l
Bengali Magazines
l
Puja Barshiki Magazines
l
Bengali Movies
l
Bengali Food Recipes
l
Bangla Blogs
l
Bengali Online Radio
l
Sicily Villas
l
Registrar nombre del dominio
l
Domain Registration
সাহস হারিয়ে স্থগিত সংস্কার
প্যাকেজের স্বার্থেও নীতি ‘বিসর্জন’ নয় মমতার
অগ্নি রায় • নয়াদিল্লি
রাজ্যের আর্থিক সঙ্কট রয়েছে। সে জন্য কেন্দ্রীয় প্যাকেজও প্রয়োজন। কিন্তু সেই প্যাকেজের স্বার্থে নিজের ‘নীতিগত’ সিদ্ধান্ত থেকে সরে এসে খুচরো ব্যবসায় বিদেশি লগ্নি নিয়ে কেন্দ্রের পাশে দাঁড়াতে চাইলেন না মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর ঘনিষ্ঠমহলের দাবি, অত্যন্ত প্রয়োজনীয় আর্থিক প্যাকেজের বদলেও মমতা কৃষক ও ছোট ব্যবসায়ীদের স্বার্থ ‘বিকিয়ে’ দিলেন না। শনিবার এ কথাটা স্পষ্ট করে বোঝানোর পাশাপাশি মমতা আরও একটি বিষয় পরিষ্কার করে দেন। সেটা হল, মতভেদ হতেই পারে। তা সত্ত্বেও বিজেপি বা মুলায়ম সিংহদের সঙ্গে হাত মিলিয়ে কেন্দ্রীয় সরকারকে ফেলার পথেও হাঁটতে নারাজ তিনি। খুচরো ব্যবসায়ে বিদেশি লগ্নির বিষয়টি নিয়ে প্রাথমিক ভাবে কেন্দ্রীয় সরকারের শীর্ষ নেতৃত্বের কাছে অধরাই ছিলেন মমতা।
বিস্তারিত...
বছরের শেষের ক’টি দিন সমগ্র বিশ্ব এক ছুটির উন্মাদনায় মেতে ওঠে। যিশুর জন্মদিনের আনন্দ ভাগ করে নেন সারা বিশ্বের মানুষ। সেই আনন্দ মুহূর্তের সাক্ষী হতে
‘আপনার কলমে’
সিডনি ও
‘ফোটো শপ’
এ সান আন্তোনিওর উত্সব চিত্র। বড়দিনের সময়টায় ঘুরে আসা যেতে পারে কাছেপিঠে কোথাও। তেমনই তিনটি ঘোরার গল্প নিয়ে
‘কেমন সে দেশ’
।
শরিকি বাধার সঙ্গেই পিছুটান দলের সংশয়
শঙ্খদীপ দাস • নয়াদিল্লি
পরমাণু চুক্তির সময় যা পেরেছিলেন, খুচরো ব্যবসায় বিদেশি লগ্নির ক্ষেত্রে তা পারলেন না প্রধানমন্ত্রী মনমোহন সিংহ। প্রধানমন্ত্রী চেয়েছিলেন, নীতিগত এই সিদ্ধান্ত বলবৎ করার প্রশ্নে কংগ্রেস অনড় থাকুক। তাতে আখেরে দলের ভালই হবে। কিন্তু এক দিকে শরিক মমতা বন্দ্যোপাধ্যায়ের তীব্র আপত্তি, অন্য দিকে এখনই ভোট হওয়ার সম্ভাবনা ঘিরে দলীয় সাংসদদের একটা বড় অংশের আশঙ্কা এই জোড়া চাপে ‘আপাতত’ পিছিয়ে এল কংগ্রেস। আজ কলকাতায় গিয়ে তৃণমূল নেত্রীর সঙ্গে কথা বলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়। তার পরেই সাংবাদিক বৈঠক করে মমতা বলেন, “প্রণববাবু আশ্বাস দিয়েছেন, খুচরো ব্যবসায় বিদেশি লগ্নির সিদ্ধান্ত স্থগিত রাখবে কেন্দ্র। ভবিষ্যতে শরিকদের সঙ্গে আলোচনা সাপেক্ষে সর্বসম্মতি গড়ে তবেই পরবর্তী পদক্ষেপ করবে।”
বিস্তারিত...
অবস্থানে ‘অনড়’, স্নায়ুযুদ্ধে জয়ী মমতা
অনিন্দ্য জানা • কলকাতা
নিজের অবস্থানে আগাগোড়া ‘অনড়’ থেকে এবং কেন্দ্রের কাছে লাগাতার সেই সঙ্কেত পাঠিয়ে শেষ পর্যন্ত আরও একটা ‘স্নায়ুযুদ্ধ জিতলেন’ মমতা বন্দ্যোপাধ্যায় শনিবারের ঘটনাপ্রবাহকে এই ভাবেই বর্ণনা করছে তৃণমূল শিবির। ‘সংশয়ীরা’ অবশ্য বুধবার সরকারের তরফে আনুষ্ঠানিক ঘোষণা পর্যন্ত অপেক্ষা করতে চান। বিশেষত, কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায় যখন কলকাতা ছাড়ার আগে ওই বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলেননি। মমতা যখন এ দিন মহাকরণে সরাসরিই জানিয়েছেন, প্রণববাবু তাঁকে আশ্বস্ত করেছেন যে, ঐকমত্য (কনসেনশাস) না-হওয়া পর্যন্ত ওই সিদ্ধান্ত ‘স্থগিত’ থাকছে (অতীতে না-হলে অবশ্য ভবিষ্যতেও ঐকমত্য হওয়ার আশা নেই), তখন প্রণববাবু জানিয়েছেন, সংসদের অধিবেশন জারি থাকায় তিনি ওই বিষয়ে বাইরে কিছু বলবেন না। যদিও মমতা জানাচ্ছেন, প্রণববাবুই তাঁকে বলেছেন, আগামী বুধবার সংসদের অধিবেশন বসার পর তিনি ওই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা করবেন।
বিস্তারিত...
‘নিষ্ফলা’ বৈঠকে কোণঠাসা পূর্ণেন্দু,
তবু ঐক্যবদ্ধ ছবিই দেখাচ্ছে তৃণমূল
নিজস্ব সংবাদদাতা • কলকাতা
কেষ্টপুর ও রাজারহাটের ঘটনা নিয়ে উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূলের মধ্যে যে আড়াআড়ি ‘বিভাজন’ তৈরি হয়েছিল, তার মীমাংসায় শনিবারের বৈঠক কার্যত ‘নিষ্ফলাই’ রইল। প্রকাশ্যে অবশ্য দলের তরফে ‘ঐক্যবদ্ধ’ ছবিই তুলে ধরা হয়েছে। বস্তুত, দলের ঐক্যবদ্ধ চেহারা তুলে ধরতে আগামী ১৩ ডিসেম্বর রাজারহাটে একটি ‘রাজনৈতিক সভা’রও আয়োজন করা হচ্ছে। তার আগেই অবশ্য ৯ তারিখ রাজারহাটে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি সরকারি কর্মসূচি রয়েছে। সেখানেও দলের বিভিন্ন গোষ্ঠীর নেতাদের ‘একজোট’ করার চেষ্টা হচ্ছে। তবে এ দিনের বৈঠক কিন্তু ‘উত্তপ্ত’ই ছিল। বস্তুত, বৈঠকে নিজেদের মধ্যে বাদানুবাদে জড়িয়ে পড়েন দলের রাজ্য সভাপতি তথা রাজ্যের মন্ত্রী সুব্রত বক্সী এবং দলের শ্রমিক সংগঠনের নেত্রী দোলা সেন।
বিস্তারিত...
বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ মগরাহাট নিয়ে
নিজস্ব সংবাদদাতা • কলকাতা
মগরাহাটের ঘটনার বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মগরাহাটে পুলিশের গুলিচালনার ঘটনা ‘লজ্জাজনক’ বলে আগেই মন্তব্য করেছিলেন মুখ্যমন্ত্রী। শনিবার রাজ্যপাল এম কে নারায়ণনও পুলিশের গুলিচালনার নিন্দা করেন। মুখ্যমন্ত্রী মহাকরণে জানান, মগরাহাটের ঘটনার বিচারবিভাগীয় তদন্ত হবে কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি প্রবীর সামন্তের নেতৃত্বে। পাশাপাশি, জাতীয় মানবাধিকার কমিশনের নির্দেশিকা মেনে সিআইডি-ও ঘটনার সামগ্রিক তদন্ত করবে। মগরাহাট-সহ রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী এ দিন মহাকরণে উচ্চ পর্যায়ের বৈঠক করেন। শনিবার সেই বৈঠকের পরেই মগরাহাটের ঘটনার বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ জারি করেন তিনি। তবে তাৎপর্যপূর্ণ ভাবে ওই বৈঠকে ডাক পাননি রাজ্যের স্বরাষ্ট্রসচিব জ্ঞানদত্ত গৌতম।
বিস্তারিত...
বিজ্ঞান ও প্রজুক্তি
১৩ তারিখে ‘ব্রেকিং নিউজ’,
অপেক্ষায় বিজ্ঞানীরা
বিনোদন
চলচ্চিত্রে রবীন্দ্র গান,
আলোচনায় তরুণ মজুমদার
পোলিও-মুক্তির লড়াইয়ে ভরসা পোলিও-শিশুই
সোমা মুখোপাধ্যায় • কলকাতা
“আমরা যে-ভুল করেছি, তার খেসারত সারা জীবন ধরে দিতে হবে। আপনারা এই ভুল করবেন না।” প্রকাশ্য সভায় কাঁদতে কাঁদতে বলছিলেন বছর চল্লিশের আব্দুল শাহ। পোলিওয় আক্রান্ত রুখসার খাতুনের বাবা। আর ‘ভুলটা’ কী? ‘ভুল’ মানে শিশুটিকে যথাসময়ে পোলিও টিকা না-খাওয়ানো। ফেব্রুয়ারিতে পোলিওয় আক্রান্ত দু’বছরের ওই পোলিও-শিশুর খোঁজ পাওয়া গিয়েছিল হাওড়ার পাঁচলায়। পোলিওর বিরুদ্ধে লড়াইয়ে এ বার সেই শিশুটিকে এবং তার পরিবারকে হাতিয়ার করছে রাজ্যের স্বাস্থ্য দফতর। পোলিও প্রতিষেধক না-খাওয়ানোর পরিণতি কী হতে পারে, রুখসার তার সাম্প্রতিক প্রমাণ। এ রাজ্যের যে-সব অংশে পোলিও কর্মসূচিতে সব চেয়ে বেশি প্রতিরোধের মুখে পড়তে হয়, তারই একটিতে সভা ডেকে বাবা-মায়েদের সামনে শিশুটিকে হাজির করেছিলেন স্বাস্থ্যকর্তারা। আর কাঁদতে কাঁদতে সেখানেই কাতর আর্জি আব্দুলের।
বিস্তারিত...
মুক্তি পেলেও প্রশ্নের মুখে সেই আফগান মা
সংবাদসংস্থা • কাবুল
ধর্ষণের শিকার তিনি। অথচ ব্যাভিচারের দায়ে ইতিমধ্যেই দু’বছর কেটে গিয়েছে জেলে। সেখানে একটি মেয়ের জন্মও দিয়েছেন তিনি। অবশেষে আন্তর্জাতিক মহলের চাপে পড়ে ‘ক্ষমা’ পেলেন গুলনাজ। আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই গত কাল তাঁকে জেল থেকে মুক্তি দেওয়ার আদেশ দিয়েছেন। কিন্তু ঠিক কী ‘অপরাধে’ তাঁর এই কারাবাস? বছর দুই আগে দূর সম্পর্কিত বোনের স্বামী ধর্ষণ করেছিল গুলনাজকে। সেই সম্পর্কে অভিযোগ জানান তিনি। আর সেই ‘অপরাধেই’ কারাদণ্ড হয় গুলনাজের। কারণ, রক্ষণশীল আফগান সমাজের চোখে গুলনাজ ধর্ষিতা নন। বরং এক বিবাহিত পুরুষের সঙ্গে ‘সম্পর্ক’ হওয়ায় ব্যাভিচারের দায়ে প্রথমে ১২ বছরের ও পরে সাজা কমে ৩ বছরের জেল হয় তাঁর। গত সপ্তাহে আফগানিস্তানের অ্যার্টনি জেনারেলের মুখপাত্র জানিয়েছিলেন, ব্যাভিচারের অভিযোগ থেকে গুলনাজকে মুক্তি দেওয়া হয়েছে।
বিস্তারিত...
দশ বছর পর চ্যালেঞ্জ কাপ জেতার সামনে ভরতরা
নিজস্ব প্রতিবেদন
দশ বছর পর চ্যাম্পিয়ন্স চ্যালেঞ্জ হকিতে চ্যাম্পিয়ন হওয়ার সামনে দাঁড়িয়ে ভারত। ২০০১-এ প্রথম টুর্নামেন্টেই জেতার পর এই প্রথম ফাইনালে উঠল ভারত। সাফ কাপ ফুটবলে ফেভারিট হয়েও প্রথম ম্যাচেই আটকে গেলেন সুনীল ছেত্রীরা। সে দিনই হকিতে আশার আলো জ্বাললেন ভরত ছেত্রীরা। জো’বার্গে শনিবার সেমিফাইনালে ভারত দাপটের সঙ্গে খেলে আয়োজক দেশ দক্ষিণ আফ্রিকাকে হারাল ৪-২ গোলে। পেনাল্টি কর্নারে অসাধারণ দক্ষতা দেখিয়ে। চারটের মধ্যে তিনটি গোলই ভারত করেছে পেনাল্টি কর্নার থেকে। দু’টো সন্দীপ সিংহের। অন্যটা রঘুনাথের। একমাত্র ফিল্ড গোলটি সরবনজিৎ সিংহের। রবিবার ট্রফি জিততে ভারতকে টপকাতে হবে বেলজিয়ামকে। যারা অন্য সেমিফাইনালে পেনাল্টি শুটআউটে ৫-৪ হারিয়েছে আর্জেন্তিনাকে।
বিস্তারিত...
কলকাতা
‘মূল ষড়যন্ত্রী’র পাশেই
দাঁড়ালেন সৌগত-কাকলি
আজ ভোটের ফল
দক্ষিণ কলকাতার
রাজ্য
সিপিএমের নজর এ বার
জনগোষ্ঠীর আন্দোলনেও
ঝুঁকি নিয়ে কাজ করেও
ইনাম মেলে না পুলিশের
দেশ
দোষী সাব্যস্ত প্রাক্তন
সেনাকর্তা অবধেশ প্রকাশ
সিদ্ধান্ত প্রত্যাহার চেয়ে
মুলতুবিতেই অনড় বিরোধীরা
বিদেশ
পাকিস্তানের কাছে এখনই
ক্ষমা চাইবে না আমেরিকা
এইচআইভি আক্রান্ত
সাংবাদিককে বহিষ্কার
ব্যবসা
এ বার জেলায় নজর
নামী আবাসন সংস্থারও
ভারতে মাঝারি, বড়
গাড়ি তৈরিতেও মারুতি
খেলা
স্যরের কয়েকটা চড়থাপ্পড়
আমার জীবন পাল্টে দিয়েছে
লি আসছেন সুনিধির সঙ্গে
নতুন অ্যালবাম নিয়ে
স্বাস্থ্য
গ্রামীণ-স্বাস্থ্যে ‘পিপিপি’
প্রকল্প চলছে খুঁড়িয়েই
রোগীমৃত্যু, ব্লাড
ব্যাঙ্কে ভাঙচুর
জীবজগত্
পাচারের পথে কালিয়াচকে
উদ্ধার ম্যাকাও-কাকাতুয়া
জেরায় ছাড় পায়নি
বাগান কর্তৃপক্ষও
সম্পাদকীয়
বাকি আঙুল
রসের স্রোতে
জেলা
উত্তরবঙ্গ
শীতলখুচি বাজারে
তাণ্ডব বিএসএফের
দক্ষিণবঙ্গ
বন্ধুকে বাঁচাতে নেমে
তলিয়ে গেল দু’জনেই
বর্ধমান
ডিপিএলে আগুন,
পুড়ল কেবল
মেদিনীপুর
জমি জালিয়াতি,
কাঠগড়ায় তৃণমূল
কলকাতা
২৯.৩ /১৭.৫
আজকের দিনে
•
ভারতীয় নৌ-দিবস।
• ১৯৬৩:
ইউক্রেনের পোল ভল্টার
সের্গেই বুবকার জন্ম।
সাপ্তাহিক ক্রোড়পত্র
পাক্ষিক
প্রতি মাসের ২১ তারিখে কলকাতার কথকতা নিয়ে
First Page
|
Calcutta
|
State
|
Uttarbanga
|
Dakshinbanga
|
Bardhaman
|
Purulia
|
Murshidabad
|
Medinipur
National
|
Foreign
|
Business
|
Sports
|
Health
|
Environment
|
Editorial
|
Today
Crossword
|
Comics
|
Feedback
|
Archives
|
About Us
|
Advertisement Rates
|
Font Problem
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.