l
Bengali Magazines
l
Puja Barshiki Magazines
l
Bengali Movies
l
Bengali Food Recipes
l
Bangla Blogs
l
Bengali Online Radio
l
Sicily Villas
l
Registrar nombre del dominio
l
Domain Registration
আজকের শিরোনাম
• সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী
• যাদবপুরে আক্রান্ত সাংবাদিক
• মালদায় আক্রান্ত প্রাক্তন মন্ত্রী
বিস্তারিত...
Content on this page requires a newer version of Adobe Flash Player.
তড়িঘড়ি থানায় ফিরতে গিয়ে দুর্ঘটনায় মৃত আইসি
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর
পথ-দুর্ঘটনায় মৃত্যু হল পশ্চিম মেদিনীপুরের শালবনি থানার আইসি সাব্বির হোসেনের (৪৪)। রবিবার গভীর রাতে গড়বেতা থানা এলাকার আড়াবাড়ির জঙ্গলের মাঝে একটি লরির সঙ্গে তাঁর গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। সাব্বির নিজেই গাড়ি চালাচ্ছিলেন। দুর্ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গিয়েছে, আইসি-র শ্যালক শেখ মইদুলের বিয়ে ঠিক হয়েছে মার্চের গোড়ায়। বিয়ের কেনাকাটার জন্য রবিবার সন্ধ্যায় স্ত্রী রশিদা বেগমকে নিয়ে বেরিয়েছিলেন আইসি। রশিদা ঘাটাল হাসপাতালের সহকারী সুপার। রাতে সেখানেই ছিলেন তাঁরা। হঠাৎই রাতে কারও ফোন পেয়ে তড়িঘড়ি থানার উদ্দেশে বেরিয়ে পড়েন তিনি। পারিবারিক সূত্রের বক্তব্য, ফোনটি এসেছিল জেলার এক পদস্থ পুলিশকর্তার কাছ থেকে।
বিস্তারিত...
পাড়ার ‘কাকুদের’ নৃশংস মারে ক্ষতবিক্ষত বালক
নিজস্ব সংবাদদাতা • কলকাতা
পরিচিত কয়েক জন ‘কাকু’ তাদের ফুটবল কেড়ে নেওয়ায় প্রতিবাদ করেছিল বারো বছরের ছেলেটি। অভিযোগ, সেই ‘অপরাধে’ তাকে বেধড়ক মারধর করে, শরীরের বিভিন্ন অংশ গরম লোহার রড দিয়ে ঝলসে দিল ওই ‘কাকু’রা। আশঙ্কাজনক অবস্থায় সে এখন হাওড়া জেলা হাসপাতালে চিকিৎসাধীন। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে হাওড়া ময়দান এলাকায়। পাশাপাশি, এই অমানবিক ঘটনায় হাওড়া সিটি পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। স্থানীয় সূত্রে খবর, বেলা ১১টায় হাওড়া থানায় অভিযোগ দায়ের হলেও সন্ধ্যা পর্যন্ত অভিযুক্তদের গ্রেফতার করা তো দূরে থাক, এলাকায় গিয়ে কাউকে জিজ্ঞাসাবাদ পর্যন্ত করেনি পুলিশ। তবে, এ দিন সন্ধ্যায় বিষয়টি জানাজানি হতেই নড়েচড়ে বসেন হাওড়া সিটি পুলিশের কর্তারা। তড়িঘড়ি তাঁরা তদন্ত শুরু করে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেন হাওড়া থানাকে।
বিস্তারিত...
পিটিয়ে খুন নিয়ে রাজনীতি
নয়, সাজা চান নিহতের দাদা
নিজস্ব সংবাদদাতা • এগরা
গণধর্ষণের চেষ্টায় অভিযুক্ত দুই যুবককে পিটিয়ে খুনের ঘটনাকে ঘিরে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে এগরায়। যদিও গণপিটুনির অভিযোগকারী নিহতের পরিবার এই ঘটনায় রাজনীতি না করে দোষীদের সাজা দাবি করেছে। শনিবার রাতে পূর্ব মেদিনীপুরের এগরা থানার দুবদা গ্রামে এক বধূকে গণধর্ষণের চেষ্টা ও শ্লীলতাহানির অভিযোগে স্নেহময় বর ও শিবু জানাকে পিটিয়ে মারা হয়। নিহতেরা তৃণমূল সমর্থক বলেই এলাকায় পরিচিত। ‘নির্যাতিতা’ বধূ ও তাঁর স্বামী সিপিএমের দলীয় সদস্য। গ্রামের বহু লোক গণপিটুনিতে জড়িত থাকলেও ‘বেছে-বেছে’ দলীয় কর্মী-সমর্থকদের নামে অভিযোগ হয়েছে বলে দাবি সিপিএমের। পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক মামুদ হোসেনের অবশ্য দাবি, “সিপিএম তাদের জমানায় পুলিশকে প্রভাবিত করত বলে এখন আমাদের সম্পর্কেও অমূলক আশঙ্কা করছে।”
বিস্তারিত...
আবাসিক স্কুলছাত্রীর মৃত্যু নিয়ে ধোঁয়াশা
নিজস্ব সংবাদদাতা • কলকাতা
বারাসতের এক স্কুলছাত্রীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল সোমবার। তানিশা আলি (১৭) নামে একাদশ শ্রেণির ওই ছাত্রীর পরিবারের অভিযোগ, এ দিন দুপুরে স্কুলের তরফে জানানো হয় তানিশা হস্টেলের সিঁড়ি থেকে পড়ে মারাত্মক জখম হয়েছে। কিন্তু কী ভাবে সে পড়ে গেল, তানিশার মৃত্যুর পর সে ব্যাপারে স্কুল কর্তৃপক্ষ কোনও সদুত্তর দিচ্ছেন না। বরং অসহযোগিতা করা হচ্ছে। স্কুলের তরফে জানানো হয়েছে, এ বিষয়ে কিছু বলার থাকলে তা পুলিশকেই জানানো হবে। পুলিশ জানিয়েছে, ওই ছাত্রীর মুখের বাঁ দিকটি গুরুতর জখম হয়েছিল। রক্ত জমাট বেঁধে গিয়েছিল চোখের তলায়, ঘাড়েও আঘাতের চিহ্ন ছিল। অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে তদন্ত শুরু হয়েছে। তানিশার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। বারাসত থানা এলাকার লাঙলপোতার একটি ইংরেজি মাধ্যম স্কুলে পড়ত বহরমপুরের বাসিন্দা তানিশা। গত বছরই সে মাধ্যমিক পাশ করে ওই স্কুলে কলা বিভাগে ভর্তি হয়। স্কুলের হস্টেলেই থাকত তানিশা।
বিস্তারিত...
সমর্থন-বিরোধিতার কাজিয়া চলল দিনভর
নিজস্ব প্রতিবেদন
সিটু-আইএনটিইউসি-সহ ১১টি ট্রেড ইউনিয়নের ডাকা দেশ জোড়া শিল্প ধর্মঘটের প্রাক্কালেই সিপিএম-তৃণমূল কংগ্রেসের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটল উত্তরবঙ্গে। সোমবার সন্ধ্যায় ধর্মঘটকে কেন্দ্র করে কোচবিহার জেলার মেখলিগঞ্জে ঘটনাটি ঘটেছে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন জখম হন। মাথা ফেটে জখম হন তৃণমূলের ব্লক সভাপতি লক্ষ্মীকান্ত সরকার। পুলিশ গিয়ে পরিস্থিতি আয়ত্বে আনলেও এলাকায় উত্তেজনা রয়েছে। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব অবশ্য বলেছেন, “জনজীবন স্তব্ধ করার চেষ্টা মানুষ বরদাস্ত করবেন না। গোলমাল পাকাতে প্ররোচনা তৈরির চেষ্টা হতে পারে। মানুষ তা রুখবেন।” এদিন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিদের বৈঠক করে দোকানপাট খোলা রাখার ব্যাপারে সবরকম সাহায্য করার আশ্বাস দেন। প্রশাসনিক সূত্রের খবর, ধর্মঘট নিয়ে পাহাড় ও তরাই-ডুয়ার্সেও গোলমালের আশঙ্কায় প্রতিটি এলাকায় বাড়তি পুলিশ বাহিনী পাঠানো হয়েছে।
বিস্তারিত...
আদালতে আত্মসমর্পণ সিপিএম বিধায়কের
নিজস্ব সংবাদদাতা • খাতড়া
এক তৃণমূল কর্মীকে খুনের ঘটনায় অভিযুক্ত তালড্যাংরার সিপিএম বিধায়ক মনোরঞ্জন পাত্র সোমবার খাতড়া আদালতে আত্মসমর্পণ করলেন। খাতড়ার এসিজেএম তাঁকে ১২ দিন জেল হেফাজতে রাখার নির্দেশ দেন। আগামী ৯ মার্চ ফের বিধায়ককে খাতড়া আদালতে হাজির করানো হবে। বাঁকুড়ার পুলিশ সুপার প্রণব কুমার বলেন, “তালড্যাংরার বিধায়ক মনোরঞ্জন পাত্রের আত্মসমর্পণের খবর আগাম জানা ছিল না। সব দিক বিবেচনা করে তদন্তের স্বার্থে হেফাজতে নেওয়ার বিষয়টি ভাবা হবে।” পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০১০ সালের ২৯ জুন তালড্যাংরা থানার রাজপুর গ্রামে সিপিএম-তৃণমূল সংঘর্ষ বাধে। গুলিতে নিহত হন প্রৌঢ় তৃণমূল কর্মী মদন খাঁ। জখম হন তাঁর এক ছেলে। পর দিন নিহতের ছেলে ইসমাইল খাঁ তালড্যাংরা থানায় সিপিএমের জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য মনোরঞ্জন পাত্র, তাঁর ভাই জিতেন পাত্র-সহ ২২ জনের নামে খুনের অভিযোগ দায়ের করেন।
বিস্তারিত...
হলদিয়া ‘সচল’ রাখাই চ্যালেঞ্জ তৃণমূলের
নিজস্ব সংবাদদাতা • তমলুক ও হলদিয়া
বামপন্থীদের ডাকা ধর্মঘটে বছরের পর বছর তাঁর নেতৃত্বেই প্রায় ‘অচল’ হয়ে যেত হলদিয়া শিল্পাঞ্চল তথা পূর্ব মেদিনীপুর জেলার অধিকাংশ এলাকা। আজ, মঙ্গলবার বামপন্থী ট্রেড ইউনিয়নগুলির ডাকা সাধারণ ধর্মঘটের সমর্থনে জেলার সেই ‘দোর্দণ্ডপ্রতাপ’ সিপিএম নেতা লক্ষ্মণ শেঠের উপস্থিতি শুধু পোস্টারে! নন্দীগ্রাম নিখোঁজ-কাণ্ডে গ্রেফতার এড়াতে আত্মগোপন করেছেন তিনি। লক্ষ্মণবাবুর অনুপস্থিতিতে বামেদের ধর্মঘটে হলদিয়া শিল্পাঞ্চলে সাড়া পড়ে কি না, তা নিয়ে কৌতূহল রয়েছে রাজনৈতিক ও শিল্প-মহলে। সম্প্রতি সিপিএমের রাজ্য কমিটি থেকে বাদ পড়ায় এমনিতে দলের মধ্যে লক্ষ্মণবাবুর প্রভাব খর্ব হয়েছে বলে দাবি বিরোধী-শিবিরের। যদিও সিটুর জেলা সম্পাদক হিসাবে এখনও রয়েছেন তিনি। কিন্তু হলদিয়া শিল্পাঞ্চলে শ্রমিকদের উপর তাঁর নিয়ন্ত্রণ আর রয়েছে কি না, তা এখন প্রমাণ করার সুযোগ নেই। একদা ‘হলদিয়াপতি’র এই অনুপস্থিতির সুযোগেই হলদিয়া শিল্পাঞ্চলে নিজেদের ক্ষমতা প্রমাণ করতে মরিয়া শাসক তৃণমূল।
বিস্তারিত...
প্রথম সংস্করণ
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
ব্যবসা
খেলা
স্বাস্থ্য
জীবজগৎ
সম্পাদকীয়
জেলা
উত্তরবঙ্গ
দ্রুত চার্জশিট দিতে
উদ্যোগী জেলা পুলিশ
নবীকরণের নয়া
নির্দেশে সমস্যা
দক্ষিণবঙ্গ
একই রাস্তায় তিনটি দুর্ঘটনা, জনতার ইটে জখম ৪ পুলিশ
প্রৌঢ়কে খুনের চেষ্টা,
অভিযুক্ত বন্ধু
বর্ধমান
‘ধর্ষিতা’র পাশে দাঁড়িয়েছে
পরিবার, গোটা গ্রামও
পুরুষোত্তমপুরে ধৃতদের
জামিন, টহল দিচ্ছে পুলিশ
পুরুলিয়া
বৃদ্ধ-বৃদ্ধাকে ঘরে
ফেরাল প্রশাসন
গ্রাম্য বিবাদে বাস বন্ধ,
বিপাকে পরীক্ষার্থীরা
মুর্শিদাবাদ
সোনাপট্টিতে ছিনতাই,
উত্তাল খাগড়া
বাজি বানাতে গিয়ে
বিস্ফোরণে মৃত্যু
মেদিনীপুর
জমিদাতাদের চাকরি দিতে
প্রশিক্ষণ কেন্দ্র জিন্দলদের
ধর্মঘট নিয়ে উভয়পক্ষের
মেজাজ-মর্জিতে
উদ্বেগ শহরে
কলকাতা
৩২.৮/১৮.৭
আজকের দিনে
•
জাতীয় বিজ্ঞান দিবস
•১৯৪২:
ইতালীয় ফুটবলার
দিনো জফের জন্ম।
সাপ্তাহিক ক্রোড়পত্র
পাক্ষিক
আজকের জন্য
প্রতি মাসের ১ ও ১৫ তারিখ
কলকাতার কথকতা নিয়ে
First Page
|
Calcutta
|
State
|
Uttarbanga
|
Dakshinbanga
|
Bardhaman
|
Purulia
|
Murshidabad
|
Medinipur
National
|
Foreign
|
Business
|
Sports
|
Health
|
Environment
|
Editorial
|
Today
Crossword
|
Comics
|
Feedback
|
Archives
|
About Us
|
Advertisement Rates
|
Font Problem
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.