পরিবর্তনের জমানায় এ বার বিষ্ণুপুর মেলাতেও পরিবর্তন। টুসু, ভাদু ও ধ্রুপদী সঙ্গীতের সঙ্গে এ বার বলিউডি নাচাগানাও হবে। কেন এই সিদ্ধান্ত, তার একটি ব্যাখ্যাও অবশ্য দিয়েছেন মেলা কমিটির সভাপতি তথা রাজ্যের আবাসন মন্ত্রী শ্যাম মুখোপাধ্যায়। তাঁর দাবি, “তরুণ প্রজন্ম চাইছে, তাই এই শিল্পী নির্বাচন। মুম্বইয়ের হিন্দি গান ও নাচের সঙ্গে অসমের ‘বিহু’ও থাকবে।” |
আজ শুক্রবার থেকে শুরু হচ্ছে ২৪ তম বিষ্ণুপুর মেলা। তবে এ বারই প্রথম বিষ্ণুপুর মেলার মঞ্চে লোক সংস্কৃতির সঙ্গে মুম্বইয়ের অভিনেতার দল নৃত্য পরিবেশন করতে আসছেন। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে একথা জানান মেলা কমিটির কর্মকর্তারা। মেলা কমিটির পক্ষ থেকে জানানো হয়, বিষ্ণুপুরের ধ্রুপদ, ঝুমুর, বাউল, টুসুর সঙ্গে হৈমন্তী শুক্লা, বনশ্রী সেনগুপ্ত, দ্বিজেন মুখোপাধ্যায়দের সঙ্গে মেলার মঞ্চ মাতাবে গোবিন্দার ড্যান্স ট্রুপ। সেই সঙ্গে মহম্মদ আজিজ, অনুরাধা পাড়োয়াল থাকবেন। জাতীয় মেলার মর্যাদা পাওয়া পর্যটন, সংস্কৃতি ও হস্তশিল্পের এই মেলার চরিত্রও রাজ্যের পালাবদলের পরে বদলে গিয়েছে। মেলা চলবে পাঁচ দিন।
মেলা কমিটির সম্পাদক তথা বিষ্ণুপুরের মহকুমা শাসক অদীপকুমার রায় বলেন, “মেলায় এ বার ১৫০টি স্টল থাকছে। ভারতীয় যাদুঘর, ভিক্টোরিয়া মেমোরিয়াল ও সায়েন্স মিউজিয়ামের স্টলও থাকবে।” জেলাশাসক মহম্মদ গুলাম আলি আনসারি জানান, মেলায় দমকলের দু’টি ইঞ্জিন, দু’টি অ্যাম্বুলেন্স থাকবে। নিরাপত্তার ব্যবস্থা দেখার জন্য প্রায় ৫০০ জন পুলিশ কর্মী মোতায়েন করা হচ্ছে। ছ’টি সিসিটিভি থাকবে মেলা চত্বরে। বিষ্ণুপুর শহরে যানজট এড়াতে মেলার পাঁচটি দিনে ১০টি জায়গায় যানবাহন নিয়ন্ত্রণ করা হবে। |