ফের চুরির ঘটনা ঘটল বসিরহাটে। কালী মন্দিরের মধ্যে থেকে বিগ্রহের অলঙ্কার চুরির ঘটনায় টাকি রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাল ক্ষুব্ধ জনতা। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে বসিরহাটের বড় কালীবাড়ি পাড়ায়। বসিরহাট থানার আই সি শুভাশিস বণিক ঘটনাস্থলে গিয়ে দুষ্কৃতীদের ধরার প্রতিশ্রুতি দিলে পরিস্থিতি শান্ত হয়। শেষপর্যন্ত সকাল সাড়ে ৮টা নাগাদ অবরোধ উঠলে রাস্তায় যান চলাচল স্বাভাবিক হয়। প্রায় ১২ ভরি সোনা এবং ৫০০ গ্রাম রূপোর গহনা খোয়া গিয়েছে বলে অভিযোগ মন্দির কর্তৃপক্ষের। ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন ভোরে বড় কালীবাড়ি মন্দিরের পুরোহিত শ্যামল চক্রবর্তী দরজা খুলতে গিয়ে দেখেন গেটের তালা ভাঙা। দুষ্কৃতীরা লোহার গেটের তালা ভাঙার পর কাঠের দরজা ভাঙতে না পেরে কাচ ভেঙে মন্দিরের মধ্যে ঢোকে। বিদ্রোহের গায়ে থাকা সোনা ও রুপোর অলঙ্কার হাতিয়ে চম্পট দেয়। ক্রমাগত মন্দিরে চুরির ঘটনা ঘটে চলায় ক্ষুব্ধ বাসিন্দারা পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে এ দিন টাকি রোড অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাঁদের অভিযোগ, পরপর চুরির ঘটনা ঘটে গেলেও এ ব্যাপারে কোনও ব্যবস্থাই নিচ্ছে না পুলিশ-প্রশাসন। পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধ ওঠে।
|
গ্রামবাসীদের কাছ থেকে খবর পেয়ে ক্ষেতের মধ্যে থেকে এক ব্যবসায়ীর নলিকাটা ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার করল পুলিশ। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে গাইঘাটা থানার সিংজোল এলাকায়। পুলিশ জানিয়েছে, নিহত ওই ব্যবসায়ীর নাম কমলেশ বিশ্বাস (৩৫)। বাড়ি গাইঘাটার নবগ্রাম এলাকায়। খুনের ঘটনায় জড়িত থাকার সন্দেহে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, টাকা-পয়সা সংক্রান্ত বিবাদের জেরেই এই খুন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার সন্ধ্যায় কমলেশ সাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়। তারপর সারারাত আর খোঁজ মেলেনি। সকালে চাষিরা ক্ষেতের মধ্যে একটি নলিকাটা মৃতদেহ পড়ে থাকতে দেখেন। পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে। তবে মোবাইল ও সাইকেলটি খোয়া গিয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কমলেশবাবু বর্তমানে ডেকরেটার্সের ব্যবসা করেন।
|
পথ দুর্ঘটনায় মৃত্যু হল একজনের। দুর্ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধ্যায় স্বরূপনগরের শাঁড়াপুলে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম অমিত বিশ্বাস (২২)। বাড়ি পূর্ব পোলতা গ্রামে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সাইকেলের সামনে ও পিছনে দু’জনকে বসিয়ে শাঁড়াপুল বাজারের দিকে যাচ্ছিলেন অমিতবাবু। উল্টোদিক থেকে আসা একটি মোটক বাইক তাঁদের ধাক্কা মারলে নিয়ন্ত্রণ হারিয়ে সাইকেল নিয়ে অমিত-সহ তিনজন পাশের একটি বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারেন। গুরুতর আহত অবস্থায় স্থানীয় বাসিন্দারা অমিতবাবুকে শাঁড়াপুল গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। বাকি দু’জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। পুলিশ দেহটি ময়না তদন্তে পাঠিয়েছে।
|
জলসঙ্কট মেটানোর দাবিতে পথ অবরোধ করলেন স্থানীয় বাসিন্দারা। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে মধ্যমগ্রাম পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের সুভাষগড়ে। বাসিন্দাদের অভিযোগ, গত চার দিন ধরে এলাকায় তীব্র জলকষ্ট চলছে। জল এলেও তার চাপ অত্যন্ত কম। বারবার পুরসভায় জানিয়েও লাভ হয়নি। প্রতিবাদে এ দিন তাঁরা সকাল ৮টা থেকে দু’ঘণ্টা বারাসত-সোদপুর রোড অবরোধ করেন। পরে পুর-প্রতিনিধিরা গিয়ে সমস্যা মেটানোর আশ্বাস দিলে অবরোধ ওঠে।
|
বাইক চুরি করে পালানোর সময়ে পুলিশের হাতে ধরা পড়ল এক বাইক পাচারকারী। বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পকগনার হাবরার ইছাপুর চৌমাথায়। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম মহম্মদ আজামুল ইসলাম। বাড়ি স্বরূপনগরের ফকিরপাড়ায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এ দিন দেগঙ্গা থেকে একটি বাইক নিয়ে পালাচ্ছিল সে। খবর পেয়ে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় ইছাপুর চৌমাথা থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ। পুলিশের দাবি, জেরায় ধৃত জানিয়েছে বসিরহাট মহকুমার বিভিন্ন সীমানা দিয়ে বাংলাদেশে বাইক পাচার করত সে।
|
আগ্নেয়াস্ত্র-সহ দু’জনকে গ্রেফতার ভাঙড় থানার পুলিশ। শনিবার রাতে ভাঙড়ের ঘটকপুকুর এলাকা থেকে এদের গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম সফিকুল ঘরামি এবং রিয়াজুল মোল্লা। সফিকুলের বাড়ি সন্দেশখালি থানার শান্তিখালিতে এবং রিয়াজুলের বাড়ি কাশীপুরে। |