রাস্তায় যানজট নিত্য দিনের সমস্যা। কান্দি শহরের রাস্তা দখমমুক্ত করতে উদ্যোগী হয়েছে পুরসভা। বৃহস্পতিবার কান্দির বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকার ব্যবসায়ীদের কাছে রাস্তা দখল মুক্ত করার আর্জি জানাতে পথে নেমেছেন পুলিশ ও প্রশাসন। এর আগেই রাস্তা দখল করে ব্যবসার করার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করা হয়। বেশ কয়েক জন ব্যবসায়ীর জিনিসপত্রও বাজেয়াপ্ত করা হয়েছে। রাস্তা দখলমুক্ত করতে আর্জি জানিয়েছিলেন শহরের বাসিন্দারা। সম্প্রতি মহকুমা প্রশাসনের কাছে ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন করে পুর কর্তৃপক্ষও। প্রশাসনও বাজারের রাস্তা দখল করে ব্যবসা করার উপরে নিষেধাজ্ঞা জারি করে। প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে রাস্তার উপরেই চলছে রমরমা কারবার।
প্রশাসনের এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন শহরের বাসিন্দারা। পুরপ্রধান কংগ্রেসের গৌতম রায় বলেন, “রাস্তা নিয়ে বাসিন্দাদের একটা অভিযোগ ছিলই। আমরাও প্রশাসনকে বহুবার জানিয়েছি এ ব্যাপারে। আজ প্রশাসন ও পুলিশ যৌথ ভাবে রাস্তা দখল মুক্ত করতে পথে নেমেছে আজ। এই উদ্যোগ জরুরি ছিল।”
কান্দি ব্যবসায়ী সমিতির সম্পাদক তারকনাথ প্রামাণিক বলেন, “আমরা এ ব্যাপারে বহুবার আর্জি জানিয়েছি। এই অভিযান যেন লাগাতার চালানো হয়।”
কান্দির মহকুমাশাসক দীপাঞ্জন ভট্টাচার্য বলেন, “একটি সর্বদল বৈঠক ডাকা হয়েছিল। রাস্তা দখলমুক্ত করার ব্যাপারে সকলেই একমত হয়েছেন। বাজারে গিয়ে ব্যবসায়ীদের রাস্তা দখলমুক্ত করার জন্য আর্জি জানানো হয়েছে।” |