তথ্যতালুক থেকে বিমানবন্দর, ‘পাশে’ থাকবে পুলিশ
রাস্তার প্রতিটি গুরুত্বপূর্ণ মোড়ে পুলিশ মোতায়েন, সেই সঙ্গে দুই মোড়ের সংযোগকারী রাস্তায় পুলিশি টহলদারি। বন্ধের দিন এ ভাবেই বিধাননগর কমিশনারেট এলাকা নিরাপত্তায় মুড়ে ফেলতে চাইছে পুলিশ। বিশেষ গুরুত্ব থাকছে বিমানবন্দর, সল্টলেক, সেক্টর ফাইভ ও নিউ টাউনের অফিসপাড়ায়।
পুলিশ জানায়, বিধাননগর কমিশনারেটের ন’টি থানা এলাকার গুরুত্বপূর্ণ রাস্তা যেমন যশোহর রোড, ভিআইপি রোড, রাজারহাট এক্সপ্রেসওয়ে, সল্টলেক ও পাঁচ নম্বর সেক্টরমুখী রাস্তার বিভিন্ন মোড়ে অতিরিক্ত পুলিশ থাকবে সকাল থেকেই। ডেপুটি পুলিশ কমিশনার (সদর) সুব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, “প্রয়োজনীয় সব ব্যবস্থাই করা হয়েছে। কেউ অসুবিধায় পড়ে আমাদের জানালে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে।” তিনি আরও জানান, বিমানবন্দরের যাত্রীদের প্রয়োজনে ‘এসকর্ট’ করে গন্তব্যস্থলে নিয়ে যাওয়া হবে। একই ব্যবস্থা থাকছে পাঁচ নম্বর সেক্টরের আইটি কর্মীদের জন্যও। কলকাতা পুলিশ, রাজ্য পুলিশের সঙ্গে সমন্বয় করেই সংযোগকারী এলাকাগুলোতে নজরদারি বাড়াতে চান বিধাননগর কমিশনারেটের আধিকারিকেরা। খোলা হয়েছে কন্ট্রোল রুম। এ ছাড়া থাকছে ১০০ ডায়ালের ব্যবস্থা।
অন্যান্য বন্ধের মতো এ বারও পরিষেবা স্বাভাবিক রাখতে নির্ধারিত সময়ের অনেক আগেই কর্মীদের গাড়ি করে নিয়ে আসার ব্যবস্থা করেছে তথ্যপ্রযুক্তি সংস্থাগুলি। জরুরি পরিষেবার ক্ষেত্রে সোমবার রাত থেকে অফিসে, বিভিন্ন গেস্ট হাউসে কর্মীদের রাখা হবে। পাঁচ নম্বর সেক্টরে ন্যাসকমের পূর্বাঞ্চলের অধিকর্তা সুপর্ণ মৈত্র বলেন, “পরিবহণ পরিষেবা স্বাভাবিক রাখা ও সুরক্ষার পর্যাপ্ত ব্যবস্থার আশ্বাস দিয়েছে রাজ্য। সমস্ত তথ্যপ্রযুক্তি সংস্থাকে পরিষেবা স্বাভাবিক রাখতে আহ্বান জানিয়েছি। আশা করছি এ ভাবে কড়া বার্তা দেবে পাঁচ নম্বর সেক্টর।”
সেক্টর ফাইভ ইন্ডাস্ট্রিজ ফোরামের সহ-সভাপতি কল্যাণ করও জানান, বিপিও সংস্থায় জরুরি পরিষেবা বন্ধ করা যায় না। সফটওয়্যার সংস্থাগুলিরও এমন কিছু বিষয় থাকে। তাই সেই কর্মীদের বনধের নির্ধারিত সময়ের আগে আনা হবে। যারা অনেক দূরে থাকেন, তাঁরা আসতে না পারলে পরবর্তী ছুটির দিনে কাজ করে পুষিয়ে দেওয়া হবে। কল্যাণবাবু বলেন, “আশা করছি উপস্থিতির হার ভালই থাকবে।” তবে অনেকের আশঙ্কা, ভাড়ার গাড়ি না এলে শিল্পতালুকের পরিষেবায় বিঘ্নিত হতে পারে।
বন্ধের দিন বিমানবন্দর ও কলকাতাগামী যাত্রীরা অনেকে রাজারহাট এক্সপ্রেসওয়ে ব্যবহার করেন। তাই বাইপাস-রাজারহাট এক্সপ্রেসওয়ে থেকে শুরু করে ভিআইপি রোডের কৈখালি পর্যন্ত অংশে টহলদারি বাড়বে। এই অংশের মধ্যেই নিউটাউন অফিসপাড়া ও পাঁচ নম্বর সেক্টরে অতিরিক্ত পুলিশ মোতায়েন হবে। থাকবেন ‘হেভি রেডিও ফ্লাইং স্কোয়াডের’ কর্মীরা। আশপাশে মোটরবাইক ও সাইকেলে টহল দেবে পুলিশ। এ ছাড়া, সিটি সেন্টার থেকে করুণাময়ী পর্যন্ত বিভিন্ন সরকারি অফিস চত্বরে অতিরিক্ত পুলিশের পাশাপাশি টহলদারি চলবে। পাঁচ নম্বর সেক্টরে যাতায়াতে সমস্যা এড়াতে বেলেঘাটা-বাইপাস মোড়, উল্টোডাঙা স্টেশন এবং রাজারহাট-নিউ টাউন মোড়ে থাকবে পুলিশি নজরদারি।
 
 
 


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.