আজকের শিরোনাম
সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী
বনধ-অবরোধের রাজনীতি বর্জন করার উদ্যোগে মহাকরণে সাংবাদিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ‘কর্মনাশা’ বনধরাজনীতি রুখতে তিনি ও তার দল যে কতটা ‘আন্তরিক’ তা বার বার বুঝিয়ে দেন তিনি। রাজ্যে সকল স্তরে সরকারি কর্মচারিদের উপস্থিতি নিয়ে গর্বিত মুখ্যমন্ত্রী বলেন সকল সরকারি পরিষেবা তথা রেল, ট্রাম-সহ সরকারি বাসে বনধের কোনও প্রভাব পরেনি। শুধু তাই নয় রাজ্য জুড়ে বনধ সমর্থনে সাড়া মেলেনি জনসাধারণের মধ্যে। সরকারি ও প্রশাসনিক সহায়তায় বনধ ব্যর্থ, দাবি মুখ্যমন্ত্রীর। ভাঙচুর ও গণ্ডোগোলের মতো বিক্ষিপ্ত ঘটনায় অভিযুক্তদের ক্ষেত্রে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। রাজ্যে বাড়তে থাকা ধর্ষণের ঘটনার পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রীর জবাব ‘সব সাজানো’। বনধ বাংলার ভবিষ্যত্ নয়, বনধ করে রাজনীতির অস্তিত্ব প্রমান করা যায় না বলে মনে করেন তিনি।

যাদবপুরে আক্রান্ত সাংবাদিক
আজ সকাল ৯-৪০ নাগাদ সিপিএমের যাদবপুর জোনাল অফিস ভাঙচুর করতে আসে এক দল দুষ্কৃতি,অভিযোগ তৃণমূলের দিকে। এই ঘটনায় খবর সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত হন সংবাদমাধ্যমের প্রতিনিধি। গোটা ঘটনায় প্রশ্ন উঠেছে পুলিশের ভূমিকা নিয়ে, ঘটনাস্থলে পর্যাপ্ত পুলিশকর্মী থাকলেও আক্রান্ত সাংবাদিকের সাহায্যে তারা এগিয়ে আসেনি বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। পুলিশের সামনেই তাঁকে বেধড়ক মারধোর করা হয়, এমনকী তাঁকে হুমকিও দেওয়া হয়। এই ঘটনায় তিন জনকে গ্রেফতার করা হয়। যদিও তাদের বিরুদ্ধে এখনও পর্যন্ত কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।

উত্তপ্ত রাজারহাট
স্কুল খোলাকে কেন্দ্র করে রণক্ষেত্র হয়ে উঠল রাজারহাট। স্থানীয় একটি স্কুল খোলায় বনধ সমর্থনকারীরা সেখানে জড়ো হয় এবং স্কুল বন্ধ করার নির্দেশ দেয়। নির্দেশ অগ্রাহ্য করলে বনধ সমর্থনকারীরা স্কুলে তালা দিয়ে দেয় এবং শিক্ষক-শিক্ষিকাদের স্কুল থেকে বের করে দেয়। ঘটনাস্থলে তৃণমূল কর্মীরা জড়ো হয় এবং দুপক্ষের মধ্যে বচসা শুরু হয়। খবর পেয়ে রাজারহাটের বিধায়ক সব্যসাচী দত্ত ও পুরসভার চেয়ারম্যান তাপস চট্টোপাধ্যায় ঘটনা স্থলে পৌঁছন। পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে, দু পক্ষের মধ্যেই সংঘর্ষ বেধে যায়, চলে গুলি, বোমা। জখম হয়েছে বেশ কিছু লোক। এই সময় তৃণমূল সমর্থক সব্যসাচী দত্তের নিরাপত্তা রক্ষীর রিভলবার ছিনতাই হয়ে যায়। এখনও পর্যন্ত রিভলবারটির কোনও হদিশ মেলেনি। ঘটনাস্থলে মোতায়েন বিশাল পুলিশ বাহিনী। গোটা এলাকা থমথমে হলেও পরিস্থিতি মেটামুটি নিয়ন্ত্রণে।

মালদায় আক্রান্ত প্রাক্তন মন্ত্রী
মালদায় ধর্মঘটের সমর্থনে রাস্তায় নেমে আক্রান্ত হলেন প্রাক্তন মন্ত্রী শ্রীকুমার মুখোপাধ্যায়। অভিযোগের তীর তৃণমূল কর্মীদের দিকে।

বাস ভাঙচুর
জোর করে বনধ সফলের চেষ্টায় জলপাইগুড়িতে বাস ভাঙচুর করেন সিপিএম সমর্থকেরা। জলপাইগুড়ি বাসডিপোতে তিনটি বাসে ভাঙচুর চালানো হয়। এই ঘটনায় কেউ গ্রেফতার হয়নি।

মহম্মদবাজারে পুলিশি লাঠিচার্জ
মহম্মদবাজারে বনধের সমর্থনে আদিবাসীরা মিছিল করে। ঘটনাস্থলে ব্যাপক লাঠিচার্জ করে পুলিশ। আহত ছয় আদিবাসী।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.