হুকিং করে বিদ্যুৎ নেওয়ার অভিযোগে জঙ্গিপুর কলেজ কর্তৃপক্ষকে চিঠি পাঠাচ্ছে বিদ্যুৎ বণ্টন দফতর। চিঠিতে কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে রীতিমতো ‘বিদ্যুৎ চুরির’ অভিযোগ করা হয়েছে। বিদ্যুৎ দফতরের সুপারেনটেন্ডিং ইঞ্জিনিয়ার সিদ্ধার্থ রায় বলেন, “সংবাদপত্রে প্রকাশিত ছবিতে স্পষ্টই দেখা যাচ্ছে হুকিং করা হয়েছে। পরের ছবিতে হুকিং-এর তার খুলে নেওয়া হয়েছে, তাও স্পষ্ট। বিষয়টি উপেক্ষা করা যাচ্ছে না। এ ব্যাপারে হুকিং করে বিদ্যুৎ চুরির কারণ দর্শাতে বলা হয়েছে ওই কলেজ কর্তৃপক্ষকে।” বিদ্যুৎ বণ্টন দফতরের বিভাগীয় বাস্তুকার রোহিত রঞ্জন ওই চিঠি পাঠিয়েছেন। তিনি বলেন, “অধ্যক্ষ হুকিং-এর অভিযোগ অস্বীকার করেছেন দেখলাম। কিন্তু ছবিতে তো হুকিং করার ঘটনা স্পষ্ট। তাই এ ব্যাপারে বিভাগীয় পর্যায়ে তদন্ত শুরু হয়েছে।” জঙ্গিপুর কলেজের অধ্যক্ষ আবু এল শুকরানা মণ্ডল অবশ্য এ নিয়ে এ দিনও ওই প্রসঙ্গে কোনও কথা বলতে চাননি। তবে কলেজের বিরুদ্ধে বিদ্যুৎ চুরি নিয়ে সরব হয়েছেন ছাত্রছাত্রীরা। তাঁরা সকলেই এ দিন সমস্বরে জানান, শিক্ষা প্রতিষ্ঠানের কাছে ওই ধরনের অভিযোগ ‘সম্মানজনক’ নয়। এ ব্যাপারে তারাই এ বার থেকে ‘নজরদারি’ করবে বলেও জানিয়েছে। কলেজ পরিচালন সমিতির এ ব্যাপারে ‘কড়া পদক্ষেপ’ নেওয়া উচিৎ বলেও তাঁরা মনে করেছেন। ওই কলেজে ছাত্র সংসদ দখল করেছে ছাত্র পরিষদ। ছাত্র পরিষদের জেলা সম্পাদক পলাশ সাহা বলেন, “আজ, শুক্রবার কলেজে নতুন বোর্ড গঠন করা হবে। সেখানেই কলেজের ওই বিদ্যুৎ চুরি নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।” |