পথ দুর্ঘটনায় এক ট্রাক্টর চালকের মৃত্যুকে কেন্দ্র করে প্রায় তিন ঘণ্টা রাস্তা অবরোধ করলেন বাসিন্দারা। কালনা ২ ব্লকের নসিপুরে রবিবারের ঘটনা। পুলিশ জানায়, মৃতের নাম রেণুপদ মালিক (৩৫)। বাড়ি স্থানীয় আড়া গ্রামে। স্থানীয় বাসিন্দারা জানান, এলাকার একটি পেট্রল পাম্পের সামনে ট্রাক্টর ও একটি গ্যাস ট্যাঙ্কারের মুখোমুখি ধাক্কায় মৃত্যু হয় তাঁর। তাঁদের দাবি, পেট্রল পাম্পের কাছাকাছি একটি করাতকল রাস্তার দু’পাশে কাঠের গুঁড়ি রাখার জেরেই এই দুর্ঘটনা। তার জেরে ওই করাতকলে ঢুকে ও করাতকলের মালিকের বাড়িতে ঢুকে ভাঙচুর চালানো হয়। মৃতদেহ ফেলে রেখে ঘণ্টা তিনেকেরও বেশি সময় ধরে রাস্তা অবরোধ চলে। পুলিশ ও দমকল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় গিয়েছিলেন স্থানীয় বিধায়ক বিশ্বজিৎ কুণ্ডু। |
ক্ষুব্ধ বাসিন্দারা জানান, কালনা শহর ঘেঁষা এসটিকেকে রোডের জিউধারা থেকে সাহাপুর পর্যন্ত ২ কিলোমিটার ও পাণ্ডুয়া রোডের পাণ্ডুয়া মোড় থেকে শ্রীরামপুর পর্যন্ত এক কিলোমিটার রাস্তার দু’দিকে অনেক করাতকল রয়েছে। দীর্ঘদিন ধরে তারা পাকা রাস্তার ফুটপাথ দখল করে বড় বড় গাছের গুড়ি ফেলে রেখেছে। এছাড়াও ইট, বালি, পাথর ও লোহালক্কড়ের বেআইনি ব্যবসা চলে ওই এলাকায়। তারাও ফুটপাথ দখল করে রাখে। তাতে যানবাহন চলাচলে সমস্যা তৈরি হয়। ছোটখাটো দুর্ঘটনা প্রায়ই লেগে থাকে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন সকালে মালিকের ট্রাক্টর ও ট্রলি নিয়ে শহরের একটি গ্যারাজে যাচ্ছিলেন রেণুপদ। নসিপুরের ওই পেট্রল পাম্পে তেল নিতে ঢোকেন তিনি। পাম্পের দ্বিতীয় দরজা দিয়ে ট্রলি সমেত ট্রাক্টর নিয়ে বেরোতে গেলে, উল্টো দিক থেকে দ্রুত বেগে ছুটে আসা গ্যাস ট্যাঙ্কারটির সঙ্গে ধাক্কা লাগে। প্রথমে ট্রাক্টর থেকে ট্রলিটি বিচ্ছিন্ন হয়ে যায়। ট্রাক্টরের ইঞ্জিনটি রাস্তার এক পাশে পড়ে থাকা কাঠের গুড়িতে ধাক্কা খেয়ে উল্টে যায়। ইঞ্জিনের তলায় পিষে যান ওই যুবক। ট্যাঙ্কারটির খানিকটা অংশও উল্টে ট্রাক্টরটির উপর পড়ে। এলাকার বাসিন্দা হিরু মালিক, নিমাই মালিকেরা জানান, ট্রাক্টর ও ট্যাঙ্কার দু’টিই রেণুপদর উপর উল্টে যাওয়ায় তাঁকে দ্রুত বের করে আনা সম্ভব হয়নি। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। বাসিন্দাদের দাবি, পাম্পের গা ঘেঁষে ফুটপাথের উপর গাছের গুঁড়ি ফেলে না রাখলে এমনটা হত না। গাড়ি দু’টি ফুটপাতে সরে আসতে পারত।
দুর্ঘটনার জেরে কয়েকশো লোকের ভিড় জমে যায় এলাকায়। পুলিশ মৃতদেহ তুলে নিয়ে যেতে এলে বাধা দেন বাসিন্দারা। মৃতের ক্ষতিপূরণের দাবি ও রাস্তার দু’পাশের ফুটপাথ মুক্ত করার দাবিতে অবরোধ শুরু হয়। তার জেরে এসটিকেকে রোডে যানজট তৈরি হয়। বিধায়ক বিশ্বজিৎবাবু ঘটনাস্থলে এসে কালনা থানায় বৃহস্পতিবার নিয়ে আলোচনা হবে বলে আশ্বাস দিলে অবরোধ ওঠে।
|