রঞ্জির ইতিহাসে এখন সর্বোচ্চ রানসংগ্রাহক ওয়াসিম জাফর। মুম্বই অধিনায়ক পেরিয়ে গেলেন তাঁর প্রাক্তন টিমমেট অমল মুজুমদারকে। রঞ্জিতে অমলের মোট রান ছিল ৮২৩৭। আজ পঞ্জাবের বিরুদ্ধে ওয়াংখেড়েতে ৮২ করার পথে জাফর যখন অমলকে পেরোচ্ছেন তখন মুম্বই ড্রেসিংরুম উঠে দাঁড়িয়ে তাঁকে সম্মান জানায়। অন্য দিকে, ধারাভাষ্যকারদের বক্সে থাকা অমল মুজুমদার জানাচ্ছেন একজন মুম্বই ব্যাটসম্যান তাঁর রেকর্ড ভেঙেছেন বলে তিনি গর্বিত। ’৯৬ থেকে শুরু জাফরের প্রথম শ্রেণির ক্রিকেট কেরিয়ার, দু’বার তাঁর নেতৃত্বে রঞ্জি জিতেছে মুম্বই। এ ছাড়াও জাফর পাঁচ বার রঞ্জি জয়ী দলের সদস্য। জাফর বলেছেন, “আমার দ্বিতীয় প্রথম শ্রেণির ম্যাচেই সৌরাষ্ট্রের বিরুদ্ধে আমি ট্রিপল সেঞ্চুরি পেয়েছিলাম। রান পাওয়ার আত্মবিশ্বাস সেই ম্যাচ থেকেই আমার মধ্যে ছিল।” স্পষ্ট জানাচ্ছেন, ব্যক্তিগত রেকর্ডের চেয়ে সাত বার মুম্বইয়ের রঞ্জি জয়ী দলের সদস্য থাকা তাঁর কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। ভারতের হয়ে ৩১-টি টেস্ট খেলেছেন জাফর। করেছেন ১৯৪৪ রান। গড় ৩৪.১০। পাঁচটি সেঞ্চুরি আছে, সর্বোচ্চ ২১২।
|
মারা গেলেন প্রাক্তন টেস্ট ক্রিকেটার বসন্ত রঞ্জনে। তাঁর বয়স হয়েছিল চুয়াত্তর বছর। পুণের বাসিন্দা রঞ্জনে গত ক’য়েক দিন ধরেই অসুস্থ ছিলেন। পুণেরই একটি বেসরকারি হাসপাতালে তাঁর চিকিৎসা চলছিল। সেখানেই তাঁর মৃত্যু হয় বলে জাতীয় নির্বাচক সুরেন্দ্র ভাবে আজ জানিয়েছেন। চাঁদু বোড়ের সমসাময়িক এবং একই ক্লাব, বিলাস সি সি থেকে প্রথমে রাজ্য এবং পরে জাতীয় স্তরে উঠে আসা রঞ্জনে ভারতের হয়ে খেলেছিলেন সাতটি টেস্ট। যার মধ্যে ১৯৬২-র ক্যারিবিয়ান সফরও ছিল।
|
কিশোরীদের যৌন নিগ্রহের দায়ে অভিযুক্ত হলেন প্রাক্তন টেনিস তারকা বব হিউইট। সত্তর এবং আশির দশকের বিশ্ব কাঁপানো ডাবসল তারকা নিজের খেলোয়াড় জীবনে সেরা ফর্মে থাকার সময়ই নাকি এই কাণ্ড ঘটান। টেনিস মহলে এ নিয়ে বহুদিন ধরে ফিসফাস থাকলেও কেউ সরাসরি অভিযোগ দায়ের না করায় বিষয়টি ধামাচাপা ছিল। কিন্তু এখন, নিগ্রহের শিকার এক মহিলা হিউইটের বিরুদ্ধে পুলিশের কাছে ধর্ষণের অভিযোগ দায়ের করায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। একাত্তর বছরের হিউইট নিজে এ নিয়ে কোনও মন্তব্য করেননি। সম্প্রতি বস্টনের ‘দ্য গ্লোব’ সংবাদপত্র নিগৃহীত মহিলাদের সাক্ষাৎকার ছেপে জানায়, ভবিষ্যৎ নষ্ট করে দেওয়ার হুমকি দিয়ে হিউইট কী কী কুকর্ম করতেন।
|
আই লিগে ডেম্পো ফের এক নম্বরে (২৪) গেল স্পোর্টিং ক্লুবকে ৩-২ হারিয়ে। ডেম্পোর হয়ে গোল করলেন জো ফেরাও, কোকো, র্যান্টি মার্টিন্স। স্পোর্টিংয়ের গোলগুলি করেন ডওসন ফার্নান্দেজ এবং জয়নার লোরেনো। মুম্বই এফসি হ্যালকে ৪-০ হারাল। অভিষেক যাদব করেন দুটি গোল। বাকি গোল দুটি কেভিন লোবো এবং ফ্রাইডের। |