উত্তরবঙ্গ |
সমর্থন-বিরোধিতার কাজিয়া চলল দিনভর |
|
নিজস্ব প্রতিবেদন: সিটু-আইএনটিইউসি-সহ ১১টি ট্রেড ইউনিয়নের ডাকা দেশ জোড়া শিল্প ধর্মঘটের প্রাক্কালেই সিপিএম-তৃণমূল কংগ্রেসের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটল উত্তরবঙ্গে। সোমবার সন্ধ্যায় ধর্মঘটকে কেন্দ্র করে কোচবিহার জেলার মেখলিগঞ্জে ঘটনাটি ঘটেছে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন জখম হন। মাথা ফেটে জখম হন তৃণমূলের ব্লক সভাপতি লক্ষ্মীকান্ত সরকার। পুলিশ গিয়ে পরিস্থিতি আয়ত্বে আনলেও এলাকায় উত্তেজনা রয়েছে। |
|
কিশোর সাহা, শিলিগুড়ি: তিন দিনের দার্জিলিং সফরে কাল, বুধবার আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা পুলিশ সূত্রের খবর, সে কথা ‘মাথায় রেখে’ উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের আর্থিক দুর্নীতি মামলায় তাড়াতাড়ি চার্জশিট দিতে চাইছে দার্জিলিং জেলা পুলিশ। কারণ, গত ফেব্রুয়ারিতে শিলিগুড়ি সফরের সময়ে বিষয়টি জেনে উদ্বেগ প্রকাশ করে দ্রুত যথাযথ ব্যবস্থা নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। সেই মতো মুখ্যমন্ত্রীর সচিবালয়ের উদ্যোগে আইনমন্ত্রীর দফতর থেকে সবুজ সঙ্কেতও দেওয়া হয়। |
দ্রুত চার্জশিট দিতে
উদ্যোগী জেলা পুলিশ |
|
ভাটা বন্ধে নড়ে বসছে প্রশাসন |
|
ফের কলেজে
ঘেরাও অধ্যক্ষ |
|
|
শহরে চলবে নয়া যানবিধি |
|
মিড ডে মিলে বাসি খাবার, স্কুলে বিক্ষোভ |
|
নকলে বাধায় পুলিশ কর্মীকে মারধর, ধৃত ২ |
|
টুকরো খবর |
|
শিলিগুড়ি-জলপাইগুড়ি |
অনুমতি ছাড়াই বাতি, বিল দেবে না পুরসভা |
|
নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি: অনুমতি না নিয়ে শহরে সুদৃশ্য পথবাতি লাগানোয় ক্ষুব্ধ পুর কর্তৃপক্ষ। সোমবার পুরসভার মাসিক সভায় এ ব্যাপারে বিরোধীরা প্রশ্ন উঠলে বিদ্যুৎ বিভাগের মেয়র পারিষদ অরিন্দম মিত্র জানিয়ে দেন, পুরসভার অনুমতি না নিয়েই ওই পথবাতি লাগানো হয়েছে। সেই সঙ্গে তিনি জানিয়ে দেন ওই সমস্ত পথবাতি জ্বালানোর বিল পুরসভার তরফে দেওয়া হবে না। মেয়র গঙ্গোত্রী দত্তও সহমত পোষণ করেন। শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষ যাঁদের তরফে ওই পথবাতি লাগানো হয়েছে তাঁদের পুরসভার তরফে চিঠি দিয়ে বিষয়টি জানতে চাওয়া হয়েছে। |
|
নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি: বাড়ির ঠিকানার প্রমাণপত্র ছাড়া লাইসেন্স নবিকরণ করা হবে না বলে শিলিগুড়ি মহকুমা পরিবহণ দফতরের নির্দেশের জেরে বিপাকে পড়ে গিয়েছেন গাড়ি চালকেরা। রাজ্য পরিবহণ দফতরের নয়া নির্দেশে নবিকরণ হওয়া লাইসেন্স আবেদনকারীর বাড়িতে ডাকযোগে পাঠানো হচ্ছে। এজন্য আবেদনকারীরে অতিরিক্ত ৫০ টাকা দিতে হচ্ছে। কিন্তু বাড়ির ঠিকানার প্রমাণপত্র জোগাড় করতে গিয়ে বিপাকে পড়ে গিয়েছেন বহু চালক। তাঁদের অভিযোগ, মোটর ভেহিক্যালস দফতরের আধিকারিকদের একাংশ ভোটার কার্ড দেখতে চাওয়ায় সমস্যায় পড়তে হচ্ছে। |
নবীকরণের নয়া
নির্দেশে সমস্যা |
|
দার্জিলিঙে পর্যটন কমিটির বৈঠকে ইয়েচুরি |
|
উন্নয়ন বৈঠকে অনুপস্থিত
বাম বিধায়করা |
|
|
টুকরো খবর |
|
|