প্রচারে যাননি।
তবু দলের
বাজি তিনিই।
ইংরেজবাজার,
রেজিনগর ও নলহাটির
ভোটের ফল আজ।
তৃণমূল ভাল করলে
জয়জয়কার তাঁর।
আর কংগ্রেস দুর্গ ধরে
রাখলে বা বামেরা
ভোট
ভাগের সুযোগে জিতলে
তিনিই বিরোধী নিশানায়। |
জাঠা নিয়ে যতই
দেশযাত্রায় বার
হোক, সিপিএমের
সাত রাজার ধন
এখন মানিক সরকার। দেশের
দরিদ্রতম মুখ্যমন্ত্রীর কাঁধে
ভার কারাটদের জন্য সব
চেয়ে দামি প্রশ্নের: দেশে বাম
রাজত্ব থাকবে তো? ত্রিপুরা
নেতারা অবশ্য ৬০-এ
৫০ দেখছেন। |
আর্থিক বৃদ্ধির
হার কমছে।
লগ্নির বেহাল
দশা। আসছে
লোকসভা ভোট। তাই
একশো দিনের কাজ, খাদ্য
সুরক্ষার মতো সামাজিক
প্রকল্প নিয়ে চাপ দিচ্ছে দল।
সকলেই আর এক বার
ভারসাম্য রাখা মনমোহন-ম্যাজিক
দেখতে চান। |