|
|
|
|
জামাতের আর এক নেতার দণ্ড আজ, হরতালও
নিজস্ব সংবাদদাতা, ঢাকা: মৌলবাদীদের হরতালের ডাক, আর তা হেলায় উপেক্ষার আহ্বান। আগের দু’বারই
গোহারা
হেরেছে মৌলবাদীরা। বৃহস্পতিবারের বাংলাদেশ তাকিয়ে থাকবে এক যুদ্ধাপরাধীর বিচার শেষে আদালতের
রায়ের দিকে। ইনি দেলোয়ার হোসেন সাইদি, জামাতে ইসলামির অন্যতম শীর্ষ নেতা, আগের আমলের সাংসদ।
একাত্তরে খুন, নির্যাতন, ধর্ষণ, লুঠ, ধর্মান্তরকরণ-সহ ২০টি অভিযোগে তাঁর বিচার শেষ হয়েছে আন্তর্জাতিক
যুদ্ধাপরাধ আদালতে। কাল রায়। আগে ‘মিরপুরের কসাই’ নামে পরিচিত জামাত নেতা কাদের মোল্লাকে প্রায়
৩৫০টি খুনে দোষী সাব্যস্ত করলেও প্রাণদণ্ড দেয়নি আদালত। সব রাজাকারের ফাঁসির দাবিতে সূচনা হয়েছে
শাহবাগ স্কোয়ারের অবস্থান বিক্ষোভ, বাংলাদেশের আনাচে-কানাচে ছড়িয়ে পড়ে আজ যা ইতিহাস। |
|
|
|
|
|
|
|