‘দুর্গম’ অঞ্চলের স্থায়ী
সংজ্ঞা হতে পারে না,
হাইকোর্টে জানাল রাজ্য |
নিজস্ব সংবাদদাতা, কলকাতা: স্নাতকোত্তর শ্রেণিতে ভর্তির পরীক্ষায় দুর্গম ও উপদ্রুত অঞ্চলের হাসপাতালের চিকিৎসকদের বাড়তি ৩০ শতাংশ নম্বর দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। ‘দুর্গম’ ও ‘পিছিয়ে পড়া’ অঞ্চল বলতে কী বোঝায়? কলকাতা হাইকোর্টের এই প্রশ্নের উত্তরে রাজ্য সরকারের জিপি অশোক বন্দ্যোপাধ্যায় সোমবার বলেন, কোনও এলাকা স্থায়ী ভাবে পিছিয়ে পড়া বা দুর্গম থাকে না। আজ যা দুর্গম, কাল তা সুগম হয়ে যেতে পারে। আজ যেখানে যাতায়াত করা কষ্টসাধ্য, কাল সেখানে যাতায়াত সহজ হয়ে যেতে পারে। |
|
নিজস্ব সংবাদদাতা, কলকাতা:এসএসকেএম হাসপাতালের সুপারের কোয়ার্টার ঝাড়পোঁছ হয়েছে সোমবার। সৌজন্য, মঙ্গলবারের ধর্মঘট। হাসপাতাল সূত্রের খবর, সুপার প্রভাস চক্রবর্তী হাসপাতালের কোয়ার্টারে থাকেন না। তাই সেটি তালাবন্ধ থাকে। সোমবার সেই তালা খুলে পরিষ্কার করা হয়েছে সুপারের কোয়ার্টার। এ দিন রাতে সেখানেই থাকেন হাসপাতালের বেশ কিছু চিকিৎসক ও চিকিৎসাকর্মী। ধর্মঘটের দিন সকালে হাসপাতালে আসার ঝক্কি এড়াতেই এই ব্যবস্থা। |
সুপারের আবাস, মেসে
রাত্রিবাস চিকিৎসকদের |
|
স্বাস্থ্যকেন্দ্র ‘রেফার’ করার আধ ঘণ্টার মধ্যেই প্রসব |
|
নিজস্ব সংবাদদাতা, রঘুনাথগঞ্জ: স্বাস্থ্যকেন্দ্র থেকে আসন্নপ্রসবা এক মহিলাকে ‘রেফার’ করে দেওয়া হয়েছিল জেলা হাসপাতালে। আর তার আধ ঘণ্টার মধ্যেই সোমবার সকালে মুর্শিদাবাদের সাগরদিঘি রেল স্টেশনের প্ল্যাটফর্মে সন্তানের জন্ম দিলেন করিমা বিবি নামে সেই মহিলা। সেই খবর পাওয়ার পরে ওই স্বাস্থ্যকেন্দ্র থেকে অ্যাম্বুল্যান্স পাঠিয়ে সাগরদিঘির মেঘা গ্রামের বাসিন্দা করিমা বিবি ও তাঁর সদ্যোজাত সন্তানকে নিয়ে আসা হয়। তাঁরা দু’জনেই সুস্থ রয়েছেন। |
|
অস্ত্রোপচারের মাধ্যমে
প্রসব চালু হচ্ছে বাগনান
গ্রামীণ হাসপাতালে |
জেলার চারটি
হাসপাতালে এ বার
রোগী সহায়তাকেন্দ্র |
|
তদন্ত, পদে অব্যাহতি
চান হাসপাতাল সুপার |
|
|
টুকরো খবর |
|
|