টুকরো খবর |
আড়াই মাসেও ছাত্রী উদ্ধার হয়নি, ক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • মোহনপুর |
স্কুল ছাত্রীকে অপহরণের পর কেটে গিয়েছে আড়াই মাস। এখনও তাকে উদ্ধার করতে না পারায় পুলিশের ভূমিকায় ক্ষোভ জানালেন ওই ছাত্রীর বাবা-মা-সহ গ্রামবাসীরা। পুলিশ ও পরিবার সূত্রে খবর, মোহনপুর থানা এলাকার ধুইপাড়া গ্রামের বাসিন্দা ওই নাবালিকা স্থানীয় এক হাইস্কুলের দ্বাদশ শ্রেণির ছাত্রী। বাড়িতে ছোট ভাইয়ের সঙ্গে সে থাকত। বাবা-মা কর্মসূত্রে দিল্লি থাকতেন। বাবা শিশির জানার অভিযোগ, গত ৭ ফেব্রুয়ারি সকালে গোমুণ্ডায় টিউশন যাওয়ার পথে তাঁর মেয়েকে অপহরণ করে গ্রামেরই এক যুবক ও তার সঙ্গী। খবর পেয়ে তিনি দিল্লি থেকে এসে ৯ ফেব্রুয়ারি থানায় অভিযোগ জানান। পুলিশ ব্যবস্থা না নেওয়ায় ১৯ ফেব্রুয়ারি মেদিনীপুর আদালতে চার জনের বিরুদ্ধে অভিযোগ জানান। আদালতের নির্দেশে পুলিশ মামলা রুজু করার পর গ্রামবাসীরাই ধরিয়ে দেন সঙ্গী যুবক দাঁতন থানার বরঙ্গি গ্রামের সুধা দাসকে। পুলিশ তাঁকে ২৬ মার্চ গ্রেফতার করে। তবে মূল অভিযুক্ত ও ছাত্রীকে পাওয়া যায়নি। মোহনপুর থানার আইসি জাফরুল মল্লিক বলেন, “আমরা তল্লাশি চালাচ্ছি। শীঘ্রই ওই নাবালিকাকে উদ্ধার করা যাবে বলে আশা করছি।”
|
বামেদের প্রতিবাদ
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
|
তরুণ ত্রিখার হাতে প্রতারিতদের বিক্ষোভ আদালতে |
দলীয় অফিসে হামলার প্রতিবাদে মেদিনীপুরে ধিক্কার মিছিল করল বামফ্রন্ট। নেতৃত্বে ছিলেন হিমাদ্রী দে, সারদা চক্রবর্তী প্রমুখ। শনিবার বিকেলে এই মিছিল হয়। দিল্লিতে অর্থমন্ত্রী অমিত মিত্র, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হেনস্থার পর মেদিনীপুর শহরেও প্রতিবাদ মিছিল করে যুব তৃণমূল। সেই মিছিল থেকে সিপিএমের জেলা অফিস, জোনাল অফিস, ছাত্র-যুবর জেলা অফিসে হামলা চালানো হয় বলে অভিযোগ। ফ্রন্টের অভিযোগ, পুলিশের উপস্থিতিতে দলীয় অফিসে হামলা হয়। অথচ, পুলিশ পদক্ষেপ করেনি। জেলা ছাড়াও শহরেও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে বলে অভিযোগ ফ্রন্টের।
|
রেললাইনে দুই বন্ধুর দেহ
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
রেললাইন দুই বন্ধুর মৃতদেহ উদ্ধার হল। রবিবার সকালে তুরিপাড়া ও আয়মার মাঝে রেললাইনের উপর থেকে দু’টি মৃতদেহ উদ্ধার হয়। মৃতদের নাম রবি রায় (২৮) ও সঞ্জয় প্রামাণিক (২৪)। বাড়ি খড়্গপুরের রবীন্দ্রপল্লিতে। দু’জনই শনিবার সন্ধেয় বাড়ি থেকে বেরিয়ে রাতে আর বাড়ি ফেরেননি। রবিবার সকালে দেহ দু’টি দেখতে পান স্থানীয় মানুষ। দু’টি দেহ পাশপাশি পড়েছিল। এক জনের ডান হাতের সঙ্গে অন্য জনের বাঁ হাত গামছা দিয়ে বাঁধা ছিল। প্রাথমিক তদন্তে রেল পুলিশের অনুমান, রেললাইনে ঝাঁপ দিয়ে দু’জন আত্মহত্যা করেছেন। কিন্তু কী জন্য আত্মহত্যা, তা স্পষ্ট নয়। জিআরপির ওসি (খড়্গপুর) আশিস রায় বলেন, “তদন্তে সব দিক খতিয়ে দেখা হচ্ছে।”
|
আগুন নেভাতে
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
অগ্নি নির্বাপক সপ্তাহ উদ্যাপন হল ভাদুতলা বিবেকানন্দ হাইস্কুলে। এই উপলক্ষে শনিবার স্কুল চত্বরে এক কর্মসূচি হয়। অগ্নি নির্বাপণ ও জরুরি পরিষেবা দফতরের সহায়তায় এমন কর্মশালা। স্কুলের প্রধান শিক্ষক অমিতেশ চৌধুরী বলেন, “কোনও দুর্ঘটনা ঘটলে প্রাথমিক ভাবে স্থানীয়রাই তার মোকাবিলায় ঝাঁপিয়ে পড়েন। ছাত্রছাত্রীরা আগামী দিনের নাগরিক। এখন থেকেই তাঁদের মধ্যে সচেতনতা গড়ে উঠলে সমাজই উপকৃত হবে।” কর্মসূচি থেকে স্কুলের জন্য একটি অগ্নি নির্বাপক কমিটি গড়ে তোলা হয়। এতে শিক্ষক ছাড়াও ছাত্রছাত্রীরাও রয়েছে।
|
শিক্ষণ শিবির
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
তফসিলি জাতি ও উপজাতি কর্মী-সমর্থকদের রাজনৈতিক ভাবে সচেতন করতে শিক্ষণ শিবিরের আয়োজন করল তৃণমূল। শনিবার শিবিরটি হয় মেদিনীপুরের ফিল্ম সোসাইটি হলে। শিবিরে ঝাড়খণ্ড মুক্তি মোর্চার পঞ্চায়েত সদস্য শঙ্কর হাঁসদা তৃণমূলে যোগ দেন। উনি গোপীবল্লভপুর পঞ্চায়েত সমিতির সদস্য। এই দিনের সভায় ছিলেন জেলা সভাপতি দীনেন রায়, বিধায়ক দুলাল মুর্মু, চূড়ামণি মাহাতো প্রমুখ।
|
|