মৌলবাদীদের হরতালের ডাক, আর তা হেলায় উপেক্ষার আহ্বান। আগের দু’বারই গোহারা হেরেছে মৌলবাদীরা। বৃহস্পতিবারের বাংলাদেশ তাকিয়ে থাকবে এক যুদ্ধাপরাধীর বিচার শেষে আদালতের রায়ের দিকে। ইনি দেলোয়ার হোসেন সাইদি, জামাতে ইসলামির অন্যতম শীর্ষ নেতা, আগের আমলের সাংসদ। একাত্তরে খুন, নির্যাতন, ধর্ষণ, লুঠ, ধর্মান্তরকরণ-সহ ২০টি অভিযোগে তাঁর বিচার শেষ হয়েছে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ আদালতে। কাল রায়। আগে ‘মিরপুরের কসাই’ নামে পরিচিত জামাত নেতা কাদের মোল্লাকে প্রায় ৩৫০টি খুনে দোষী সাব্যস্ত করলেও প্রাণদণ্ড দেয়নি আদালত। সব রাজাকারের ফাঁসির দাবিতে সূচনা হয়েছে শাহবাগ স্কোয়ারের অবস্থান বিক্ষোভ, বাংলাদেশের আনাচে-কানাচে ছড়িয়ে পড়ে আজ যা ইতিহাস।
নায়েবে আমির (কার্যনির্বাহী সভাপতি) দেলোয়ার হোসেন সাইদির মুক্তির দাবিতেই বাংলাদেশে হরতাল ডেকেছে জামাতে ইসলামি। আর আজই দেশের সব শহর-গ্রাম-জনপদে জমায়েত হয়ে এই রাজাকারের ফাঁসির দাবি জানিয়েছেন দেশের লক্ষ লক্ষ মানুষ। এ পর্যন্ত দুই রাজাকার নেতাকে দণ্ড দিয়েছে আন্তর্জাতিক আদালত। ফাঁসির রায় হয়েছে আবুল কালাম আজাদ, ওরফে বাচ্চু রাজাকারের। কিন্তু তিনি ফেরার। পুলিশের কাছে খবর, সীমান্ত পেরিয়ে প্রথমে নেপাল, পরে সেখান থেকে পাকিস্তানের একটি গোপন আড্ডায় পৌঁছে গা ঢাকা দিয়েছেন জামাতের এই সাবেক নেতা। তার পরে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে কাদের মোল্লাকে। সে দিনও তাদের এই নেতার মুক্তির দাবিতেই হরতালের ডাক দিয়েছিল জামাত। সারা দিন তাদের ভাঙচুরে ঢাকা যখন সন্ত্রস্ত, গোপনে হাতে হাত ধরছিলেন শ’তিনেক সাহসী যুবক-যুবতী। জামাতের উল্টো সুরে তারা স্লোগান তোলে, ‘কাদের মোল্লার ফাঁসি চাই, সব রাজাকারের বিচার চাই!’ টেলিভিশনে এই খবর প্রচারিত হতেই ধীরে ধীরে গোটা ঢাকা নেমে এল তাদের পাশে। বিক্ষোভ ছড়িয়ে পড়লো ঘরে ঘরে। ২১ দিন ধরে মারধর, ভাঙচুর, হরতাল ডেকেও আর কল্কে পাচ্ছে না জামাত ও তার সহযোগী মৌলবাদী দলগুলি।
সাইদির দণ্ড ঘোষণা কাল, এই ঘোষণার পরে এ দিনও হাজারো মানুষ জড়ো হন শাহবাগের প্রজন্ম চত্বরে। ইতিমধ্যে জামাতও ঘোষণা করেছে হরতালের। মিছিলে মিছিলে সে হরতাল বানচালের ডাক দিয়েছেন শাহবাগের তরুণেরা। জানিয়ে দিয়েছেন, প্রাণদণ্ডের চেয়ে কম শাস্তি হলে মেনে নেবে না বাংলাদেশ। সভার পরে আজ আরও বেশি মানুষ চত্বরে রাত কাটাতে থেকে যান। নিরাপত্তা জোরদার করা হয়েছে। মোতায়েন হয়েছে বিজিবি। ঢাকার একটি মসজিদ থেকে উস্কানিমূলক প্রচারপত্র-সব দুই পাকিস্তানি নাগরিককে পুলিশ আটক করেছে। আরও কয়েক জন বিদেশি পালিয়ে যায়। স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগির জানিয়েছেন, “পাকিস্তানের লস্কর-ই-তইবা ফের বাংলাদেশে তৎপর হয়েছে। সরকারের কাছে এ বিষয়ে নির্দিষ্ট কিছু তথ্যপ্রমাণ এসেছে।”
|
মাত্র কয়েক ঘণ্টা পরেই আর ‘পোপ’ থাকবেন না তিনি। ৬০০ বছরের ইতিহাসে এই প্রথম কোনও পোপ ইস্তফা দিচ্ছেন তাঁর পদ থেকে। বুধবার তা-ই তাঁকে বিদায় জানাতে সেন্ট পিটার্স স্কোয়ারে জড়ো হয়েছিলেন অন্তত দেড় লক্ষ মানুষ। সেই অনুগামীদের উদ্দেশে এ দিন শেষ বার বক্তৃতা দিলেন পোপ ষোড়শ বেনেডিক্ট। প্রথমেই জানালেন, রোমান ক্যাথলিক চার্চের ভাল-র জন্যই এই কঠিন সিদ্ধান্ত নিতে নিয়েছেন। বললেন, বহু পুরনো অভিজ্ঞতার কথা। কিছু ভাল। আবার এমন কিছু সময়, যখন মনে হতো ‘ঈশ্বর বুঝি নিদ্রা গিয়েছেন।’ তবে এখন তিনি এতটাই বৃদ্ধ এবং দুর্বল, যে এই গুরুভার আর বইতে পারছেন না। বৃহস্পতিবার তিনি ইস্তফা দেওয়ার পরে পরবর্তী পোপ নির্বাচন করবেন কার্ডিনালরা। |