উত্তরবঙ্গের উন্নয়ন নিয়ে ডাকা বৈঠকে যোগ দিলেন না বাম বিধায়করা। সোমবার শিলিগুড়ির হিলকার্ট রোডে উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের অফিসে ওই বৈঠক হয়। সেখানে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব, বনমন্ত্রী হিতেন বর্মন, তথ্য ও সম্প্রচার, কারিগরি দফতরের রাষ্ট্রমন্ত্রী আবু নাসের খান চৌধুরী-সহ জোটের ২৭ জন বিধায়ক হাজির ছিলেন। বাম বিধায়করা বৈঠকে হাজির না হওয়ায় উদ্বেগ প্রকাশ করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। তিনি বলেন, “মুখ্যমন্ত্রীর নির্দেশে সকলকে নিয়ে আমরা উত্তরবঙ্গে উন্নয়নের কাজ করতে চাই। তাই ছয় জেলার সমস্ত বিধায়কদের নিয়ে বৈঠক ডাকা হয়। চিঠি দিয়ে সকলকে আমন্ত্রণ জানানো হয়। |
একজন সিপিএম বিধায়ক এবং একজন ফরওয়ার্ড ব্লক বিধায়ক হাজির না হওয়ার কারণ জানিয়েছেন। বাকিরা কিছু জানাননি। কেউ বৈঠকে যোগ না দিলে উন্নয়ন থামবে না। প্রয়োজনে জেলাশাসক বা আমাদের বিধায়করা পাশের এলাকার উন্নয়নের প্রস্তাব দেবেন।” তিনি জানান, এদিন বিভিন্ন জেলা থেকে বিধায়করা উন্নয়নের জন্য নানা প্রস্তাব জমা দিয়েছেন। তা আগামী আথিক বছরে কয়েকটি ধাপে পূরণের কাজ শুরু হবে। এ ছাড়া বর্তমানে চলা বিভিন্ন প্রকল্পের কাজ নিয়েও আলোচনা হয়েছে।” অধিকাংশ কাজ ৩১ মে-এর মধ্যে শেষ করার চেষ্টা চলছে বলে জানান তিনি। সিপিএমের দার্জিলিং জেলা সম্পাদকমণ্ডলীর অন্যতম সদস্য জীবেশ সরকার বলেন, “কোনও অনুষ্ঠানেই বাম বিধায়কদের, সভাধিপতিদের ডাকা হয়নি। মুখ্যমন্ত্রীর বিভিন্ন সরকারি অনুষ্ঠান, প্রকল্পের উদ্বোধনে এটা বার বার দেখা গিয়েছে। হঠাৎ করে একটি মিটিং ডেকেছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। কীভাবে বিধায়কদের আমন্ত্রণ করা হয়েছে তা জানতে হবে। আর মন্ত্রী বলছেন বাম বিধায়কদের ছাড়াই উন্নয়নের কাজ করবেন, এটা সংবিধান বিরোধী বক্তব্য।” |