ফব ছেড়ে কংগ্রেসে
নিজস্ব সংবাদদাতা • মুরারই |
ফব-র শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত মুরারই ২ ব্লক। সেখানেই রবিবার দলের জেলা কমিটির সদস্য জাবির শেখ, লোকাল কমিটির সদস্য মহম্মদ কামিউজ্জামান, অগ্রগামী কৃষকসভার জেলা কমিটির সদস্য নুরুল খানদের নেতৃত্বে বহু কর্মী-সমর্থক কংগ্রেসে যোগ দেন। কামিউজ্জামান ব্লক লোকাল কমিটির সম্পাদক মহম্মদ হান্নানের ভাই। যদিও এতে দলের ক্ষতি হবে না বলে দাবি মহম্মদ হান্নানের। এ দিন ওই সব নেতাকর্মীরা কংগ্রেসের পতাকা নিয়ে মিছিল করে ব্লক কংগ্রেস কার্যালয়ে যান। কামিউজ্জামানের দাবি, “অগণতান্ত্রিক ভাবে দল পরিচালনার জন্য আমরা হাজার চারেক কর্মী কংগ্রেসে যোগ দিয়েছি।” কংগ্রেসের জেলা সভাপতি সৈয়দ সিরাজ জিম্মি বলেন, “কংগ্রেসের শক্তি আরও বাড়ল। পঞ্চায়েত ভোটের ফল ভাল হবে।” অন্য দিকে, এই ঘটনাকে ঘিরে ফর-র গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে। দলীয় বিধায়ক দীপক চট্টোপাধ্যায় বলেন, “স্থানীয় নেতৃত্বের সঙ্গে একটা মত পার্থক্য চলছে বলে শুনেছি। তবে পঞ্চায়েত ভোটের আগে এটা হওয়া উচিত ছিল না।” মহম্মদ হান্নান বলেন, “বিধানসভা ভোটে জাবির তৃণমূল প্রার্থী বিপ্লব ওঝার হয়ে ভোট করেছিল। দল বিরোধী কাজের জন্য ব্যবস্থা নিতে শীর্ষ নেতৃত্বকে বলা হয়েছে। এ ছাড়া, বাকিদের ইচ্ছার বিরুদ্ধে পঞ্চায়েত ভোটে প্রার্থী ঠিক করা হয়েছে। তাই ক্ষোভে দল ছাড়লেও তাদের সঙ্গে কোনও দলীয় কর্মী নেই।”
|
দুর্ঘটনায় মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • নলহাটি ও সদাইপুর
|
নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে বাস উল্টে মৃত্যু হল মজিবুর শেখ (৩০) নামে মাড়গ্রামের ধুলাফেলা পাড়ার ওই বাসকর্মীর। রবিবার রানিগঞ্জ-মোরগ্রাম ৬০ নম্বর জাতীয় সড়কে নলহাটির লোহাপুর ও তিলোড়া গ্রামের কাছে দুর্ঘটনাটি ঘটে। অন্য দিকে, শনিবার ওই জাতীয় সড়কের সদাইপুর থানার বাঁধেরশোল গ্রামের কাছে ট্রাকের ধাক্কায় প্রসেনজিৎ বাউড়ি (২০) এক মোটরবাইক আরোহীর মৃত্যু হয়েছে। ওই থানার সগড় গ্রামে তাঁর বাড়ি। |