শহরে চলবে নয়া যানবিধি
বৃহস্পতিবার থেকে কোচবিহার শহরে যানবাহন চলাচলের নয়া বিধি চালু করতে চলেছে জেলা প্রশাসন। তাতে কিছু রুট বদলে দেওয়ার পাশাপাশি ব্যস্ততম বিভিন্ন রাস্তার যানচলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, সুনীতি রোড, কেশব রোড, বিশ্বসিংহ রোড, এনএন রোড-সহ কিছু ব্যস্ততম রাস্তায় যানচলাচল নিয়ন্ত্রণ করা, ভবানীগঞ্জ বাজার চত্বরে যাতায়াতের রাস্তায় গাড়ি দাঁড়ানো বন্ধ, গুঞ্জবাড়ি থেকে বাসস্ট্যান্ড রাস্তা ওয়ানওয়ে, ট্রাক চলাচল নিয়ন্ত্রণ ছাড়া রাস্তার পাশের রিকশা স্ট্যান্ড সরিয়ে দেওয়ার বিষয় রয়েছে। জেলাশাসক মোহন গাঁধী বলেন, “শহরে যানজটের সমস্যা মেটাতে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১ মার্চ থেকে সমস্ত সিদ্ধান্ত কার্যকরী করা হবে” প্রশাসন সূত্রেই জানা গিয়েছে, যানজটে জেরবার সুনীতি রোডেই যান নিয়ন্ত্রণে সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে। ওই রাস্তায় মাথাভাঙা, তুফানগঞ্জ, দিনহাটা থেকে শহরে আসা বাস সহ-বিভিন্ন গাড়ি ঢুকবে। ফেরার সময় তাদের গুঞ্জবাড়ি মোড়, কামেশ্বরী রোড, দুর্গাবাড়ি, রেলঘুমটি হয়ে যেতে হবে। এছাড়াও সুনীতি রোডের এনবিএসটিসির বাসস্ট্যান্ড বন্ধ করে সমস্ত বাস নিগমের কেন্দ্রীয় বাস টার্মিনাস থেকে চালানো হবে। শিলিগুড়ি-আলিপুরদুয়ার রুটের বাসগুলিকে গুঞ্জবাড়ি থেকে সুভাষপল্লি হয়ে বাসস্ট্যান্ডে ঢুকতে হবে। গুঞ্জবাড়ি থেকে বাসস্ট্যাণ্ড পর্যন্ত রাস্তাও ওয়ানওয়ে থাকবে। ভবানীগঞ্জ বাজার চত্বরের চারদিকের রাস্তাগুলিতে যানবাহন দাঁড় করানো নিষিদ্ধ করা হচ্ছে। শহরে সকাল ৮টা থেকে রাত ৯টা পর্যন্ত কোনওরকম ভারি ট্রাক ঢুকতে পারবে না। হাসপাতাল মোড়, কাছারি মোড়-সহ বিভিন্ন মোড়ের রিকশা স্ট্যান্ডকেগুলি বাসিন্দাদের সুবিধা দেখা সরানো হবে। পুরসভার চেয়ারম্যান বীরেন কুন্ডু বলেন, “যানচলাচলের নয়া রুপরেখা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে। আশা করছি শহরের গতি এতে বাড়বে।” জেলা পুলি সুপার প্রণব দাস বলেছেন, “সব সিদ্ধান্ত কার্যকরী করে গেলে যানজট কমবে। বাসিন্দাদের ভোগান্তি কমবে।” সুনীতি রোড, কেশব রোড, দিনহাটা রোড, বিশ্বসিংহ রোডে দিনের ব্যস্ততম সময়ে যানজটের জেরে জেরবার হচ্ছেন বাসিন্দারা। মাঝেমধ্যে ছোটমাপের দুর্ঘটনাও ঘটছে। পরিস্থিতির জেরে উদ্বেগ বেড়েছে পুলিশ, প্রশাসন ও পুরসভা কর্তাদের। সম্প্রতি পুলিশ, পুরসভা, বাস মালিক সমিতি, রিকশা চালক ইউনিয়নের প্রতিনিধি-সহ সব মহলের সঙ্গে আলোচনা করেন জেলা প্রশাসনের কর্তারা। সেখানেই ওই সব রুপরেখা বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়। কোচবিহার নাগরিক অধিকার সুরক্ষা মঞ্চের সভাপতি রাজু রায় বলেন, “প্রশাসনের এই উদ্যোগ যাতে কার্যকরী হয় সেদিকে সবাইকে নজর রাখতে হবে। আগেও বহুবার যানজট মেটাতে নানা পদক্ষেপ নেওয়া হলেও তা বেশি দিন চালু থাকেনি।”



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.