আজকের শিরোনাম
দিল্লিতে রাজ্যের মন্ত্রী হেনস্থায় জামিন ঋতব্রত-সহ ৬ নেতার
৯ এপ্রিল দিল্লির যোজনা কমিশনের দফতরের সামনে এসএফআই-এর বিক্ষোভের মুখে আক্রান্ত হন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অর্থমন্ত্রী অমিত মিত্র। এই ঘটনায় আজ দিল্লির পার্লামেন্ট স্ট্রিট থানায় ডেকে পাঠানো হয় সে দিনের বিক্ষোভের নেতৃত্বে থাকা এসএফআই-এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে। এর পর তাঁকে গ্রেফতার করে পার্লামেন্ট স্ট্রিট থানার পুলিশ। তবে সূত্রের খবর, তাঁর বিরুদ্ধে দিল্লি পুলিশ ১৩২, ৩৩২ এবং ৩৫৩ ধারায় অভিযোগ দায়ের করে। এর মধ্যে ৩৫৩ ধারাটি জামিন অযোগ্য ধারা। রাজ্যের মন্ত্রীদের হেনস্থার ঘটনায় ঋতব্রত-সহ ছয় এসএফআই নেতাকে গ্রেফতার করে দিল্লি পুলিশ। তাঁদের তোলা হয় পাতিয়ালা হাউস আদালতে। আদালতে এই ছ’জনের জামিনের আবেদন জানান তাঁদের আইনজীবী। সেই আবেদন মঞ্জুর করে পাতিয়ালা হাউস আদালত।

হুগলিতে সারদা গোষ্ঠীর কারখানায় পুলিশি প্রহরা
সারদা গোষ্ঠীর বিরুদ্ধে আমানতকারী এবং এজেন্টদের রোষ শুক্রবার থেকে রাজ্যের নানা প্রান্তে আছড়ে পডে়ছে পূর্ণমাত্রায়। কলকাতা থেকে প্রত্যন্ত মহকুমা—বিক্ষোভ, ভাঙচুর, হতাশার নানা ঘটনায় উত্তাল গোটা রাজ্য। সারদা গোষ্ঠীতে লগ্নি করে সর্বস্ব খুইয়ে আত্মহত্যার ঘটনাও বাড়ছে। রাজ্যের বিভিন্ন প্রান্তে সারদা গোষ্ঠীর দফতরে, কারখানায় চলছে বিক্ষোভ, ভাঙচুর। এমনই আশঙ্কার জেরে কড়া পুলিশি পাহারার ব্যবস্থা করা হয়েছে সারদা গোষ্ঠীর হুগলির একটি কারখানায়। হুগলির কামদেবপুরের গ্লোবাল মোটরসাইকেলের কারখানার শ্রমিকদের মধ্যে চাপা উত্তেজনা এবং অসন্তোষ রয়েছে। তার উপরে এলাকার অসংখ্য আমানতকারী ও এজেন্টদের বিক্ষোভের সম্ভাবনা—সব দিক খতিয়ে কারখানায় বিশাল পুলিশি প্রহরার ব্যবস্থা করা হয়েছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.