতিবার গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতি বিমল গুরুঙ্গ ওই ঘোষণা করেছেন। দার্জিলিঙের জামুনি এবং কালিম্পঙের মেলা গ্রাউন্ডে ওই মেলা হবে। মোর্চা এবং পার্বত্য পরিষদ যৌথভাবে মেলার আয়োজন করবে। বিমল গুরুঙ্গ বলেছেন, “পাহাড়ের ফ্লোরিকালচার, হর্টিকালচার ছাড়া বিভিন্ন কৃষিজ জিনিসপত্র নিয়ে মেলা হবে। নানা ধরণের ফুল, ফুল, শাকসবজির লাগানো, সার দেওয়ার পদ্ধতি, যন্ত্রপাতি ব্যবহার সবই থাকবে মেলায়। মেলার মাধ্যমে পাহাড়ের কৃষিকে তুলে ধরা হবে।” উল্লেখ্য, আগামী ৫ জানুয়ারি পর্যন্ত চা ও পর্যটন উৎসব চলবে পাহাড়ে। এ ছাড়া এদিন দার্জিলিং পুরসভার ৭ জন চেয়ারম্যান ইন কাউন্সিলের পদও কাউন্সিলরদের মধ্যে ভাগ করে দিয়েছেন গুরুঙ্গ।

কংগ্রেসের হুমকি
দলের কর্মাধ্যক্ষ এবং পঞ্চায়েত প্রধানদের নাম আমন্ত্রণপত্রে ছাপানো না হওয়ায় নকশালবাড়ি পঞ্চায়েত সমিতি আয়োজিত ভাওয়াইয়া উৎসব বয়কটের হুমকি দিল কংগ্রেস। আজ, শুক্রবার লোয়ার বাগডোগরা গ্রাম পঞ্চায়েতের বাতলাবাড়িতে উৎসব হবে। উৎসব কমিটির পক্ষে পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ তৃণমূলের নৃপেন বর্মন-সহ অন্যান্যরা যে আমন্ত্রণপত্র বিলি করেছেন তাতে কংগ্রেসের কোনও কর্মাধ্যক্ষের নাম নেই বলে অভিযোগ। এলাকার কংগ্রেস বিধায়কের নাম অতিথি তালিকার একেবারে শেষের দিকে রয়েছে বলে অভিযোগ। পঞ্চায়েত সমিতির বন কর্মাধ্যক্ষ কংগ্রেসের সুনীল ঘোষ বলেন, “কোনও আলোচনা না-করেই আমন্ত্রণপত্র ছাপা হয়েছে। এই অসম্মান মানা যায় না। সেই জন্যই বয়কট।” অভিযোগ উড়িয়ে দিয়ে নৃপেনবাবু বলেন, “কংগ্রেস এই নিয়ে নোংরা রাজনীতি করছে।”

গান উৎসব শিলিগুড়িতে
আজ, বৃহস্পতিবার থেকে শিলিগুড়িতে শুরু হচ্ছে বাংলা গান উৎসব। শিলিগুড়ির প্রধাননগরে নিবেদিতা অডিটরিয়ামে ওই অনুষ্ঠান হবে। উদ্যোক্তারা জানান, অডিশনের মাধ্যমে অনুষ্ঠানে সুযোগ পেতে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে প্রায় ৩০০ জন অংশ নিয়েছিলেন। সেখান থেকে ১৮ জন মূল অনুষ্ঠানে গান গাওয়ার সুযোগ পেয়েছেন। তার মধ্যে ২ জন দৃষ্টিহীন। ৩ দিন অনুষ্ঠানে রবীন্দ্র সঙ্গীত, অতুলপ্রসাদী, নজরুলগীতি, ভাওয়াইয়ার মতো প্রায় ৩৬ টি গান গাইবেন তাঁরা। এ বছর এই গানের অনুষ্ঠান গায়িকা সুচিত্রা মিত্রের স্মরণে। রবীন্দ্র সঙ্গীত শিল্পী প্রমিথ সেন গান গাইতে আসবেন। অন্যান্য শিল্পীদের মধ্যে রয়েছেন দেবপ্রিয়া বিশ্বাস। গান গাইতে আসবেন শান্তিনিকেতনের বাউলরাও।

পুলিশ হেফাজত
জাল নোট সমেত ধৃত রেনবো নার্জিনারিকে দশ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিল আদালত। বৃহস্পতিবার আলিপুরদুয়ারের অতিরিক্ত পুলিশ সুপার অনুপ জয়সোয়াল জানান, বুধবার এসএসবি ও জয়গাঁ থানার পুলিশ অভিযান চালিয়ে জয়গাঁর সুপার মাকের্টের কাছে ওই যুবককে ধরে তিন লক্ষ টাকার জাল নোট উদ্ধার করে। ধৃতের বাড়ি কালচিনি ব্লকের দক্ষিণ সাঁতালি গ্রামে।

সেমিনার
দৈনন্দিন ব্যবহারিক জীবনে নৈতিকতার বিষয়ে বৃহস্পতিবার এক সেমিনার আয়োজিত হয় জলপাইগুড়ির প্রসন্নদেব মহিলা (পিডি) কলেজে। বৃহস্পতিবার সেমিনার শুরু হয়। শুক্রবার পর্যন্ত চলবে। কলেজের দর্শন বিভাগের উদ্যোগে আয়োজিত সেমিনারে যাদবপুর-সহ অনান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বক্তব্য রেখেছেন। উদ্বোধন করেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের সায়েন্স বিভাগের ডিন আনন্দ মুখোপাধ্যায়।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.