১ নিজের সম্পর্কে হীনতাবোধ।
৪ এর সাহায্যে দূরের সবাক দৃশ্য দেখা যায়।
৭ এ ভাবে জীবন কাটানো ঠিক নয়।
৯ সমন্বিত, মিশ্র।
১০ নগরের ভারপ্রাপ্ত সরকারি বা
বেসরকারি কর্মচারী।
১১ রাষ্ট্রের অধ্যক্ষ।
১৩ দুঃখ যে হরণ করে।
১৫ তপস্যা করে এমন।
১৬ সবুজ বর্ণ।
১৭ উপযুক্ততা, শোভন।
১৯ ‘বারি যাচে রে...।’
২১ ‘নূতন ধান্যে হবে...।’
২২ যা প্রার্থনা করা হয়েছে।
২৩ তিল থেকে তেল বের করার
পর যা থাকে।
২৪ শয়নকারীর শীর্ষদেশ।
২৫ নিন্দা, তিরস্কার।
২৬ ক্রয়ের সঙ্গে সঙ্গে মূল্য
পরিশোধের রীতি।
২৭ জাহাজের ক্যাপ্টেন।
২৮ সুগন্ধী শাকবিশেষ।
৩০ অন্যায়ের বিরুদ্ধে লড়াই।
৩২ শাস্ত্রোক্ত জল যা থেকে জীবের
উৎপত্তি বলে মনে করা হয়।
৩৪ দূরত্ব।
৩৫ নবাবের পুত্র।
৩৭ আহ্বানসূচক।
৩৯ নম্বর দেওয়া হয়েছে।
৪০ খোঁজখবর নেওয়া।
৪১ সম্পর্কশূন্য। |
|
১ এই রাজার কথা সত্যজিতের
চলচ্চিত্রে।
২ জমিদারির অংশ।
৩ গ্রহ তারা ইত্যাদি জ্যোতিষ্কপুঞ্জ।
৪ বিচক্ষণতা।
৫ দাঁত।
৬ শহুরে সুযোগ-সুবিধা সৃষ্টি।
৭ সুবিবেচনা বা পাণ্ডিত্য।
৮ আর্থিক সচ্ছলতাযুক্ত।
১১ ঈশ্বরের বাণীবাহক।
১২ উদারহৃদয়।
১৪ লাঙল দিয়ে জমি চাষ।
১৭ মত্ত হওয়া।
১৮ আলংকারিক অর্থে নিখুঁত
ও সুস্পষ্ট জ্ঞান।
২০ সুচ-সুতো দিয়ে কাপড়ে
নকশা তোলা।
২১ শ্রেষ্ঠ মানুষ।
২৫ দায়ে পড়ে পুণ্যকর্ম।
২৯ গুণের ধারা তালিকা।
৩১ রূপের বিচার।
৩২ কাজের জন্য।
৩৩ লতাপাতার তৈরি ঘর।
৩৪ তার বা বেতারযন্ত্রের সাহায্যে
কথাবার্তার সরঞ্জাম।
৩৬ অসুর বা দৈত্য।
৩৭ ভয় বা শঙ্কা।
৩৮ তর্ক, বাদানুবাদ। |