প্রচন্ড ভিড়ে বাসের পাদানিতে দাঁড়িয়েই কলেজে যাচ্ছিলেন কবিতা সিংহ (২২)। জটিয়াখালিতে বেহাল রাস্তায় ঝাঁকুনিতে তিনি বাসের পাদানি থেকে ছিটকে রাস্তায় পড়ে যান। বাসের পিছনের চাকায় থেঁতলে যায় কবিতার মাথা। সোমবার সকাল সাড়ে ১০টা নাগাদ ঘটনাটি ঘটে এনজেপি পুলিশ ফাঁড়ির জটিয়াখালিতে। এই ঘটনায় বাসের পাদানিতে দাঁড়িয়ে থাকা খালাসিও জখম হয়েছেন। তাঁকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ওই ঘটনার পর ক্ষুব্ধ জনতা মৃতদেহ রাস্তায় ফেলে রেখে তিন ঘণ্টা শিলিগুড়ি-জলপাইগুড়ির ৩১-ডি জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান। যানজট হয়। এনজেপি পুলিশ ফাঁড়ির ওসি বাসুদেব সরকার ঘটনাস্থলে গিয়ে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করেন। পুলিশ বাসটিকে আটক করলেও চালক পলাতক। বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ৩১ (ডি) জাতীয় সড়ক বেহাল হয়ে রয়েছে। জটিয়াখালিতে ওই রাস্তায় চলাচল করাই বিপজ্জনক হয়ে দাঁড়িয়েছে। রাস্তায় পিচের চাদর উঠে গিয়ে বড় বড় গর্ত তৈরি হয়েছে। মাঝেমধ্যেই দুর্ঘটনা হচ্ছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শিলিগুড়ি মহিলা মহাবিদ্যালয়ের ছাত্রী কবিতা এদিন রাধাবাড়ি থেকে শিলিগুড়িগামী একটি বাসে উঠে কলেজে যাচ্ছিলেন। বাসে ভিড় থাকায় তিনি দরজার পাশে পাদানিতে দাঁড়িয়েছিলেন। সেখানে গাড়ির খালাসিও দাঁড়িয়েছিলেন। জটিয়াখালিতে ঝাঁকুনিতে খালাসি এবং ওই ছাত্রী বাস থেকে পড়ে যান। খালাসি জখম হলেও কবিতার ঘটনাস্থলেও তাঁর মৃত্যু হয়। বাসিন্দারা জানিয়েছেন, মাধ্যমিক পরীক্ষার কথা ভেবে এদিন তাঁরা রাস্তা অবরোধ তুলে নিয়েছেন। আগামী ৯ মার্চের মধ্যে রাস্তা সংস্কারের কাজ শুরু করা না হলে ফের আন্দোলনে নামা হবে।
|
শিলিগুড়িতে শুরু হল বুথ বিভাজন প্রক্রিয়া। রাজ্যের প্রতিটি বুথেই ভোটার বাড়ছে। বুথ পিছু গড়ে ১১০০ ভোটার থাকার নির্দেশ থাকলেও বেশ কিছু বুথে ১৮০০-৩০০০ পর্যন্ত ভোটার রয়েছে। নির্বাচন কমিশন থেকে নতুন বুথ তৈরির চিন্তাভাবনা হলেও ২০০৯ থেকে ভোটে ব্যস্ততার জন্য কাজে হাত দেওয়া যায়নি। আগামী বছর রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। তার আগেই নতুন বুথ তৈরি সেরে ফেলতে চায় কমিশন। রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে সর্বদল বৈঠকের পরে চলতি মাস থেকে কাজে হাত দেওয়া হয়েছে। শিলিগুড়ি মহকুমায় মোট বুথ ৪৬৭। ১১০০ বা তার চেয়ে বেশি ভোটার এমন বুথের সংখ্যা সবচেয়ে বেশি শিলিগুড়ি পুর এলাকায়। এ ছাড়া পাথরঘাটা, আঠারোখাই এলাকাতেও দেড় হাজারের বেশি ভোটার আছে। ওই সমস্ত বুথে ভোট শেষ হতে রাত গড়িয়ে যাচ্ছে। নির্বাচন কমিশন এপ্রিল মাসের ১১০০ বেশি ভোটার রয়েছে এমন বুথ ভেঙে নতুন বুথের তালিকা তৈরির পরিকল্পনা নিয়েছে। তালিকা তৈরির পরে বুথের খসড়া তালিকা প্রকাশ হবে। চূড়ান্ত তৈলিকা প্রকাশ হবে মে মাসে। শিলিগুড়ির মহকুমা নির্বাচন আধিকারিক সুমন বাগদাস বলেন, “নতুন বুথের জন্য সরকারি স্কুল বাছাইয়ের পরিকল্পনা হয়েছে। তেমন কিছু পাওয়া না-গেলে নির্বাচন কমিশনের কাছে সেই তালিকাও তুলে দেওয়া হবে। এরপরে নির্বাচন কমিশনের নির্দেশ মেনে পরবর্তী পদক্ষেপ করা হবে।”
|
ডুয়ার্সের কুমলাই চা বাগানে নিয়মিত বেতনের দাবিতে কাজ বন্ধ রেখে বিক্ষোভ দেখালেন শ্রমিকরা। সোমবার দলমত নির্বিশেষে কোনও শ্রমিকই কাজে যোগ দেননি। শ্রমিকদের পক্ষে আদিবাসী বিকাশ পরিষদ নেতা অমরদান বাক্সলা জানান, বছরের এই সময়ে বাগানের শ্রমিকেরা একটা লম্বা ছুটি পান। এর আগে বেতন দেওয়ার নিয়ম থাকলেও তা দেওয়া হচ্ছে না। পুজোর বোনাসের একটি অংশ দোলের আগে দেওয়ার কথা বলেছিলেন কর্তৃপক্ষ। তাও মেলেনি। শ্রমিক আবাসনের সংস্কার হচ্ছে না। জ্বালানি কাঠও ঠিকঠাক মিলছে না। এদিন শ্রমিকেরা বাগানের গেটে জমায়েত হলেও ম্যানেজার বাগান ছেড়ে চলে যাওয়ায় উত্তেজনা বাড়ে। বাগানের ম্যানেজার প্রিয়রঞ্জন সিংহ জানান, কিছু শ্রমিক নেতা বাগানের অন্য শ্রমিকদের ভুল বোঝাচ্ছে। বাংলোর ভিতরেও শ্রমিকেরা ঢুকে পড়েন। এই পরিস্থিতিতে বাগানে থাকাই কঠিন হয়ে পড়েছে। যে টুকু সমস্যা আছে তা আলোচনার মাধ্যমেই দূর করা সম্ভব। যে পরিস্থিতি সৃষ্টি হল তাতে বাগান লকআউটের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এদিকে পরিষদের শ্রমিক সংগঠন মালবাজারের মহকুমাশাসককে স্মারকলিপি দেয়।
|
বাসিন্দাদের তৎপরতায় দুষ্কৃতীদের থেকে রক্ষা কিশোরী। রবিবার রাতে ঘটনাটি ঘটে এনজেপি পুলিশ ফাঁড়ির নৌকাঘাটে। কিশোরীর পরিবারের তরফে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের কিশোরীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। পুলিশ জানায়, কিশোরীর বাড়ি জলপাইগুড়ি কাদোবাড়িতে। বেশ কয়েক বছর ধরে শিলিগুড়ির খালপাড়ার নেহরু রোডের এক বাড়িতে পরিচারিকার কাজ করছে। ওই রাতে দুই বন্ধুর সঙ্গে নৌকাঘাটে গেলে ৫ জনের একটি দুষ্কৃতী দল তাঁকে ধর্ষণের চেষ্টা করে বলে অভিযোগ। তার চিৎকারে বাসিন্দারা ছুটে গেলে দুষ্কৃতীরা পালিয়ে যায়। পরে পুলিশ তাঁকে উদ্ধার করে।
|
উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর আত্মহত্যা ঘটনায় চাঞ্চল্য ছড়াল মালবাজারে। রবিবার রাতে মালবাজারের আহসান হাবিব (১৮) নামে মালবাজার আদর্শ বিদ্যাভবনের ছাত্র গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়। সোমবার শহরে ১৩ নম্বর ওয়ার্ডে ছাত্রের বাড়ি থেকে দেহ উদ্ধার হয়।
|
এক বৃদ্ধের ঝু্লন্ত দেহ উদ্ধার করল পুলিশ। সোমবার সকালে রাজগঞ্জ থানার চাউলহাটির তসর মহম্মদগছ এলাকায় ঘটনাটি ঘটেছে। পুলিশ জানায়, মৃতের নাম ঘুটু গোপ (৮০)। বাড়ি ওই এলাকাতেই। পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে।
|
ডুয়ার্সে গদাধর নদী থেকে উদ্ধার হল এক বৃদ্ধার পচাগলা মৃতদেহ। রবিবার কালচিনির গদাধর বনবস্তির বাসিন্দারা ওই দেহ দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ জানায়, বৃদ্ধার নাম ঝুমকি মুর্মু (৭২)। |