|
|
|
|
তড়িঘড়ি থানায় ফিরতে গিয়ে দুর্ঘটনায় মৃত আইসি |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
পথ-দুর্ঘটনায় মৃত্যু হল পশ্চিম মেদিনীপুরের শালবনি থানার আইসি সাব্বির হোসেনের (৪৪)। রবিবার গভীর
|
আইসি সাব্বির হোসেন |
রাতে গড়বেতা থানা এলাকার আড়াবাড়ির জঙ্গলের মাঝে একটি লরির সঙ্গে তাঁর গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। সাব্বির নিজেই গাড়ি চালাচ্ছিলেন। দুর্ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে পুলিশ গিয়ে দেহ
উদ্ধার করে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গিয়েছে, আইসি-র শ্যালক শেখ মইদুলের বিয়ে ঠিক হয়েছে মার্চের গোড়ায়। বিয়ের কেনাকাটার জন্য রবিবার সন্ধ্যায় স্ত্রী রশিদা বেগমকে নিয়ে বেরিয়েছিলেন আইসি। রশিদা ঘাটাল হাসপাতালের সহকারী সুপার। রাতে সেখানেই ছিলেন তাঁরা। হঠাৎই রাতে কারও ফোন পেয়ে তড়িঘড়ি থানার উদ্দেশে বেরিয়ে পড়েন তিনি। পারিবারিক সূত্রের বক্তব্য, ফোনটি এসেছিল জেলার এক পদস্থ পুলিশকর্তার কাছ থেকে।
পারিবারিক সূত্রেই জানা গিয়েছে, ওই পুলিশকর্তা ফোনে তখন তাঁর কাছ থেকে থানার গাড়ি নিয়ে বেরিয়ে তিনি কোথায় গিয়েছেন, তার কৈফিয়ৎ চান। মাওবাদী-প্রভাবিত এলাকার থানার আইসি কেন কাউকে কিছু না জানিয়ে রাতে থানার বাইরে, তা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন। এর পরেই সাব্বির ত্রস্ত অবস্থায় তড়িঘড়ি গাড়ি নিয়ে বেরিয়ে পড়েন। শেখ মইদুল বলেন, “ওই পুলিশকর্তা ও-ভাবে ধমক না দিলে জামাইবাবু রাতে বেরোতেন না। |
|
মৃত্যুর খবরে ভেঙে পড়েছেন স্ত্রী ও পরিজন। সৌমেশ্বর মণ্ডলের তোলা ছবি। |
দুর্ঘটনাও ঘটত না।” রশিদাও ঘনিষ্ঠজনেদের কাছে বলেন, “পুলিশকর্তার ফোনের পরে উনি প্রচণ্ড উদ্বিগ্ন হয়ে পড়েন। বেরোনোর সময়ে বার বার বলেছিলাম, সাবধানে গাড়ি চালিও। যে আশঙ্কা করছিলাম, সেটাই ঘটে গেল!”
পারিবারিক সূত্রে জানা গিয়েছে, সাব্বির চেয়েছিলেন যত দ্রুত সম্ভব শালবনি থানায় ফিরে যেতে। সে জন্যই দ্রুত গাড়ি চালাচ্ছিলেন। আড়াবাড়ির জঙ্গলের রেঞ্জ অফিসের কাছে একটি লরিকে দ্রুত ‘ওভারটেক’ করতে যান। সে সময়ে উল্টো দিক থেকে আর একটি লরি এসে পুলিশের গাড়িটিতে সজোরে ধাক্কা দেয়। গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। গাড়ি কেটে আইসি-র দেহ বের করতে হয়। দুর্ঘটনার খবর পেয়েই জেলা পুলিশ সুপার প্রবীণ ত্রিপাঠী দুর্ঘটনাস্থলে যান। মৃতদেহ উদ্ধার করে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ময়না-তদন্তের পরে সোমবার দক্ষিণ চব্বিশ পরগনার মগরাহাটের বাড়িতে দেহ নিয়ে যাওয়া হয়। সাব্বিরের নাবালক এক ছেলে ও মেয়ে রয়েছে। এসপি প্রবীণ ত্রিপাঠি বলেন, “দুর্ভাগ্যজনক ঘটনা। কী ভাবে দুর্ঘটনা হল, তদন্ত করে দেখা হচ্ছে।” |
|
|
|
|
|