টুকরো খবর |
সংস্কারের দাবি, রাস্তা অবরোধ
নিজস্ব সংবাদদাতা • কৃষ্ণনগর |
সংস্কারের দাবিতে গ্রামবাসীরা ও বাস মালিকেরা বৃহস্পতিবার ঝাউতলায় জাতীয় সড়ক অবরোধ করেন। অভিযোগ, মাজদিয়া রুটের ওই রাস্তায় বড় বড় গর্ত রয়েছে। এ দিন গ্রামবাসীদের সঙ্গে বাস শ্রমিকেরাও রাস্তা অবরোধ করে ঘণ্টা দু’য়েক বিক্ষোভ দেখান। ঝাউতলা থেকে তারকদাসপুর পর্যন্ত এখনও কোনও কালভার্ট তৈরি করা হয়নি। এমনকী প্রশাসনের তরফে গর্তগুলো ঘিরে দেওয়া বা রাস্তায় সতকর্তমূলক কোনও বোর্ডও লাগানো হয়নি। ফলে ওই রাস্তায় বার বার দুর্ঘটনা ঘটছে। প্রায় দু’মাস ধরে রাস্তার অবস্থার কোনও পরিবর্তন হয়নি। সম্প্রতি রাতের অন্ধকারে গর্ত দেখতে না পেয়ে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক মোটরবাইক আরোহীর। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রশাসনকে বার বার জানিয়েও কোনও ফল না পাওয়ায় এ দিন তাঁরা রাস্তা অবরোধ করেছেন। নদিয়া জেলা বাস মালিক সমিতির সহ সম্পাদক অসীম সাহা বলেন, “ঝাউতলার পর থেকে মাজদিয়া পর্যন্ত রাস্তা খুবই বেহাল। ওই রাস্তায় বাস চালানোই সমস্যার। এখন তো সকালের দিকে ঘন কুয়াশায় বাস চালানো অত্যন্ত বিপজ্জনক হয়ে উঠেছে।” কৃষ্ণনগর সদর মহকুমাশাসক পূর্ণেন্দু মাঝি বলেন, “ওই রাস্তা দু’টি সংস্কার করার উদ্যোগ করা হয়েছে। আশা করছি খুব তাড়াতাড়ি সমস্যার সমাধান হয়ে যাবে।”
|
যুবক খুন হরিহরপাড়ায়
নিজস্ব সংবাদদাতা • হরিহরপাড়া |
গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে এক যুবকের। মৃতের নাম আবদুল আলিম (৩৫)। বাড়ি হরিহরপাড়ার দস্তুরপাড়ায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে আবদুল স্থানীয় একটি চায়ের দোকানে বন্ধুদের সঙ্গে বসেছিল। সেই সময়ে একটি মোটর বাইকে করে কয়েক জন দুষ্কৃতী তাঁকে লক্ষ করে গুলি করে। এলোপাথারি বোমাও ছোড়ে। ঘটনাস্থলেই ওই যুবকের মৃত্যু হয়। আবদুল ঠিকাদারি ব্যবসার সঙ্গে যুক্ত ছিল। তৃণমূল ওই যুবককে তাদের দলের সক্রিয় সমর্থক বলে দাবি করেছে। জেলার অতিরিক্ত পুলিশ সুপার আন্নাপ্পা-ই বলেন, “গ্রামের দু’টি গোষ্ঠীর মধ্যে ঝামেলার জেরেই এই খুন বলে প্রাথমিক তদন্তের পরে মনে হচ্ছে। এর আগেও এই যুবককে আক্রমণ করা হয়েছিল।” হরিহরপাড়া ব্লক তৃণমূলের প্রাক্তন সাধারণ সম্পাদক জয়লাল শেখ বলেন, “ওই যুবক আমাদের সমর্থক ছিলেন। বিধানসভা ভোটেও আমাদের হয়েই কাজ করেছিলেন। কংগ্রেস আশ্রিত দুষ্কৃৃতীরাই এই ঘটনার সঙ্গে যুক্ত।” কংগ্রেসের ব্লক সভাপতি মির আলমগির বলেন, “মৃত যুবক কোনও দলই করতেন না। বিবাদের জেরেই এই খুন। এতে কংগ্রেসের কোনও হাত নেই।”
|
বড়ঞায় চোলাই উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • কান্দি |
ফের চোলাইয়ের ঠেক ভাঙলেন আবগারি দফতরের কর্মীরা। বৃহস্পতিবার বড়ঞার কাঁতুর, হাপিনা, যুগশ্বরা, কুরিচা, শিউলির মতো জায়গায় বিভিন্ন চোলাই ঠেকে হানা দিয়ে বেস কয়েক লিটার চোলাই এবং মদ তৈরির উপকরণ বাজেয়াপ্ত করেছেন ওই কর্মীরা। আবগারি দফতর সূত্রে জানা গিয়েছে, প্রায় ছ’শো লিটার চোলাই তৈরির উপরকণ ও প্রায় একশো লিটার চোলাই উদ্ধার করা হয়েছে এ দিন। ওই দফতরের কান্দি মহকুমা আধিকারিক দিলীপ বসাক বলেন, “চোলাই রুখতে লাগাতার এই অভিযান চালানো হবে।” অন্য দিকে, চোলাই-সহ এক ব্যাক্তিকে গ্রেফতার করেছে কৃষ্ণনগর থানার পুলিশ। ধৃতের নাম জয়দেব ঘোষ। বাড়ি মাজদিয়ায়। বুধবার সন্ধ্যায় মাজদিয়া কলেজের সামনে পুলিশ তাঁকে চোলাই মদ-সহ গ্রেফতার করে। তাঁর কাছ থএকে প্রায় ৪৬ লিটার চোলাই, ২৬ বোতল দেশি মদ ও ২২ বোতল নকল বিদেশি মদ উদ্ধার হয়েছে।
|
বিজেপি-র বিক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • কান্দি |
দেড় বছর আগে একশো দিনের কাজের মজুরি এখনও পাননি প্রায় পাঁচশো শ্রমিক। এমনই অভিযোগ তুলে বৃহস্পতিবার ব্লক অফিসের সামনে বিক্ষোভ দেখায় বড়ঞার বিজেপি নেতৃত্ব। প্রপ্য মজুরির পাশাপাশি চাষিদের ধানের ন্যায্য দাম পাওয়া, প্রকৃত আবেদনকারীরাই যাতে বিধবাভাতা ও বার্ধক্যভাতা পান সেই দাবিতে একটি স্মারকলিপিও বিডিও-র হাতে তুলে দেওয়া হয়। বিজেপি-র পাঁচথুপি অঞ্চল কমিটির সভাপতি সুখেন বাগদী বলেন, “বিডিও আশ্বাস দিয়েছেন।”
|
দুর্ঘটনায় মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • কৃষ্ণনগর |
বাসের ধাক্কায় বৃহস্পতিবার এক সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। মৃতের নাম তুফান শেখ (৩৬)। বাড়ি ধুবুলিয়ার হাঁসডাঙা গ্রামে। প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা এ দিন প্রায় দু’ঘণ্টা ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন। এ দিন কলকাতাগামী একটি বাসের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান তুফান। মৃতের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে স্থানীয়রা রাস্তা অবরোধ করেন।
|
নদিয়া বইমেলা শুরু
নিজস্ব সংবাদদাতা • কৃষ্ণনগর |
আজ থেকে শুরু হচ্ছে ২৭ তম নদিয়া বইমেলা। চলবে ৩০ ডিসেম্বর পর্যন্ত। উদ্বোধন করবেন যুবকল্যাণ মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। থাকবেন প্রাক্তন রাজ্যপাল শ্যামলকুমার সেন, কারিগরি শিক্ষামন্ত্রী রবিরঞ্জন চট্টোপাধ্যায়।
|
বোমা উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • কৃষ্ণনগর |
দু’টি বোমা উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার কৃষ্ণনগরের বাগাডাঙা থেকে বোমাগুলি মেলে। পরে বম্ব স্কোয়াডের সদস্যেরা এসে সেগুলি নিষ্ক্রীয় করেন। বুধবার ওই জায়গায় খেলতে গিয়ে বোমার আঘাতে জখম হয়েছে তৃতীয় শ্রেণির এক ছাত্র। তাকে আশঙ্কাজনক অবস্থায় শক্রিনগর জেলা হাসাপাতালে ভর্তি করা হয়েছে।
|
গুলিবিদ্ধ দেহ উদ্ধার যুবকের
নিজস্ব সংবাদদাতা • কল্যাণী |
একটি অজ্ঞাতপরিচয় মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাতে চাকদহের মাহানালা গ্রামে ৩৪ নম্বর জাতীয় সড়কের পাশ থেকে গুলিবিদ্ধ ওই দেহটি উদ্ধার হয়। ওই যুবকের আনুমানিক বয়স ২৫ বছর। প্রাথমিক তদন্তের পরে পুলিশের অনুমান, ওই যুবককে অন্য কোথাও গুলি করে হত্যা করা হয়েছে। পরে দেহটি রাস্তার পাশে ফেলে দেওয়া হয়েছে।
|
দেহ উদ্ধার |
একটি অজ্ঞাতপরিচয় দেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে হাঁসখালির ছোট চুপরিয়া গ্রামে বছর সত্তরের এক মহিলার দেহটি পাওয়া গিয়েছে। পুলিশ জানিয়েছে, দেহটি ময়না-তদন্তের জন্য পাঠানো হয়েছে। |
|