আর্থিক সমীক্ষাই ঘুরিয়ে দিল শেয়ার বাজারের মুখ। আগের দিন ৩১৬ পয়েন্টের বড় পতনের পর বুধবার বাজেটের ঠিক আগেই ঘুরে দাঁড়াল সূচক। এই দিন সেনসেক্স বেড়েছে ১৩৭.২৭ অঙ্ক। বাজার বন্ধের সময়ে সূচক এসে দাঁড়ায় ১৯,১৫২.৪১ অঙ্কে। এ দিকে, ভাল বাজেটের আশায় ডলারে টাকার দামও এ দিন বেড়েছে। দিনের শেষে এক ডলারের দাম দাঁড়িয়েছে ৫৩.৮৬ টাকা।
তবে এখন সকলের চোখ বাজেটের দিকে। আজ বৃহস্পতিবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম বাজেট পেশ করবেন। আগামী দিনে শেয়ার বাজারের অভিমুখ অনেকটা বাজেটই ঠিক করে দেবে বলে মনে করছেন বিশেষজ্ঞদের মধ্যে অনেকেই।
আগামী আর্থিক বছরে দেশের আর্থিক বৃদ্ধির হার বাড়বে বলে প্রাক্ বাজেট আর্থিক সমীক্ষায় জানানো হয়েছে। ২০১৩-’১৪ সালে দেশের আর্থিক বৃদ্ধির হার ৬.১ শতাংশ থেকে ৬.৭ শতাংশের মধ্যে থাকবে বলে সমীক্ষায় জানানো হয়েছে। এই ভবিষ্যদ্বাণীই চাঙ্গা করে তুলেছে শেয়ার বাজারকে।
অবশ্য, পাশাপাশি এ দিন আন্তর্জাতিক শেয়ার বাজারগুলি চাঙ্গা হয়ে ওঠার খবরও ভারতের বাজারকে ঘুরে দাঁড়াতে সাহায্য করেছে বলে শেয়ার বাজার সূত্রের খবর। এ দিন এশিয়া এবং ইউরোপের বাজার বেশ কিছুটা উঠেছে। মার্কিন সরকার মন্দার সময়ে যে-সব ত্রাণ পরিকল্পনা চালু করেছিল, সেগুলি এ বার তুলে নিতে পারে বলে সম্প্রতি আর্থিক বিষেশজ্ঞ মহলে আতঙ্কের সৃষ্টি হয়েছিল। কিন্তু এখনই ওবামা সরকার ওই সব প্যাকেজ তুলে নিচ্ছে না বলে খবর। প্রধানত এই খবরেই চাঙ্গা হয়ে উঠেছে আন্তর্জাতিক শেয়ার বাজারগুলি। যার প্রভাব পড়ছে ভারতের বাজারের উপরেও।
তবে বাজেটের পর শেয়ার বাজারের হাল কী দাঁড়াবে, তা নিয়ে সংশয়ে রয়েছেন বিশেষজ্ঞদের মধ্যে অনেকেই। ক্যালকাটা স্টক এক্সটেঞ্জের ডিরেক্টর এবং বাজার বিশেষজ্ঞ এস কে কৌশিক বলেন, “বিশেষ করে ভর্তুকির পরিমাণ কী রাখা হয়, তার উপর অনেক কিছু নির্ভর করছে। রাজনৈতিক কারণে বিশেষ করে খাদ্যে ভর্তুকি বাড়ানোর সম্ভাবনা রয়েছে বলে আমি মনে করছি। সেটা হলে তার প্রভাব কর পরিকাঠামোর উপর পড়ার আশঙ্কা রয়েছে। সে ক্ষেত্রে তার বিরূপ প্রভাব শেয়ার বাজারের উপর পড়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।”
অবশ্য বিশেষ করে কেন্দ্রীয় সরকারের বিলগ্নিকরণ পরিকল্পনা সফল করার বিষয়টি কেন্দ্রীয় অর্থমন্ত্রীর মাথায় থাকবে বলে মনে করছেন বাজার বিশেষজ্ঞদের মধ্যে অনেকেই। তাঁদের আশা, এর জন্য শেয়ার বাজার চাঙ্গা করার উদ্দেশ্যে অর্থমন্ত্রী কিছু পদক্ষেপ করবেন।
তবে বাজেটে যে-ব্যবস্থাই রাখা হোক না কেন, শেষ কথা যে আন্তর্জাতিক আর্থিক পরিস্থিতিই বলবে, সে ব্যাপারে অবশ্য একমত বিশেষজ্ঞদের সিংহভাগই। |