বনগাঁর মানুষের দীর্ঘদিনের দাবি ছিল একটি পূর্ণাঙ্গ সাংস্কৃতিক কেন্দ্রের। অতীতে ওই দাবির জন্যে পথে নেমে আন্দোলনও করেছেন তাঁরা। শেষপর্যন্ত ওই দাবি মেনে বনগাঁর টাউন হল ময়দানে এক অনুষ্ঠানে রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম শনিবার একটি অডিটোরিয়ামের শিলান্যাস করেন। সেই সঙ্গে বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেওয়ার জন্য একটি রিজার্ভারের নির্মাণকাজেরও শিলান্যাস করেন ফিরহাদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বনগাঁর সাংসদ গোবিন্দ চন্দ্র নস্কর, বিধায়ক বিশ্বজিৎ দাস, বনগাঁর প্রাক্তন বিধায়ক গোপাল শেঠ, জেলাশাসক সঞ্জয় বনসল প্রমুখ। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বনগাঁ শহরে ললিতমোহন বাণীভবন নামে একটি জরাজীর্ণ হলঘর রয়েছে। ওই ভবনটি ভেঙে সেইখানেই নতুন অডিটোরিয়াম তৈরি হবে। নতুন অডিটোরিয়ামের নাম ঠিক হয়েছে ‘পথের পাঁচালী-ললিতমোহন ভবন’। বনগাঁ পুরসভার চেয়ারম্যান জ্যোৎস্না আঢ্য বলেন, “সীমান্ত এলাকা উন্নয়ন প্রকল্পের (বিএডিপি) টাকায় এই অডিটোরিয়ামটি তৈরি হচ্ছে। আসন থাকবে প্রায় সাড়ে সাতশো। অডিটোরিয়ামটি বানানোর জন্যে খরচ হবে চার কোটি টাকা।”
অন্যদিকে পুরসভা সূত্রে জানা গিয়েছে, পুর এলাকায় প্রতি বাড়িতে পানীয় জল পৌঁছে দিতে চারটি রিজার্ভার প্রয়োজন। এতদিন একটিতেই কাজ চলত। এখন আরও একটির নির্মাণ শুরু হবে। এ দিন স্থানীয় ভূপেন্দ্রনাথ শেঠ শ্মশানে নির্মীয়মাণ ইলেকট্রিক চুল্লির কাজের অগ্রগতিও সরেজমিনে দেখতে যান মন্ত্রী।
জেলাশাসক সঞ্জয় বনসল বলেন, “দ্রুততা এবং স্বচ্ছতার সঙ্গে প্রকল্পের কাজগুলি শেষ করে জেলা প্রশাসনের পক্ষ থেকে জনগণের জন্যে খুলে দেওয়া হবে।” |