l
Bengali Magazines
l
Puja Barshiki Magazines
l
Bengali Movies
l
Bengali Food Recipes
l
Bangla Blogs
l
Bengali Online Radio
l
Sicily Villas
l
Registrar nombre del dominio
l
Domain Registration
রাজ্যের অধিকারে অনড় মমতা, ক্ষুব্ধ কেন্দ্র
জয়ন্ত ঘোষাল • নয়াদিল্লি
মমতা বন্দ্যোপাধ্যায় লড়ছেন রাজ্যের অধিকার চেয়ে। কিন্তু তাতে সব থেকে বেশি দুঃখিত তাঁরই জোট শরিক কংগ্রেসের হাইকম্যান্ড। লোকপাল বিল রাজ্যসভায় পাশ করাতে না পারায় যত না দুঃখ, তার থেকে অনেক বেশি দুঃখ কংগ্রেস হাইকম্যান্ড পেয়েছে গত কাল মমতা সংশোধনী প্রত্যাহার না করায়। এই ঘটনায় তারা এখন মমতার উপরে যারপরনাই ক্ষুব্ধও। গত কাল গভীর রাত পর্যন্ত মমতাকে বুঝিয়ে-সুঝিয়ে সংশোধনীগুলি প্রত্যাহার করিয়ে নেওয়ার চেষ্টা চালিয়ে গিয়েছে কংগ্রেস। প্রণব মুখোপাধ্যায়ের দৌত্য ব্যর্থ হলে বেশি রাতে প্রধানমন্ত্রী মনমোহন সিংহ এবং সনিয়া গাঁধীর নির্দেশে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদম্বরম টেলিফোন করেন মমতাকে (যদিও তৃণমূলের পক্ষ থেকে চিদম্বরমের ফোনের কথা স্বীকার করা হয়নি)। চিদম্বরম একটা নতুন সমাধানসূত্র দেন তৃণমূল নেত্রীকে।
বিস্তারিত...
বিজেপিকে নিশানা করেই গা-ঝাড়া কংগ্রেসের
শঙ্খদীপ দাস • নয়াদিল্লি
দরজায় কড়া নাড়ছে উত্তরপ্রদেশ-সহ পাঁচ রাজ্যের নির্বাচন। তার আগে রাজ্যসভায় লোকপাল বিল পাশ না হওয়ায় আজ বিজেপিকেই কাঠগড়ায় তুলল সরকার। সেই সঙ্গে এ-ও জানিয়ে দিল, সংসদের আসন্ন বাজেট অধিবেশনে লোকপাল বিলটি পাশ করাতে ফের সচেষ্ট হবে কেন্দ্র। রাজ্যসভায় কংগ্রেসের সংখ্যাগরিষ্ঠতা ছিল না। তার উপরে শরিক তৃণমূলের সঙ্গে সমঝোতাও হয়নি। ফলে গত কাল লোকপাল বিল নিয়ে ভোটাভুটি থেকে সরকার যে মুখ লুকোতে চেয়েছিল, তা শেষ পর্বে গিয়ে স্পষ্ট হয়ে যায় বলেই বিরোধীদের বক্তব্য। কিন্তু রাত পার হতেই আজ গা ঝাড়া দিয়ে উঠেছে কংগ্রেস এবং সরকার। অস্বস্তি আর গ্লানি কাটিয়ে উঠতে তারা পাল্টা আক্রমণের পথ নেয়।
বিস্তারিত...
আইন বদলেই উৎকর্ষ কেন্দ্র হবে
প্রেসিডেন্সি, প্রয়োজনে অর্ডিন্যান্স
নিজস্ব সংবাদদাতা • কলকাতা
প্রেসিডেন্সিকে ‘সেন্টার ফর এক্সেলেন্স’ বা উৎকর্ষ কেন্দ্রের মর্যাদা দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের আইনে পরিবর্তন আনতে রাজ্য সরকারের কাছে সুপারিশ করবে উচ্চশিক্ষা সংসদ। এর ফলে বিশেষ আর্থিক প্যাকেজ ঘোষণা করে বিশ্ববিদ্যালয়ে ‘সর্বশ্রেষ্ঠ’ শিক্ষক-শিক্ষিকা নিয়োগ করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। বিশ্ববিদ্যালয় আইনে কী ধরনের পরিবর্তন এনে প্রেসিডেন্সিকে বিশ্ব মানের করে তোলা যায়, সেই ব্যাপারে সুপারিশ করার জন্য উচ্চশিক্ষা সংসদের চেয়ারম্যান সুগত মারজিৎকে দায়িত্ব দিয়েছে রাজ্য সরকার। প্রেসিডেন্সির মেন্টর গ্রুপের চেয়ারম্যান সুগত বসুর সঙ্গে শুক্রবার এই নিয়ে বৈঠকে বসেন সংসদের চেয়ারম্যান। বৈঠকেরপরে তাঁরা জানান, প্রেসিডেন্সিকে উৎকর্ষ কেন্দ্রের মর্যাদা দেওয়ার জন্য রাজ্য সরকারের কাছে সুপারিশ করা হবে।
বিস্তারিত...
প্রতিবাদের বছরে বিশ্ব-সাথে বাঙালি
দেবাশিস ভট্টাচার্য • কলকাতা
বিশ্ব জুড়ে প্রতিবাদ। গ্রিস থেকে মিশর, লিবিয়া থেকে লন্ডন, রাশিয়া থেকে ওয়াল স্ট্রিট, এমনকী হাতের কাছে অণ্ণা হজারে। বছরটাই প্রতিবাদের। কোথাও ছোট-বড় ঢেউ, কোথাও একেবারে সুনামি! কিন্তু বাঙালি? তারা কি ‘বিশ্ব-বিমুখ’? মোটেই না। কে দেয় এমন অপবাদ? বরং এই প্রতিবাদের বছরে ‘বিশ্ব সাথে যোগে’ তারও সরব উপস্থিতি। পশ্চিমবঙ্গে ৩৪ বছরের বাম-রাজত্বের অবসান ঘটিয়ে মহাকরণে মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘পরিবর্তন’-এর সরকার ক্ষমতায় আসা তার সবচেয়ে বড় নিদর্শন। প্রচেষ্টা ছিল দীর্ঘদিনের। ‘সফল’ হওয়ার ইঙ্গিতও স্পষ্ট হচ্ছিল ক্রমশ। তবু শেষ উত্তর জানার জন্য দেশবিদেশের চোখ ছিল ২০১১-এর দিকে।
১৩ মে-র নির্বাচনী ফল জানিয়ে দিয়েছে, বাঙালি তার ‘প্রতিবাদী সত্তা’ হারায়নি।
বিস্তারিত...
বিনোদন
•
অতীত স্মৃতি উস্কে শেষ
রাতে মঞ্চে শরদিন্দু-উৎসব
•
বর্ষশেষে নাট্যমেলা, শাস্ত্রীয়
সঙ্গীত-নৃত্য উৎসব বহরমপুরে
এক বছরে সেনসেক্স খোয়াল ৫ হাজার পয়েন্ট
নিজস্ব প্রতিবেদন
শুক্রবার ছিল ২০১১ সালের লেনদেনের শেষ পর্ব।দুঃস্বপ্নের এক বছর শেষ হল শেয়ার বাজারে। দিনের শেষে সেনসেক্স ৮৯ পয়েন্ট পড়ে দাঁড়িয়েছে ১৫,৪৫৪.৯২ অঙ্কে। শেয়ার বাজারে লগ্নিকারীরা বছরে মোট সম্পদ খুইয়েছেন ১৯ লক্ষ ৪৬ হাজার কোটি টাকা। বছরে সূচকের মোট পতন ৫০০০ পয়েন্টেরও বেশি। পাশাপাশি, ডলারের তুলনায় টাকার দামও ২০১১ সালে পড়ল প্রায় ১৯%। শুক্রবার অবশ্য তা পড়েছে মাত্র ৩ পয়সা। বাজার বন্ধের সময়ে ১ ডলারের দাম ছিল ৫৩.১০/১১ টাকা। লগ্নিকারীদের এখন চিন্তা, ২০১২ সাল কেমন যাবে তা নিয়েই। ২০০৮ সালে বিশ্ব-মন্দার পর শেয়ার বাজার বা বৈদেশিক মুদ্রা লেনদেনে এতটা খারাপ সময় আসেনি। ২০০৮-এ লগ্নিকারীরা সম্পদ খুইয়েছিলেন ৪০ লক্ষ কোটি টাকা। তার পর থেকে বাজারের অবস্থা ক্রমশ ভাল হচ্ছিল। ২০০৯-এ বাজারে লগ্নিকারীদের মোট সম্পদ (মার্কেট ক্যাপিটালাইজেশন) বেড়েছিল ৩০ লক্ষ কোটি।
বিস্তারিত...
রাগ তো আসে আস্তে আস্তে, বলছেন রাজনীতি
প্রেমাংশু চৌধুরী • নয়াদিল্লি
সুপারি-কিলার! গত কাল রাতের পর থেকে লালুপ্রসাদ যাদবকে রাজনৈতিক মহলে এ নামেই ডাকা হচ্ছে। কারণ একটাই। মনমোহন-সরকারকে সুবিধা করে দিতে কংগ্রেসের ‘অঙ্গুলিহেলনে’ লালুপ্রসাদের দলের সাংসদরাই রাজ্যসভায় হট্টগোল করেছেন বলে অভিযোগ তুলেছেন বিরোধী দলের নেতারা। লালুপ্রসাদ নিজে অবশ্য এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন। তাঁর দাবি, তিনি মোটেই ‘সুপারি-কিলার’ নন। আর তাঁর দলের সাংসদ, এই মুহূর্তের সব থেকে আলোচিত চরিত্র রাজনীতি প্রসাদ জানিয়ে দিয়েছেন, তিনি যা করেছেন, তার জন্য তিনি গর্বিত। রাজধানীতে আজ সারা দিনই কংগ্রেস ও বিজেপির মধ্যে চলেছে অভিযোগের চাপানউতোর। তাতে মুখ্যচরিত্র কিন্তু আরজেডি-প্রধান লালুপ্রসাদ আর তাঁর ঘনিষ্ঠ-সাংসদ রাজনীতি প্রসাদ। গত কাল ঘড়ির কাঁটা তখন রাত ১২টার দিকে এগোচ্ছে, অরুণ জেটলি, সীতারাম ইয়েচুরিরা রাজ্যসভায় সরকারকে চেপে ধরার চেষ্টা করছেন, তখনই হট্টগোল শুরু করে দেন আরজেডি সাংসদরা।
বিস্তারিত...
সাহেবি স্বাদে বছর শেষের উদ্যাপন
সুচন্দ্রা ঘটক • কলকাতা
বড়দিনের কেকের সঙ্গে জমে ওঠা সাহেবিয়ানা ধরে রাখা যাক না বছর শেষের দিনটা জুড়েই। হুট করে পার্ক স্ট্রিট চত্বরে চলে গিয়ে বিলিতি প্রাতরাশের জন্য এটাই তো সবচেয়ে ভাল সময়। যাওয়া যায় কোনও এক বড়সড় কফি চেনেও। নানা স্বাদের কেক, কুকিজ, পাঁউরুটি, ব্রাউনি আর কলকাতার অল্পসল্প শীতে সক্কাল-সক্কাল জিভের সঙ্গে মনও হয়ে উঠতে পারে পাক্কা ইউরোপীয়। কলকাতা শহরে শীত এখনও সযত্নে উপভোগ করার মতোই ক্ষণিকের অতিথি। তাপমাত্রাটা দু-এক দিন বিলেতের সঙ্গে পাল্লা দিলেও, বছর শেষে শীত এ বার মুখ ফিরিয়ে নিয়েছে। তবু যা কিছু বিলিতি, সবই যেন চেখে দেখার মেজাজ কয়েকটা দিনের জন্যই জাঁকিয়ে বসেছে শহরটায়। বিলিতি পোশাকে পায়ে হেঁটে রোদ পোয়াতে বেরিয়ে চেনা শহরটাকে আবারও ঘুরে দেখার সময়ে সঙ্গে চাই বিলিতি টুকিটাকি। তার জন্য এ বছরের কেক-বাজারে নতুন সংযোজন ‘উইঙ্কিজ লেয়ার কেক’।
বিস্তারিত...
দ্বিতীয় সংস্করণ
কলকাতা
রুটি-সব্জি খেয়েই
জেলে দিন গুজরান
আমরি-অভিযুক্তদের
পথে মিছিল, ভূগর্ভে
মেট্রো, ভোগাল দুই-ই
রাজ্য
ইন্দিরার স্মৃতি মোছা
হচ্ছে না, ব্যাখ্যা রাজ্যের
বর্ষণেই বর্ষবরণের আভাস
উচ্চচাপের মেঘে
দেশ
মমতা না থাকলে
আমাদের কথা কে শুনত
লোকসভায় সুদীপ-কল্যাণরা
‘ব্যর্থ’, ক্ষুব্ধ তৃণমূল নেত্রী
বিদেশ
এক দিন আগেই বর্ষশেষের
উৎসবে মাতোয়ারা সামোয়া
ব্যবসা
কেক-পার্বণে মেতেছেন
শহরের কারবারিরা
সময়সীমা শেষ আজ,
হিমঘরে পড়ে বহু আলু
খেলা
বিদেশে শক্তিধরদের
বিরুদ্ধে ধোনির অধিনায়কত্ব
নিয়ে এ বার প্রশ্ন উঠে গেল
রক্ষণের রোগে এখনও
জর্জরিত বাগান
স্বাস্থ্য
রাতে আঁধারে ডুবল
মেডিক্যাল কলেজ
সদ্যোজাতদের চিকিৎসা
ব্যবস্থা পরিদর্শনে স্বাস্থ্যকর্তা
জীবজগত্
জঞ্জালে জেরবার
ইংরেজবাজার
তিস্তার জল আজ করলায়
সম্পাদকীয়
বিপরীতে হিত
শেষ নাহি যে
কলকাতা
২৯.৩/১৯.২
আজকের দিনে
•
১৯৬৩:
সেন্ট্রাল আফ্রিকান
ফেডারেশন ভেঙে গঠিত হল
জাম্বিয়া, মালাউয়ি ও রোডেশিয়া।
সাপ্তাহিক ক্রোড়পত্র
পাক্ষিক
এ সপ্তাহে ‘হাওড়া’ প্রকাশিত হল না
প্রতি মাসের ১ ও ১৫ তারিখ
কলকাতার কথকতা নিয়ে
First Page
|
Calcutta
|
State
|
Uttarbanga
|
Dakshinbanga
|
Bardhaman
|
Purulia
|
Murshidabad
|
Medinipur
National
|
Foreign
|
Business
|
Sports
|
Health
|
Environment
|
Editorial
|
Today
Crossword
|
Comics
|
Feedback
|
Archives
|
About Us
|
Advertisement Rates
|
Font Problem
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.