l
Bengali Magazines
l
Puja Barshiki Magazines
l
Bengali Movies
l
Bengali Food Recipes
l
Bangla Blogs
l
Bengali Apps
l
My Anandabazar Apps
l
Registrar nombre del dominio
l
Domain Registration
আজকের শিরোনাম
•
দিল্লিতে রাজ্যের মন্ত্রী হেনস্থায় জামিন ঋতব্রত-সহ ৬ নেতার
•
হুগলিতে সারদা গোষ্ঠীর কারখানায় পুলিশি প্রহরা
বিস্তারিত...
আজ খেলা
চেন্নাই সুপার কিংস
বনাম রাজস্থান রয়্যালস
বিস্তারিত স্কোর
•
অতীতের তাঁরায়
প্রখ্যাত সঙ্গীতশিল্পী
নীলিমা সেন
•
তারাদের চোখে
নাট্য ব্যক্তিত্ব
মেঘনাদ ভট্টাচার্য
•
আনাচে-কানাচে
এ সংখ্যায়
আশুতোষ সংগ্রহশালা
•
আমার শহর-
এ কলকাতার স্মৃতি নিয়ে
পাঠকের কলম
আত্মসাৎ হয় টাকা, তবু জমা পড়ে না অভিযোগ
রানা সেনগুপ্ত • বর্ধমান
সারদা গোষ্ঠীর অফিস বন্ধ হয়ে গিয়েছে বর্ধমানের গ্রামীণ এলাকার তিন মহকুমা সদরেই। এজেন্টদের অনেকেই কলকাতায় গিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন। অনেকে তালাবন্ধ অফিসের সামনে দিয়ে মাঝে-মধ্যে ঘুরেও যাচ্ছেন। এমন পরিস্থিতিতেও বর্ধমান, কালনা ও কাটোয়া, তিন শহরেই রমরমিয়ে চলছে অন্য নানা ভুঁইফোড় সংস্থার অফিস। সারদা-কাণ্ডের পরে এই তিন শহরে অন্য ভুঁইফোড় সংস্থাগুলির অফিস খোলা থাকলেও তাদের এজেন্টরা শঙ্কিত। বর্ধমানের ঢলদিঘির একটি আর্থিক সংস্থার এজেন্ট নাম না প্রকাশের শর্তে বলেন, “সংস্থার আধিকারিকেরা আমাদেরই পাল্টা চাপে ফেলছেন। বলা হচ্ছে, যদি আমরা নতুন ব্যবসা না আনি তবে যে সব পুরনো আমানতকারীদের আমানতের মেয়াদ উত্তীর্ণ হয়েছে, তাঁদের টাকা ফেরত দেওয়া হবে না।” ওই এজেন্টের কথায়, “পেটের দায়ে আমানত সংগ্রহ করেছি। মানুষ তো আমার কথা শুনেই লগ্নি করেছেন। মেয়াদ উত্তীর্ণের পরে টাকা না পেলে তাঁরা তো যে ভাবে হোক আমার কাছ থেকে টাকা আদায়ের চেষ্টা করবেন।” সব বুঝেও এখনও মানুষকে লগ্নি করতে উৎসাহ দিতে হচ্ছে তাঁদের, দাবি ওই এজেন্টের।
বিস্তারিত...
এই সংক্রান্ত খবর...
•
সারদা-কাণ্ডের ছায়া অন্য সংস্থাতেও
• মারধর করে এজেন্টের বাড়ি ভাঙল ভুক্তভোগীরা
• ‘আমাদের প্রাণে বাঁচান’, বসিরহাটে থানায় বিক্ষোভ এজেন্টদের
• কাগজের দামও কি আর মিলবে, ধন্দে হকার
• টাকা মিলবে তো, আশঙ্কা সাঁইথিয়ায়
• কাঁথিতে সারদা-র বিরুদ্ধে মামলা, মেচেদায় বিক্ষোভ
স্ত্রীকে মাথায় অ্যাসিড ঢেলে
দেওয়ায় কাটা হল স্বামীর চুল
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট
রাতে বউয়ের মাথায় অ্যাসিড ঢেলে দিয়েছিল মদ্যপ স্বামী। পরদিন সকালে নিজে দাঁড়িয়ে থেকে স্বামীর মাথার চুল কাটিয়ে পুলিশ ডেকে তাকে গ্রেফতার করালেন স্ত্রী। ঘটনাটি ঘটেছে বসিরহাটের চাঁপাপুকুরে। ঘটনাটি ঘটেছে বসিরহাটের চাঁপাপুকুর রেল স্টেশনের কাছে। স্ত্রীর মাথায় অ্যাসিড ঢেলে দেওয়া ও তাঁর উপর অত্যাচারের অভিযোগে অভিযুক্ত রঘুনাথ মণ্ডলকে গ্রেফতার করেছে পুলিশ। বসিরহাট থানার আইসি শুভাশিস বণিক বলেন, “যে অ্যাসিডটি ছোঁড়া হয়েছিল তা ততটা মারাত্মক না হওয়ায় বড় ধরনের বিপদ থেকে বেঁচে গিয়েছেন ওই মহিলা। তিনি চান তাঁর স্বামী কিছুদিন জেলে থাকুক।” পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কুড়ি বছর আগে আন্দুলপোতা গ্রামের সীতার সঙ্গে বিয়ে হয় চাঁপাপুকুর রোল কলোনীর বাসিন্দা রঘুনাথের। কখনও ভ্যান চালানো, কখনও বা অন্যর বাড়ির শৌচালয় পরিষ্কারের কাজ করত রঘুনাথ। রোজগারের টাকায় নিয়মিত মদ খেত সে। মারধর করত স্ত্রী ও ছেলেমেয়েদের। সম্প্রতি সেই অত্যাচারের মাত্রা বেড়েছিল। এরফলে প্রায়ই বাপের বাড়িতে গিয়ে থাকতে শুরু করেন সীতাদেবী। সম্প্রতি সংসার চালানোর জন্য তিনি ঠিকেদারের অধীনে কাজ শুরু করেছিলেন।
বিস্তারিত...
শুরু হয়ে গেল ক্রিকেট-যুদ্ধ— আইপিএল ৬। গরমের উষ্ণতাকে মনের উত্তাপ দিয়ে চ্যালেঞ্জ জানাতে তৈরি গোটা দেশ। সেই উত্তাপের আঁচ নিতে নজর রাখুন আনন্দবাজার পত্রিকার এই সংস্করণে।
জয়েন্টে বাড়ছে দুঃস্থ পরীক্ষার্থী
শুভাশিস সৈয়দ • বহরমপুর
জয়েন্ট এন্ট্রান্স একটি দরজা। দরজাটা যদি খুলে যায় তা হলে সুখের আর অবধি নেই। ঈশ্বরচন্দ্র ইন্সটিটিউশনের প্রধান শিক্ষক জয়ন্ত দত্ত বলেন, “ঈশ্বর পাটনী চেয়েছিলেন তাঁর সন্তান যেন থাকে দুধেভাতে। এখনকার অভিভাবকেরা চান সন্তান যেন বিদেশে থাকে। ভাল থাকে। আর তাতে কোনও দোষ নেই।” যিনি নিজে কখনও দেশের বাইরেই যাননি, কোনওমতে দিনযাপন করেন, তাঁর ইচ্ছে হয় ছেলে যেন তুষারপাত দেখে, সে যেন দেখতে পায় অ্যারিজোনার মরুভূমি, গ্র্যান্ড ক্যানিয়ন কিংবা নায়াগ্রা জলপ্রপাত। নিজে পাঠাতে পারবেন না। ছেলে যদি জয়েন্ট এন্ট্রান্সে ভাল ফল করে, ইঞ্জিনিয়ার হয়ে চলে যেতে পারে সে সব স্বপ্নের দেশে। উদাহরণ তো হাতের কাছে কত ছড়ানো। বহরমপুরের শান্তনু দাস কর্মসূত্রে ক্যালিফোর্নিয়ায়। ফেসবুকে তাঁর পোস্ট করা ছবি তাঁর বাবা বলাইবাবু পাড়া-প্রতিবেশীদেরও কতবার দেখিয়েছেন। মধ্যবিত্ত পরিবারের কর্তা বলাইবাবু মফস্সল শহরে বসে রাত জেগে স্কাইপিতে ছেলের সঙ্গে কথাও বলেন। এদিন বহরমপুর গার্লস কলেজ, গোরাবাজার আইসিআই, খাগড়া জিটিআই, টেক্সটাইল কলেজ, বানজেটিয়ায় এমসিইটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে জয়েন্টের ইঞ্জিনিয়ারিংয়ের পরীক্ষার সময়ে উৎকণ্ঠার প্রহর গুণছিলেন অভিভাবকেরা।
বিস্তারিত...
পুরসভার কলে জলের সঙ্গে বেরোল ব্যাঙাচি
সৌমিত্র কুণ্ডু • শিলিগুড়ি
পুরসভার ট্যাপ কল থেকে পানীয় জলের সঙ্গে ব্যাঙাচি বার হতে দেখে আতঙ্কের সৃষ্টি হয়েছে। রবিবার শিলিগুড়ি পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডে প্রমোদনগর কলোনিতে তা নিয়ে হইচই পড়ে যায়। পানীয় জল দূষণ থেকে এলাকায় অধিকাংশ বাড়িতেই পেটের রোগের প্রকোপ দেখা দিয়েছে বলে অভিযোগ। প্রমোদনগরে রাস্তার ধারে পুরসভার তিনটি পানীয় জলের ট্যাপ কল রয়েছে। তা ছাড়া পাড়ার ৫ টি বাড়িতে পানীয় জলের সংযোগ রয়েছে। সব ক্ষেত্রেই কল থেকেই পানীয় জলের সঙ্গে ব্যাঙাচি বার হওয়ার অভিযোগ তুলেছেন বাসিন্দারা। পুরসভাকেও এ দিন সমস্যার কথা জানানো হয়। এর পরেই জল সরবরাহ বিভাগের মেয়র পারিষদ পম্পা দাস, বরো চেয়ারম্যান নিখিল সাহানি এলাকায় গিয়ে পাইপের কোনও অংশে সমস্যা রয়েছে কি না তা খতিয়ে দেখার নির্দেশ দেন। সেই মতো পাইপ লাইন পরিষ্কারের ব্যবস্থা করা হয়। সমস্যা না-মেটা পর্যন্ত এলাকায় পুরসভার সরবরাহ করা জল খেতে নিষেধ করা হয়েছে। বাসিন্দাদের অভিযোগ, শুধু এ দিনই নয়। গত এক সপ্তাহ ধরেই কলগুলি থেকে মাঝে মধ্যেই ব্যাঙাচি বার হচ্ছিল। পুরসভাকেও তা জানানো হলেও গুরুত্ব দেননি কেউ।
বিস্তারিত...
খড়্গপুরে এল সুদিনের দেহ, মণীশ নিখোঁজই
সুমন ঘোষ • খড়্গপুর
বন্ধু ও পাড়ার কয়েক জনের সঙ্গে আইপিএলের খেলা দেখতে গিয়েছিলেন খড়্গপুর শহরের মালঞ্চের বাসিন্দা সুদিন ঘোষ হাজরা (৩৪)। কেউ ভাবেইনি শববাহী গাড়িতে বাড়ি ফিরবে তাঁর দেহ। রবিবার রাতে সুদিনের দেহ পৌঁছলেও এখনও কোনও খোঁজ নেই মণীশ মাইতির। শনিবার নাইট রাইডার্সের খেলা ছিল ইডেনে। সকাল সকালই বেরিয়ে পড়েছিল পাঁচ বন্ধু। সুদিন ঘোষ হাজরা, মণীশ মাইতি, কৌশিক চক্রবর্তী, বান্টি মাইতি ও লাল্টু চক্রবর্তী সকলেই সকলেই খড়্গপুর শহরের মালঞ্চ এলাকার লালবাংলোর বাসিন্দা। খেলা দেখে ফেরার সময় বাবুঘাটে লঞ্চ ধরতে গিয়ে জলে পড়ে যান সুদিন ও মণীশ। তাঁদের বাঁচাতে ঝাঁপ দেন লাল্টু। সুদিন ও আর একজনকে জল থেকে টেনে তুলতে পেরেছিলেন তিনি। মণীশকেও তোলার চেষ্টা করেছিলেন। কিন্তু পারেননি। ভয়ঙ্কর সেই মুহূর্তে কথা মনে পড়লেই আঁতকে উঠছেন লাল্টু। ঘুমের ওষুধ খেয়েও ঘুমোতে পারছেন না। দুর্ঘটনার খবর পেয়ে যে বন্ধুরা গিয়েছিলেন, তাঁদের গাড়িতেই লাল্টু রাতেই বাড়ি ফেরেন। তারপর আর বাড়ি থেকে বেরোননি।
বিস্তারিত...
ছৌ-শিল্পীদের মৃত্যু, শোক বিহারপুরেও
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর
পুরুলিয়ার লটপদা আর কাঁকসার বিহারপুর যেন এক হয়ে গেল রবিবার। পরিজনদের হারিয়ে লটপদার বাসিন্দারা কাঁদছিলেন। আর সেই শোক ছুঁয়ে গেল শনিবার ওই ছৌ শিল্পীদের শেষ অনুষ্ঠান দেখা বিহারপুরকে। এখানে অনুষ্ঠান সেরে শনিবার গভীর রাতে পুরুলিয়ায় ফেরার পথে দুর্ঘটনায় পড়ে ছৌ-শিল্পীদের গাড়ি। মারা যান সাত শিল্পী। বাঁকুড়ার হাসপাতালে ভর্তি দলের জখম ২২ জন। খবরটা রবিবার সকালে বিশ্বাসই করতে পারেননি বিহারপুরের বাসিন্দারা। এ দিন বার বার ঘুরে ফিরে আসে শনিবার রাতের তাঁদের বীর-নৃত্যের কথা। জীবনে প্রথম বার ছৌ দেখা বিহারপুরের বধূ মমতা কেশ বলছিলেন, “এমন নাচ জীবনে দেখিনি। কি শারীরিক কৌশল! কখন যে সময় শেষ গড়িয়ে গেল টেরই পেলাম না।” তাঁর আক্ষেপ, ওই প্রাণবন্ত মানুষগুলো এ ভাবে মারা যেতে পারে, বিশ্বাস হচ্ছে না।” সারা দিন মুষড়ে ছিলেন বিহারপুরের বাসিন্দারা।
বিস্তারিত...
এই সংক্রান্ত খবর...
• চলে গেল আমার সাতটা সন্তান, বলছেন বৃদ্ধ হিম্মত
চাঙড় খসে আহত ছাত্রী,
হেলদোল নেই প্রশাসনের
সৌমেন দত্ত • কাটোয়া
দেওয়ালে মাকড়সার জালের মতো ফাটল ধরেছে। ছাদের চাঙড়ও ধসে পড়েছে। নিরাপত্তাহীনতায় ভুগছেন কাটোয়ার চন্দ্রপুর সেন্ট্রাল হাইস্কুলের শিক্ষক থেকে পড়ুয়ারা। এই অবস্থায় লিখিত ভাবে ক্লাস বয়কটের ডাক দিয়েছেন পড়ুয়ারা। বর্ধমানের সর্বশিক্ষা মিশনের বাস্তুকারও স্কুলঘরগুলির অবস্থা ‘ভয়ঙ্কর’ বলে রিপোর্ট দিয়েছেন। নতুন ভবন তৈরির জন্য স্কুলকর্তৃপক্ষ চিঠি দিয়ে আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। কাটোয়া চন্দ্রপুর সেন্ট্রাল হাইস্কুলের ৯৬ বছরের পুরনো ভবনটি জরাজীর্ণ হয়ে পড়ে রয়েছে। এই ভবনটিতে ১৬টি ঘর রয়েছে। প্রতিটি ঘরেরই এক অবস্থা। বেহাল অবস্থা বারান্দারও। অথচ ওই ঘরগুলিতেই নিয়মিত ক্লাস করতে হয় পঞ্চম থেকে দশম শ্রেণির প্রায় হাজার জন্য ছাত্রছাত্রীকে। স্কুল সূত্রে জানা যায়, ৯ এপ্রিল ক্লাস চলাকালীন সপ্তম শ্রেণির ‘খ’ বিভাগের মধুমিতা হাজরা নামে এক ছাত্রীর গায়ে চাঙড় খসে পড়ে। গুরুতর জখম হয় সে। ওই স্কুলের শিক্ষিকা টিঙ্কু দে বলেন, “আমি তখন পড়াচ্ছিলাম। হঠাৎ ক্লাস ঘরের চাঙড় খসে পড়ল। প্রতিদিনই এমন হয়।” সপ্তম শ্রেণির ওই ঘর সেদিন বন্ধ করে দিতে বাধ্য হন স্কুল কর্তৃপক্ষ। সে দিন পড়ুয়াদের ছুটিও দিয়ে দেওয়া হয়।
বিস্তারিত...
প্রথম সংস্করণ
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
ব্যবসা
খেলা
স্বাস্থ্য
জীবজগৎ
সম্পাদকীয়
জেলা
উত্তরবঙ্গ
বিয়ের প্রস্তাবে আপত্তি
করায় শাস্তি ছাত্রীকে
সিটি অটোর
মর্জিতে ভোগান্তি
দক্ষিণবঙ্গ
অডিটোরিয়াম ও
রিজার্ভারের শিলান্যাস
পুর-নগরোন্নয়ন মন্ত্রীর
লটারির পুরস্কার
বিলি নিয়ে সংশয়
বর্ধমান
দুর্ঘটনায় মৃত্যু,
অশান্তি কালনায়
দলেরই একাংশের বিরুদ্ধে
তোপ তৃণমূল নেতার
পুরুলিয়া
ফব ছেড়ে কংগ্রেসে
মুর্শিদাবাদ
বৈষ্ণবনগর চর দিয়ে ঢুকছে
জাল নোট, উদ্বিগ্ন পুলিশ
তৃণমূল প্রধানের বিরুদ্ধে
দলের অনাস্থা
মেদিনীপুর
কর্মী নিয়োগে
অস্বচ্ছতার অভিযোগ
অ্যাম্বুল্যান্সের সঙ্গে বাসের
ধাক্কায় মৃত ২, আহত ৪
Content on this page requires a newer version of Adobe Flash Player.
কলকাতা
৩৩.৮/২৩.৫
আজকের দিনে
• বসুন্ধরা দিবস।
•
বিশ্বকে দূষণমুক্ত ও সুন্দরভাবে গড়ে তুলতে ১৯৬৯ সালে সান ফ্রান্সিসকোতে ইউনেস্কোর সভায় দিনটির সূচনা করেন শান্তিদূত জন ম্যাককনেল।
হপ্তা শেষে...
শনিবার
রবিবার
বৃহস্পতির পাক্ষিক
প্রতি মাসের ১ ও ১৫ তারিখ
সোমবার সারাবেলা
First Page
|
Calcutta
|
State
|
Uttarbanga
|
Dakshinbanga
|
Bardhaman
|
Purulia
|
Murshidabad
|
Medinipur
National
|
Foreign
|
Business
|
Sports
|
Health
|
Environment
|
Editorial
|
Today
Crossword
|
Comics
|
Feedback
|
Archives
|
About Us
|
Advertisement Rates
|
Font Problem
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.