মূক ও বধির প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। রবিবার সকালে তরুণীর পরিবারের লোকেরা পুলিশে অভিযোগ করার পর রাতে উত্তপ্ত হয়ে ওঠে মালদহের কালিয়াচকের গোলাপগঞ্জ এলাকা। পরিস্থিতি সামলাতে অভিযুক্ত যুবককে রাতেই গ্রেফতার করে পুলিশ। সোমবার অভিযুক্ত পিন্টু শেখকে আদালতে পাঠালে মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট জামিনের আবেদন খারিজ করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। আইসি রাজীব ভট্টাচার্য বলেন, “প্রতিবন্ধীকে ধষর্ণের অভিযোগ রবিবার গোলাপগঞ্জ ফাঁড়িতে জমা পড়ে। রাতে পুলিশ তল্লাশি চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করেছে।” গত বৃহস্পতিবার সকালে ভাটাশ্রমিক দাদাকে খাবার দিয়ে ফিরছিলেন তিনি। ফেরার পথে দুষ্কৃতী পিন্টু শেখ তাঁকে আমবাগানে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ।
|
ছাত্র সংঘর্ষকে কেন্দ্র করে ফের উত্তপ্ত হয়ে উঠল ইসলামপুর কলেজ। সোমবার বিকালে ইসলামপুর কলেজে ছাত্র পরিষদ এবং তৃণমূল ছাত্র পরিষদের সমর্থকদের মধ্যে ওই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ছাত্র পরিষদের এক সমর্থক জখম হয়। ছাত্র পরিষদের অভিযোগ, এদিন কলেজে তাঁরা অধ্যক্ষকে স্মারকলিপি দেয়। ফেরার পথে তাঁদের উপর তৃণমূল ছাত্র পরিষদের ছেলেরা চড়াও হয়। ছাত্র পরিষদের অন্যতম নেতা এহেসানুল হক বলেন,.“তৃণমূলের ছেলেরা কলেজে কলেজের পরিবেশ নষ্ট করার চষ্টা চালাচ্ছে।” অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করে তৃণমূল ছাত্র পরিষদের অন্যতম নেতা কৌশিক গুণ বলেন, “কলেজে ভর্তির ফর্মের টাকা ছাত্রছাত্রীরা কাউন্টারে জমা দিচ্ছিলেন। ছাত্র পরি,দের নেতরা নিজেরাই ছাত্রদের কাছ থেকে টাকা নিয়ে জমা দেওয়া শুরু করেন। তাতে আপত্তি জানালো হলে আমাদের উপরে হামলা হয়।” ছাত্র পরিষদের পক্ষ থেকে ইসলামপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ তদন্তে নেমেছে।
|
১০০ দিনের কাজে পুকুর খোঁড়ার সময় কষ্টিপাথরের একটি বিষ্ণু মূর্তি উদ্ধার করেছেন আদিবাসী মহিলা। সোমবার বামনগোলার পাকুয়াহাট পঞ্চায়েতের বাসরা গ্রামে ঘটনাটি ঘটেছে। বামনগোলার বিডিও অয়ন দত্তগুপ্ত বলেন, “পুরাতত্ত্ব বিভাগের অফিসারদের খবর দেওয়া হয়। মূর্তি বামনগোলায় থানায় রাখা হয়েছে।”
|
হলদিবাড়ি কলেজের ছাত্র সংসদের সম্পাদক নির্বাচিত হল ছাত্র পরিষদের প্রসেনজিৎ দাস। সোমবার নির্বাচিত ছাত্র প্রতিনিধিদের ভোটে তিনি নির্বাচিত হয়েছেন। কলেজ সূত্রের খবর, গোপন ব্যালটে তিনি তৃণমূল ছাত্র পরিষদের সেলিম সরকারকে ২ ভোটের ব্যবধানে হারিয়েছেন। প্রসেনজিৎ ১৪টি ভোট পান। |