টুকরো খবর
ভুঁইফোঁড় লগ্নি সংস্থা নিয়ন্ত্রণে আর্জি কেন্দ্র-রাজ্যের কাছে
তথাকথিত ভুঁইফোঁড় অর্থলগ্নি সংস্থাগুলির ব্যবসা খতিয়ে দেখার জন্য রাজ্য এবং কেন্দ্রের কাছে দাবি জানাল রোজ ভ্যালির কর্মী ইউনিয়নগুলি। তাদের বক্তব্য, কারা আইন লঙ্ঘন করছে, তা চিহ্নিত করা হোক। না-হলে যে-সব সংস্থা আইন মেনে ব্যবসা করছে, তাদের সম্পর্কেও সাধারণ মানুষের মনে সন্দেহ দানা বাঁধছে। তার বিরূপ প্রভাব পড়ছে ওই সব সংস্থার কর্মীদের উপর। এই দাবি সম্বলিত একটি স্মারকলিপি তাঁরা ইতিমধ্যেই তৈরি করেছেন বলে জানান সিটু সমর্থিত রোজ ভ্যালি ফিল্ড এমপ্লয়িজ ইউনিয়নের সাধারণ সম্পাদক অমিত বন্দ্যোপাধ্যায়। একই দাবি করেছে সংস্থার তৃণমূল সমর্থিত রোজ ভ্যালি ফিল্ড স্টাফ ইউনিয়ন এবং ইনটাকের রোজ ভ্যালি ওয়ার্কার্স ইউনিয়নও। সবকটি ইউনিয়ন সম্প্রতি যৌথ ভাবে ওই স্মারকলিপি তৈরি করেছে। অমিতবাবু বলেন, “ব্যবসা আনতে আমরা মাঠে নেমে কাজ করি। ঝুঁকি আমাদেরই নিতে হয়। নতুন প্রকল্প বাজারে ছাড়ার আগে যাতে আমাদের সঙ্গে আলোচনা করা হয়, সেই দাবিও কর্তৃপক্ষের কাছে করেছি।” ব্যাঙ্কের তুলনায় বেশি সুদ পাওয়ার লোভে বহু মানুষ তাঁদের কষ্টার্জিত অর্থ তথাকথিত ভুঁইফোঁড় সংস্থায় লগ্নি করছেন। কিন্তু তাদের টাকা তোলার পথ কতটা আইনসম্মত ও ভবিষ্যতে সংস্থাগুলির হাল কী দাঁড়াবে, তা নিয়ে সরকার-সহ বিভিন্ন মহলে সংশয় আছে। এগুলিকে নিয়ন্ত্রণ করতে উপযুক্ত আইন প্রণয়নের দাবিও করেছে রোজ ভ্যালির ইউনিয়নগুলি। উল্লেখ্য, এ ব্যাপারে একটি আইন রাজ্য বিধানসভায় পাশ হয়েছে ঠিকই। কিন্তু দীর্ঘ দিন ধরে সেটি রাষ্ট্রপতির অনুমোদনের অপেক্ষায়।

জেটের লন্ডন ‘স্লট’ কিনল এতিহাদ
জেট এয়ারওয়েজের শেয়ার কেনার দিকে আরও এক ধাপ এগোল এতিহাদ। লন্ডনের হিথরো বিমানবন্দরে জেট এয়ারের তিনটি উড়ান চালানোর নির্ধারিত সময় (স্লট) কিনে নেওয়ার কথা জানিয়েছে আবু ধাবি ভিত্তিক বহুজাতিকটি। মঙ্গলবার এক চুক্তি অনুযায়ী এ জন্য তারা ৭ কোটি ডলার দিয়েছে। এর পর আরও ৪০ কোটি দেওয়ার কথা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে খবর। তবে এতিহাদ ওই স্লট কিনলেও, সেখান থেকে বিমান চালাতে পারবে জেট এয়ার। এ দিকে, এই খবরে বম্বে স্টক এক্সচেঞ্জে ভারতীয় সংস্থাটির শেয়ার দর বেড়ে গিয়েছে প্রায় ২০%। দাঁড়িয়েছে ৫৩৪.৮৫ টাকায়।

পদোন্নতির দাবিতে
বেতন বৃদ্ধি-সহ নানা দাবিতে আন্দোলনে নামলেন সেন্ট্রাল এক্সাইজ গেজেটেড এগ্জিকিউটিভ অফিসাররা। চাকরি জীবনে ন্যূনতম ৪টি পদোন্নতি, ৩,৫০০টি প্রোমোশন পদ সৃষ্টি, বেতনক্রমে বৈষম্য দূর করা ইত্যাদির দাবিতে কেন্দ্রীয় উৎপাদন শুল্ক ও পরিষেবা কর দফতরের কর্মীরা চার বছর ধরে শান্তিপূর্ণ আন্দোলন চালালেও কোনও ফল মেলেনি বলে তাঁদের অভিযোগ। তাই জোরদার আন্দোলন শুরু করেছে অল ইন্ডিয়া অ্যাসোসিয়েশন অফ সেন্ট্রাল এক্সাইজ গেজেটেড এগ্জিকিউটিভ অফিসার্স। এতেও কাজ না-হলে, ৩০ এপ্রিল গণ পদত্যাগের সিদ্ধান্তও নেওয়া হয়েছে বলে জানান সংগঠনের প্রেসিডেন্ট তীর্থঙ্কর পাইন।

পাই পর্যটন
চার-চারটি অস্কার জিতে নেওয়া ‘লাইফ অফ পাই’ ছবিটির জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে চেন্নাইয়ে পর্যটক টানতে উদ্যোগী হল সরকার। সে জন্য ওই ছবিটির কলাকুশলীদের সংবর্ধনা জানানোর সিদ্ধান্ত নিয়েছে পুদুচেরি সরকার। তবে তারিখ এখনও ঠিক হয়নি। লাইফ অফ পাই ছবির জন্য শুটিং হয়েছিল পুদুচেরির শতক পুরনো বোটানিকাল গার্ডেনে, ত্রয়োদশ শতকে নির্মীত তিরুকামেশ্বর মন্দির এবং ১৩৬ বছর পুরনো একটি স্কুলে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.