l
Bengali Magazines
l
Puja Barshiki Magazines
l
Bengali Movies
l
Bengali Food Recipes
l
Bangla Blogs
l
Bengali Online Radio
l
Sicily Villas
l
Registrar nombre del dominio
l
Domain Registration
বাদশার দুই বিবির বিবাদের বিষেই কি মদে মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • কলকাতা
বিষমদ-কাণ্ডে মূল অভিযুক্ত খোঁড়া বাদশাকে ঘটনার ন’দিন পরেও গ্রেফতার করতে পারল না সিআইডি। ধরা যায়নি তার দুই স্ত্রী, এক ছেলে এবং দুই সঙ্গীকেও। এর ফলে বিষমদ-কাণ্ডের তদন্তে বিশেষ অগ্রগতি হয়নি বলেই জানিয়েছেন পুলিশকর্তারা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার বিধানসভার বাইরে জানান, আগামী ৩০ ডিসেম্বর তিনি বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে সচেতনতা মিছিল করবেন। মগরাহাটে বিষমদ খেয়ে ১৭২ জনের মৃত্যু হয়। ওই ঘটনার তদন্তের দায়িত্ব দেওয়া হয় সিআইডি-কে। এর মধ্যে রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় অভিযোগ আনেন, সিপিএম-ই চোলাই মদে বিষ মিশিয়েছে। পার্থবাবুর ওই মন্তব্যকে ঘিরে বিতর্ক শুরু হয়। বিরোধীদের সমালোচনার মুখে পড়তে হয় পার্থবাবুকে। যদিও তিনি তাঁর মন্তব্য প্রত্যাহার করেননি। রাজ্যের সমাজকল্যাণ মন্ত্রী সাবিত্রী মিত্র অবশ্য এ দিন মহাকরণে জানান, খোঁড়া বাদশার দুই বৌয়ের মধ্যে রেষারেষির জেরেই বিষমদ-কাণ্ড ঘটেছে। সাবিত্রীদেবী বলেন, “খোঁড়া বাদশার দুই বৌয়ের মধ্যে রেষারেষি ছিল। এক জন মদে বিষ দিয়েছে। তাই ওই কাণ্ড ঘটেছে।”
বিস্তারিত...
লাঠি চলাতেই গণ্ডগোল, দাবি অভিযুক্তদের
শুভাশিস ঘটক • মগরাহাট
হুকিং কাটতে গিয়ে পুলিশ লাঠি না চালালে অত বড় ঘটনা ঘটত না বলে মগরাহাট-কাণ্ডের জনশুনানিতে দাবি করলেন পুলিশকে আক্রমণে অভিযুক্ত দু’জন। বৃহস্পতিবার ম্যাজিস্ট্রেট পর্যায়ের ওই শুনানিতে হোসেন শেখ এবং আবু খয়ের মোল্লা নামে দুই অভিযুক্ত হাজির হন। তবে তাঁদের গ্রেফতার করা হয়নি। শুধু তাঁরা নন, দক্ষিণ ২৪ পরগনা পুলিশ-প্রশাসনের কর্তাদের সামনে জনশুনানিতে সব গ্রামবাসীই কার্যত একই দাবি করেন। গত ১ নভেম্বর নৈনান গ্রামে হুকিং কাটতে গিয়ে ক্ষিপ্ত গ্রামবাসীর সঙ্গে খণ্ডযুদ্ধে জড়িয়ে পড়ে পুলিশ। তাদের ছোড়া গুলিতে রেজিনা খাতুন নামে এক স্কুলছাত্রী ও সায়েরা বিবি নামে এক বধূর মৃত্যু হয়। জনতার ছোড়া ইটে গুরুতর জখম হন এক হোমগার্ড। গত রবিবার তিনি মারা গিয়েছেন। সিআইডি তদন্ত শুরু করেছে। পাশাপাশি চলছে বিচারবিভাগীয় তদন্তও। কী পরিস্থিতিতে পুলিশ গুলি চালিয়েছিল তা জানতে মঙ্গলবার থেকেই ম্যাজিস্ট্রেট পর্যায়ের শুনানি শুরু হয়েছে। প্রথম দু’দিন ঘটনার সময়ে উপস্থিত পুলিশকর্মীদের শুনানি হয়।
বিস্তারিত...
ধাওয়া করে খুন প্রোমোটারকে
নিজস্ব সংবাদদাতা • কলকাতা
জনবহুল বাজার এলাকায় দৌড়চ্ছেন এক ব্যক্তি। পিছনে রিভলভার ও ভোজালি নিয়ে তাড়া করেছে একদল দুষ্কৃতী। দৌড়তে দৌড়তে এক সময়ে প্রাণে বাঁচতে ওই ব্যক্তি ঢুকে পড়লেন একটি বাড়িতে। দুষ্কৃতীরাও ধাওয়া করে ওই বাড়িতে ঢুকে পড়ল। সেখানেই গুলি করে, কুপিয়ে ওই ব্যক্তিকে খুন করে ভিড় করে থাকা লোকজনের মধ্যে দিয়েই হেঁটে পালিয়ে গেল তারা। সিনেমার দৃশ্য নয়। শুক্রবার সকাল সাড়ে ১০টা নাগাদ স্থানীয় বাসিন্দা ও পথচারীদের চোখের সামনেই এই ঘটনা ঘটেছে সালকিয়ার শম্ভু হালদার লেনে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। কয়েক ঘণ্টা পরেও প্রত্যক্ষদর্শীদের চোখেমুখে ছিল আতঙ্কের ছাপ। পুলিশ জানায়, মৃত গৌতম রায় (৪০) পেশায় প্রোমোটার। তাঁর বুক, পিঠ ও পেটে পাঁচটি গুলি লাগে। হাতে ও মাথায় ছিল ধারালো অস্ত্রের আঘাত। হাওড়া জেলা হাসপাতালে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এ দিকে, ঘটনার সময়ে আতঙ্কে ছোটাছুটি করতে গিয়ে পড়ে গুরুতর জখম হন শঙ্করী ঘোষ (৭৫) নামে স্থানীয় এক বৃদ্ধা। তাঁকে জয়সোয়াল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিস্তারিত...
কলকাতার কথকতা নিয়ে
বাবার শ্রাদ্ধে ঘরে ফিরতে
পারলেন না সিপিএম নেতা
নিজস্ব সংবাদদাতা • কাটোয়া
পুলিশ-প্রশাসনের দ্বারস্থ হয়েও মঙ্গলকোটে খেঁড়ুয়া গ্রামে বাবার শ্রাদ্ধে যেতে পারলেন ঘরছাড়া সিপিএম নেতা অশোক ঘোষ। যদিও বৃহস্পতিবার শ্রাদ্ধের সময়ে পাড়াপড়শির মধ্যে স্থানীয় তৃণমূল কর্মীরাও হাজির ছিলেন। আজ, শুক্রবার নিয়মভঙ্গের অনুষ্ঠানে তাঁরা অতিথি আপ্যায়ন এবং পরিবেশনও করবেন বলে জানিয়েছেন। মঙ্গলকোট থানা সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে খেঁড়ুয়া গ্রামের তৃণমূল নেতাদের থানায় ডেকেছিলেন ওসি দীপঙ্কর সরকার। বাবার শ্রাদ্ধের সময় অশোকবাবু যাতে গ্রামের বাড়িতে হাজির থেকে তাঁর বাবার পারলৌকিক কাজ করতে পারেন, সে জন্য তৃণমূল নেতাদের প্রস্তাব দেওয়া হয়। কিন্তু ওসির কাছে তৃণমূল নেতারা সাফ জানিয়ে দেন, সিপিএম আমলে ওই নেতা গ্রামে চরম অত্যাচার করেছেন। সাধারণ মানুষ ওঁর প্রতি ক্ষুব্ধ। ওঁকে গ্রামে ঢোকানো হলে অশান্তি বাড়বে। গত ৮ ডিসেম্বর খেঁড়ুয়া গ্রামে মারা যান অশোকবাবুর বাবা কাঙালিচরণ ঘোষ (৮৯)। কাটোয়া শহরে তাঁকে দাহ করা হয়। অশোকবাবুই মুখাগ্নি করেন। কিন্তু বাবার মৃত্যুর তিন দিনের মাথায় ১৩ মাস গ্রামছাড়া অশোকবাবু গ্রামে ঢুকলে শুরু হয়ে যায় বোমাবাজি। ওই দিনই থানায় কয়েক জনের নামে লিখিত অভিযোগ দায়ের করেন তিনি।
বিস্তারিত...
হেঁশেল সামলে চোলাই বিরোধী
প্রচারে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা
গৌরব বিশ্বাস • করিমপুর
হেঁশেল এবং গেরস্থালি সামাল দেওয়ার পাশাপাশি এখন থেকে তাঁদের বাড়তি দায়, মানুষকে কিঞ্চিৎ সতর্ক করা। পাড়ায় দল বেঁধে ঘোরার পাশাপাশি পড়শি গাঁ-গঞ্জেও সাধারণ মানুষকে সচেতন করার দায়িত্ব বর্তেছে ওঁদের উপরে। সাপে-কাটা রোগী নিয়ে আগেই হাসপাতালে ছুটুন, জাতপাতের ভেদাভেদ রাখবেন না, এমনকী চোলাই মদ নৈব নৈব চ! পাশাপাশি এলাকার হাল হকিকতও তারা সরাসরি প্রশাসনকে জানাবেন। মগরাহাটের চোলাই কাণ্ডের পর সীমান্তবর্তী তেহট্ট মহকুমাতে সচেতনতা বাড়াতে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদেরও এ কাজে লাগানোর চেষ্টা করছে মহকুমা প্রশাসন। তেহট্টের মহকুমাশাসক অচিন্ত্যকুমার মণ্ডল বলেন,‘‘ সীমান্তের গ্রামগুলোতে এর আগে বিক্ষিপ্তভাবে নাবালিকার বিয়ে বন্ধ বা পণপ্রথার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর মত বেশ কিছু ভাল কাজ করেছেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। এখন আমরাই বেশ কিছু বিষয় ওদের ঠিক করে দিচ্ছি সংশ্লিষ্ট গ্রামে গিয়ে সে কতাই বলবেন ওঁরা। সঙ্গে প্রচার পুস্তিকাও দেওয়া হবে।” মহকুমার চারটি ব্লকেই ওই নির্দেশ পাঠিয়ে দেওয়া হয়েছে।
বিস্তারিত...
তৃণমূল ছাত্রদের আন্দোলনে
অফিসে আসছেন না উপাচার্য
নিজস্ব সংবাদদাতা • কোচবিহার
ছাত্র আন্দোলনের জেরে উপাচার্য দফতরে ঢুকতে না পারায় অচলাবস্থা সৃষ্টি হয়েছে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়েও। সেমিস্টার পরীক্ষায় গরহাজির ছাত্রদের জরিমানা মকুব, ছাত্র সংসদের নির্বাচন, বাম জমানার ছাত্র সংসদের আয়-ব্যয়ের অডিট-সহ কয়েকটি দাবিতে আন্দোলনে নেমেছে তৃণমূল ছাত্র পরিষদ। কালীপুজোর পরে কয়েক বার ওই ছাত্র সংগঠনের হাতে ঘেরাওয়ের পরে উপাচার্য অসিত দাস দফতরে যাওয়া বন্ধ করেছেন। কোচবিহার শহরে নিজের বাংলোয় বসে জরুরি কাজকর্ম সারছেন। এই পরিস্থিতির জেরে ক্লাস, গবেষণার কাজে নজরদারি থেকে পাহারাদারদের ওভারটাইমের মতো বহু গুরুত্বপূর্ণ কাজ আটকে রয়েছে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার ও ডিনকে বিকেল থেকে ঘেরাও করেন তৃণমূল ছাত্র পরিষদ সমর্থক ছাত্রছাত্রীরা। ফলে, নতুন করে উদ্বেগ সৃষ্টি হয়েছে আধিকারিক মহলে। আগামী ২৬ ডিসেম্বর রাজ্যপাল এম কে নারায়ণনের কোচবিহারে আসার কথা। সে দিন সমস্যা মেটাতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মতো আন্দোলনকারী ছাত্ররাও আচার্যের হস্তক্ষেপ দাবি করবেন বলে ঠিক করেছেন।
বিস্তারিত...
এ
ক নজরে...
• মৃত সন্তানকে খুঁজতে গিয়ে হারানো স্ত্রীকে পেলেন স্বামী
• বিষ্ণুপুর মেলায় হবে মুম্বইয়ের নাচাগানাও
প্রথম সংস্করণ
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
ব্যবসা
খেলা
স্বাস্থ্য
জীবজগৎ
সম্পাদকীয়
জেলা
উত্তরবঙ্গ
কর্মচারী আন্দোলনে
শঙ্কায় পড়ুয়ারা,
উদ্বিগ্ন শিক্ষা সংসদ
তিস্তা প্রকল্প আটকে জমি
জটেই, দাবি মানসের
দক্ষিণবঙ্গ
চোলাইয়ের বিরুদ্ধে
অভিযান অব্যাহত
বসিরহাট-হাড়োয়ায
রাস্তা সারানোর দাবিতে
সাড়ে ৮ ঘণ্টা অবরোধ
বর্ধমান
পর্ষদের পাঠ্যবই বিক্রি না
করার আর্জি ফোরামের
অগ্নি নির্বাপক নেই
পুরসভার দুই প্রেক্ষাগৃহে
পুরুলিয়া
ক্রমেই পারদ নামছে
দুই জেলায়
কেনা জমিতে বেড়া
দিতে বলল প্রশাসন
মুর্শিদাবাদ
বাস ধর্মঘটে জেলায়
যেন বন্ধের চেহারা
কলেজে হুকিং, চিঠি
পাঠাল বিদ্যুৎ দফতর
মেদিনীপুর
সিআইডি হেফাজতে নন্দীগ্রামের সেই নব
ভাঙা হল ৫০টি মদের
ভাটি, গ্রেফতার ১৪
কলকাতা
২২.৭/১০.৮
আজকের দিনে
• ১৭৩২:
‘স্পিনিং ফ্রেম’-এর
জনক রিচার্ড আকর্রাইটের জন্ম।
সাপ্তাহিক ক্রোড়পত্র
পাক্ষিক
প্রতি মাসের ১ ও ১৫ তারিখ
First Page
|
Calcutta
|
State
|
Uttarbanga
|
Dakshinbanga
|
Bardhaman
|
Purulia
|
Murshidabad
|
Medinipur
National
|
Foreign
|
Business
|
Sports
|
Health
|
Environment
|
Editorial
|
Today
Crossword
|
Comics
|
Feedback
|
Archives
|
About Us
|
Advertisement Rates
|
Font Problem
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.