খেয়াল রাখুন
ভর্তি চলছে পুরোদমে
রাহুল ফাউন্ডেশনের উদ্যোগে গড়ে ওঠা ম্যানেজমেন্ট ইনস্টিটিউট অফ দুর্গাপুর (এমআইডি) এবং ল কলেজ অফ দুর্গাপুরে যথাক্রমে এমবিএ এবং আইনের পাঠ্যক্রমে ভর্তি চলছে পুরোদমে। ম্যানেজমেন্ট পড়তে যে কোনও বিষয়ে স্নাতক হতে হবে। সঙ্গে রাজ্য স্তরে জেইম্যাট প্রবেশিকা কিংবা সর্বভারতীয় স্তরের যে কোনও ম্যানেজমেন্ট প্রবেশিকা পরীক্ষার ‘স্কোর কার্ড’ থাকতে হবে। এ বিষয়ে বিশদে জানতে ফোন করুন ০৩৪৩-২৫২০৮৮০/৭১৩ নম্বরে। অন্য দিকে, ১০+২ পাশের পর পাঁচ বছরের আইন পাঠ্যক্রমে ভর্তি সংক্রান্ত বিষয়ে খোঁজ নিতে ফোন করুন ০৩৪৩-২৫২০০০৯ নম্বরে। দেখে নিতে পারেন www.rahul.ac.in ওয়েবসাইটটিও।

প্রকাশনার পাঠ্যক্রম
কলকাতার সিগাল স্কুল অফ পাবলিশিং-এ এপ্রিল থেকেই শুরু হচ্ছে এডিটিং এবং ডিজাইনিং ও প্রোডাকশনের সার্টিফিকেট পাঠ্যক্রম। সিগাল বুক্স-এর সঙ্গে মিলে বই প্রকাশনা সংক্রান্ত শিক্ষার এই প্রতিষ্ঠানটি চালু করেছে সিগাল ফাউন্ডেশন ফর দ্য আর্টস। কোর্সটিতে ভর্তি হতে যে কোনও শাখায় স্নাতক পাশ হতে হবে। কর্তৃপক্ষের দাবি, পাঠ্যক্রমটি করলে উপকৃত হবেন উঠতি লেখক, গ্রাফিক ডিজাইনার, প্রকাশনাকে কেরিয়ার করতে আগ্রহী বা এই শিল্পে পেশাদার হিসেবে যুক্ত কিংবা এর ব্যবসা আছে, এমন সকলেই। আসন ৪০টি। পাঠ্যক্রমের মেয়াদ ৪ মাস। ৭ মার্চ আবেদনের শেষ দিন। পাঠ্যক্রমটির শেষে হার্পার-কলিন্স পাবলিশার্স, পেঙ্গুইন বুকস ও কেম্ব্রিজ ইউনিভার্সিটি প্রেস-এর মতো নামী প্রকাশনা সংস্থায় ইন্টার্নশিপের সুযোগও আছে বলে দাবি কর্তৃপক্ষের। অনলাইনে আবেদন করুন www.seagullschool.org ওয়েবসাইট থেকে। যোগাযোগের ঠিকানা ৩৬-সি এস পি মুখার্জী রোড, কলকাতা-৭০০০২৫। প্রশ্ন থাকলে লিখে পাঠান contact@seagullschool.org ওয়েবসাইটে।

প্রস্তুতি প্রশিক্ষণ
জর‌্জ স্কুল অফ কম্পিটিটিভ এগজামিনেশন্স শুরু করতে চলেছে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস পরীক্ষার প্রস্তুতি পাঠ্যক্রমের নতুন ক্লাস। বিস্তারিত তথ্যের জন্য ফোন করতে পারেন ৯৮৩০২-৭৭১০০ নম্বরে।

আপনার প্রশ্ন
বিশেষজ্ঞের উত্তর

প্রশ্ন: স্নাতক স্তরের তৃতীয় বর্ষের ছাত্র। সাম্নানিক বিষয় হিসেবে রেখেছি ইতিহাস। পাশ-এর বিষয় হিসেবে রয়েছে অর্থনীতি ও রাষ্ট্রবিজ্ঞান। আমি পরের বছর ডব্লিউ বি সি এস পরীক্ষায় বসতে চাই। পরীক্ষাটি সম্পর্কে বিস্তারিত জানালে উপকৃত হব। প্রশিক্ষণ কোথায় মিলবে তা-ও জানাবেন।

উত্তর: ডব্লিউ বি সি এস অর্থাৎ বেঙ্গল সিভিল সার্ভিসেস পরীক্ষাটি নেয় ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন। প্রত্যেক বছর সাধারণত ফেব্রুয়ারি মাস নাগাদ এর প্রিলিমিনারি পরীক্ষাটি হয়। ডব্লিউ বি সি এস পরীক্ষার তিন ভাগ। প্রিলিমিনারি, মেন, ইন্টারভিউ। ২০০ নম্বর নির্দিষ্ট প্রিলিমিনারির জন্য। প্রশ্ন হয় ‘মাল্টিপল চয়েস’ ধরনের। সময় আড়াই ঘণ্টা। জর্জ স্কুল অফ কম্পিটেটিভ এগ্জামিনেশন্সের অধিকর্তা অভিজিৎ কুণ্ডু জানিয়েছেন, এই পর্বে ভুল উত্তর দিলে নম্বর কাটা যায়। প্রিলিমিনারিতে সাধারণত আটটি বিষয়ের উপর প্রশ্ন থাকে। প্রতিটির জন্য নির্দিষ্ট ২৫ নম্বর। বিষয়গুলি হল সাধারণ ইংরেজি, সাধারণ বিজ্ঞান, ভারতের স্বাধীনতা সংগ্রাম, জেনারেল মেন্টাল এবিলিটি, ভারতের ইতিহাস, ভূগোল (ভারতের উপর ১৫টা এবং পশ্চিমবঙ্গের ভূগোলের উপর ১০টা প্রশ্ন), রাষ্ট্রনীতি ও অর্থনীতি ও সাম্প্রতিক ঘটনাবলী।
প্রিলিমিনারির ধাপ টপকালে মেন পরীক্ষায় বসা যায়। এতে ‘আবশ্যিক’ হিসেবে পাঁচটি বিষয় থাকে। প্রতিটি পত্রের মান ১০০ এবং বরাদ্দ তিন ঘণ্টা করে সময়। বিষয়গুলি হল বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান (৫০ নম্বর) ও সাম্প্রতিক বিষয়াবলী (৫০ নম্বর), ভারতের সংবিধান এবং পঞ্চবার্ষিকী পরিকল্পনা, অঙ্ক (৫০) এবং রিজনিং (৫০)। এই পর্যায়ে পাঁচটি আবশ্যিক বিষয়ের সঙ্গে ঐচ্ছিক বিষয়ের পরীক্ষাও দিতে হয়। মেন পরীক্ষা পেরোতে পারলে বাছাইয়ের শেষ ধাপ হিসেবে থাকে শুধু ইন্টারভিউ।
ডব্লিউ বি সি এস (এগ্জিকিউটিভ) একস্ট্রা পরীক্ষার মাধ্যমে চারটি গ্রুপে চাকরির সুযোগ আছে। গ্রুপ ‘এ’-তে রয়েছে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস (এগ্জিকিউটিভ), কমার্শিয়াল ট্যাক্স সার্ভিস, এগ্রিকালচারাল ইনকাম ট্যাক্স সার্ভিস, এক্সাইজ সার্ভিস, কো-অপারেটিভ সার্ভিস, লেবার সার্ভিস, ফুড অ্যান্ড সাপ্লাইজ সার্ভিস, এমপ্লয়মেন্ট সার্ভিস, রেজিস্ট্রেশন অ্যান্ড স্ট্যাম্প রেভিনিউ সার্ভিস। ‘বি’ গ্রুপে রয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস। ‘সি’ গ্রুপে রয়েছে জয়েন্ট ব্লক ডেভেলপমেন্ট অফিসার অ্যান্ড ফেয়ার বিজনেস প্র্যাক্টিস, ওয়েস্ট বেঙ্গল জুনিয়র সোশ্যাল ওয়েল ফেয়ার সার্ভিস (গ্রেড-ওয়ান), অ্যাসিস্টেন্ট কমার্শিয়াল ট্যাক্স অফিসার (ইরিগেশন), চিফ কন্ট্রোলার কারেকশনাল সার্ভিস। গ্রুপ ‘ডি’-তে রয়েছে ইনস্পেক্টর অফ কো-অপারেটিভ সোসাইটিস, পঞ্চায়েত ডেভেলপমেন্ট অফিসার আন্ডার পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট এবং রিহ্যাবিলিটেশন অফিসার আন্ডার রিফিউজি অ্যান্ড রিহ্যাবিলিটেশন ডিপার্টমেন্ট।
মেন-এ পাঁচটি আবশ্যিক বিষয়ের সঙ্গে গ্রুপ ‘এ’ ও গ্রুপ ‘বি’-এর জন্য দু’টি করে ঐচ্ছিক এবং গ্রুপ ‘সি’ ও গ্রুপ ‘ডি’-এর জন্য একটি ঐচ্ছিক বিষয় নিতে হয়।
ডব্লিউ বি সি এসের প্রশিক্ষণ দেয় অনেকেই। এগুলির মধ্যে উল্লেখযোগ্য হল রাইস, জর্জ স্কুল অফ কম্পিটেটিভ এগজামিনেশন, মাইস ইত্যাদি।

প্রশ্ন: ২০১১-এ বিজ্ঞান নিয়ে দ্বিতীয় বিভাগে উচ্চমাধ্যমিক পাশ করেছি। যুব কম্পিউটার কেন্দ্র থেকে ডিপ্লোমা ইন ইনফর্মেশন টেকনোলজি অ্যাপ্লিকেশন করেছি। ২০১১-এ জেক্সপো-ও দিয়েছিলাম। মেধা তালিকায় ২৭ হাজারের উপরে ছিলাম। কিন্তু কোনও পলিটেকনিক কলেজে ভর্তি হইনি। মাধ্যমিকে ৭২% নম্বর ছিল। আমি কি নম্বরের ভিত্তিতে পলি-৪০-এর মাধ্যমে এ বছর ভর্তি হতে পারব?

উত্তর: এ বছর থেকে নিয়ম হয়েছে যে, শুধুমাত্র জেক্সপোর মাধ্যমেই পলিটেকনিকে ভর্তি হতে হবে। কারণ ‘পলি-৪০’ অর্থাৎ মাধ্যমিকের নম্বরের ভিত্তিতে পলিটেকনিক কলেজে ভর্তির যে পদ্ধতি এতদিন চালু ছিল, তা এ বছর থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। তাই আপনাকে আবার জেক্সপো পরীক্ষা দিয়েই ভর্তি হতে হবে। তবে এ বছর থেকে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন জেক্সপোতে বসার জন্য বয়সের ঊর্ধ্বসীমা উঠিয়ে দিয়েছে। যোগ্যতা হিসেবে মাধ্যমিকে প্রাপ্ত নম্বরের ঊর্ধ্বসীমাও কমিয়েছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.