|
|
|
|
জনজীবনে ‘বাধা’ শক্ত হাতে
রুখতে তৈরি কলকাতা পুলিশ |
নিজস্ব সংবাদদাতা: নতুন সরকারের আমলে প্রথম বন্ধ। তাই বন্ধের শহরে আইনশৃঙ্খলা নিয়ে বাড়তি সতর্ক কলকাতা পুলিশও। পুলিশ সূত্রের খবর, বন্ধের দিন শহরের আইনশৃঙ্খলা রক্ষা নিয়ে গত শনিবার আলিপুরের বডিগার্ড লাইন্সে সব থানার ওসি-সহ বিভিন্ন অফিসারদের নিয়ে বৈঠক করেন লালবাজারের কর্তারা। এক পুলিশ অফিসার জানান, আজ, মঙ্গলবার শহরের বিভিন্ন জায়গায় আইনশৃঙ্খলা রক্ষা এবং স্বাভাবিক যান চলাচল বজায় রাখতে পুলিশকে অন্যান্য বারের তুলনায় একটু বেশি মাত্রায় তৎপর থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। এর জন্য ১০ হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন করা হচ্ছে। |
|
নিজস্ব সংবাদদাতা: রাস্তার প্রতিটি গুরুত্বপূর্ণ মোড়ে পুলিশ মোতায়েন, সেই সঙ্গে দুই মোড়ের সংযোগকারী রাস্তায় পুলিশি টহলদারি। বন্ধের দিন এ ভাবেই বিধাননগর কমিশনারেট এলাকা নিরাপত্তায় মুড়ে ফেলতে চাইছে পুলিশ। বিশেষ গুরুত্ব থাকছে বিমানবন্দর, সল্টলেক, সেক্টর ফাইভ ও নিউ টাউনের অফিসপাড়ায়। পুলিশ জানায়, বিধাননগর কমিশনারেটের ন’টি থানা এলাকার গুরুত্বপূর্ণ রাস্তা যেমন যশোহর রোড, ভিআইপি রোড, রাজারহাট এক্সপ্রেসওয়ে, সল্টলেক ও পাঁচ নম্বর সেক্টরমুখী রাস্তার বিভিন্ন মোড়ে অতিরিক্ত পুলিশ থাকবে সকাল থেকেই। |
তথ্যতালুক থেকে বিমানবন্দর,
‘পাশে’ থাকবে পুলিশ |
|
টুকরো খবর |
|
|
|
|
|
|
|
|
|