আগুন লেগে ভস্মীভূত হল ডিপিএলের বেশ কিছু মূল্যবান কেব্ল। শুক্রবার রাতে সংস্থার বন্ধে হয়ে যাওয়া ১ ও ২ নম্বর ইউনিটে আগুন লাগে। দমকলের ৬টি ইঞ্জিন বেশ কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন আয়ত্তে আনে। ডিপিএল কর্তৃপক্ষ জানান, শর্ট সার্কিট থেকেই ওই আগুন লাগে বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে।
ডিপিএল সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাত সাড়ে ১১টা নাগাদ বন্ধ থাকা ওই দুই ইউনিটে আগুন লাগে। পুড়তে থাকে কেব্ল। কারখানার নিজস্ব দু’টি দমকলের ইঞ্জিন আগুন নেভানোর কাজ শুরু করে। কিন্তু তাতে আগুন আয়ত্তে আসেনি। এমনকী চালু ইউনিটেও আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দেয়।
এর পরে রাজ্য দমকল থেকে একটি, দুর্গাপুর ইস্পাতের একটি এবং পানাগড় এয়ারবেসের দু’টি ইঞ্জিন পৌঁছয়। ভোর পর্যন্ত আগুন নেভানোর কাজ চলে। বর্তমানে সংস্থার সপ্তম ইউনিটটি একমাত্র চালু রয়েছে। এই ঘটনার জেরে সেটিও বন্ধ হয়ে যায়। বিদ্যুতের অভাবে ‘শাট ডাউন’ করে দিতে হয় সংস্থার কোকওভেন প্ল্যান্ট। তবে গ্রিড থেকে বিদ্যুৎ আসায় বাড়িতে বিদ্যুতের সরবরাহ চালু ছিল। পরে অবশ্য ইউনিটটি চালু করা হয়।
ডিপিএলের আইএনটিইউসি সংগঠনের অভিযোগ, দিন কয়েক আগে ওই কেব্লে আগুন লেগেছিল। তা ধিকধিক করে জ্বলছিল। এ দিন তা ভয়াবহ আকার নেয়। কর্তৃপক্ষের গাফিলতিতেই এমন ঘটনা বলে তাদের অভিযোগ। সংস্থার ম্যানেজিং ডিরেক্টর মৃগাঙ্ক মজুমদার অবশ্য বলেন, “শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে বলে মনে করা হচ্ছে। ক্ষতির পরিমাণ যাচাই করে দেখা হচ্ছে।” |